For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের অশান্ত কাশ্মীর, হাসানপোরায় বন্দুকধারীদের গুলিতে নিহত হলেন পুলিশ

ফের অশান্ত কাশ্মীর, হাসানপোরায় বন্দুকধারীদের গুলিতে নিহত হলেন পুলিশ

  • |
Google Oneindia Bengali News

ফের অশান্ত হয়ে উঠল জম্মু-কাশ্মীর। বন্দুকধারীর গুলিতে নিহত হলেন এক পুলিশকর্মী। শনিবার জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলার হাসানপোরায় এই ঘটনা। ঘটে। সন্দেহভাজন বন্দুকধারী হেড কনস্টেবল আলি মহম্মদ গনিকে গুলি করে হত্যা করে। এই ঘটনার পিছনে কোনও জঙ্গি সংগঠনের হাত রয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে।

ফের অশান্ত কাশ্মীর, হাসানপোরায় বন্দুকধারীদের গুলিতে নিহত হলেন পুলিশ

হেড কনস্টেবল আলি মহম্মদ গনিকে কুলগাম থানায় কর্মরত ছিলেন। বন্দুকধারীরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হেডকনস্টেবলকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। পথেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসকরা।

বন্দুকধারীর হামলার পর এলাকাটি নিরাপত্তা বাহিনী ঘিরে রেখেছে। মাত্র তিন সপ্তাহ আগে দক্ষিণ কাশ্মীরের একই অঞ্চলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে এনকাউন্টারে দুই জঙ্গি নিহত হয়েছিল। তারপর এই হামলার ঘটনা ঘটল। খতিয়ে দেখা হচ্ছে এই হামলার পিছনে ওই জঙ্গি সংগঠনের কোনও হাত রয়েছে কি না। তারা প্রতিহিংসা চরিতার্থ করতে এই হামলা করেছে কি না।

শুধু জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলার হাসানপোরায় এই বন্দুকধরী হামলা নয়, শ্রীনগরে নিরাপত্তা কর্মীদের উপর গ্রেনেড হামলার ঘটনা ঘটে। জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে মহারাজ বাজার এলাকায় জঙ্গিরা নিরাপত্তা কর্মীদের লক্ষ্য করে গ্রেনেড নিক্ষেপ করে বলে জানা গিয়েছে। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ এই ঘটনার তদন্তে নেমেছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনার পিছনেও কোনও জঙ্গি সংগঠনের হাত রয়েছে।

এই ঘটনা প্রসঙ্গে তদন্তকারী এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, শনিবার বিকেল সাড়ে চারটে নাগাদ সিআরপিএফ ও পুলিশকর্মীদের একটি দলকে লক্ষ্য করে একটি গ্রেনেড ছোড়া হয়। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে কোনও হতাহত হয়নি। ওই আধিকারিক আরও বলেন, এরপরই এলাকাটি ঘিরে ফেলে পুলিশকর্মীরা। আক্রমণকারীদের ধরতে তল্লাশি শুরু করা হয়েছে।

English summary
A police constable shot dead by gunmen in Jammu and Kashmir's Hassanpora
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X