For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহারাষ্ট্রে বাঘের মুখোমুখি বাইক আরোহী, কী হল শেষ পর্যন্ত

মহারাষ্ট্রে বাঘের মুখোমুখি বাইক আরোহী, কী হল শেষ পর্যন্ত

  • |
Google Oneindia Bengali News

ঘটনাটি মহারাষ্ট্রের চন্দ্রপুরের। ইতিমধ্যেই রাস্তা দিয়ে বাধের হেঁটে যাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। ছবিতে দেখা গিয়েছে বাইক আরোহী এক যুবক রাস্তা দিয়ে যাচ্ছেন। সেই সময় তাঁর সামনে একটি বাঘ হেঁটে আসছে। প্রসঙ্গক্রমে বলে রাখা ভাল বাইক আরোহী প্রথমে ভেবেছিলেন বাঘ রাস্তার পাশে ঝোঁপে চলে যাবে, কিন্তু সেই বাইক আরোহীর দিকেই এগিয়ে আসে।

দূরত্ব কমে দুজনের

দূরত্ব কমে দুজনের

এই পরিস্থিতিতে বাইক আরোহী এবং বাধের মধ্যে দূরত্ব ক্রমেই কমতে থাকে। সেই সময় বাইক আরোহী ভয় পেয়ে গাড়ি ঘুরিয়ে নেন। দূর থেকে দেখা যায় বাধ তারপরেও অনেকক্ষণ সেই রাস্তায় ঘোরাফেরা করে। তারপর রাস্তার পাশে বনের মধ্যে চলে যায়।

সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল

সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল

এই পুরো ঘটনা পিছনে থাকা এক যাত্রী মোবাইলে তুলে রাখেন। যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ঘটনাটি তাডোবা টাইগার রিজার্ভ সংলগ্ন এলাকার।

বিহারে বাঘের আতঙ্ক

বিহারে বাঘের আতঙ্ক

এই ঘটনার আগে অবশ্য বিহারের পশ্চিম চম্পারণের বাগাহাতে এক যুবককে শিকারে পরিণত করে একটি বাঘ। এই ঘটনার পরে জাতীয় বাধ সংরক্ষণ কর্তৃপক্ষ মানুষ খেকো বাঘটিতে হত্যার আদেশ দেয়। জানা গিয়েছে গত ছয়মাসে বাঘটি আটজনকে আক্রমণ করেছে। এর মধ্যে সাতজন মারা গিয়েছেন। একজন বাধের আক্রমণে পঙ্গু হয়ে পড়েছেন।

 আদিবাসী এলাকায় বাঘের হামলা

আদিবাসী এলাকায় বাঘের হামলা

বিহারে যেসব জায়গায় বাঘের হামলার ঘটনা ঘটে, তার সবই আদিবাসী অধ্যুষিত। এইসব এলাকার মানুষ জীবিকা বনের ওপরে নির্ভরশীল। যে কারণে বনেই প্রতিদিন যাতায়াত করতে হয় সেখানকার সাধারণ মানুষকে। আর সেই সময় বাঘ মানুষের ওপরে হামলা করে এবং তাদের শিকারের পরিণত করে।

গত দুই দশকে বিশ্ব জুড়ে ঘটেছে বহু ব্রিজ বিপর্যয়, দেখে নিন সেই ঘটনাগুলি গত দুই দশকে বিশ্ব জুড়ে ঘটেছে বহু ব্রিজ বিপর্যয়, দেখে নিন সেই ঘটনাগুলি

English summary
A biker faces a tiger in Chandrapur in Maharashtra near to tadoba tiger reserve, what happens
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X