For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কড়া নিরাপত্তা বলয়ে যোধপুর,হিংসার ঘটনায় গ্রেফতার ৯৭ জন

কড়া নিরাপত্তা বলয়ে যোধপুর,হিংসার ঘটনায় গ্রেফতার ৯৭ জন

Google Oneindia Bengali News

যোধপুরে হিংসার ঘটনায় গ্রেফতার করা হল ৯৭ জনকে। কড়া নিরাপত্তায় মুড়ে রাখা হয়েছে গোটা শহর। আজ মধ্যরাত পর্যন্ত যোধপুরে ১৪৪ ধারা জারি থাকবে বলে জানিয়েছে পুলিশ। কেন্দ্রীয় মন্ত্রী গতকাল দাবি করেছেন পরিকল্পনা করে অশান্তি ছড়ানো হয়েছিল যোধপুরে।

থমথমে যোধপুর

থমথমে যোধপুর

গতকালের পর আজও থমথমে যোধপুর। গতকাল ইদের দিনে যোধপুরে তীব্র উত্তেজনা ছড়িয়েছিল। পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি, গাড়িতে আগুন লাগানোর মত ঘটনা ঘটানো হয়। এমনকী বিজেপি বিধায়কের বাড়ির সামনেও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তারপরেই আজ মধ্যরাত পর্যন্ত যোধপুরে কার্ফু জারি করা হয়েছে ৯টি থানা এলাকায় কার্ফু জারি করা হয়েছে। কড়া নিরাপত্তার বেষ্টনিতে রয়েছে যোধপুর। বুধবার সকাল থেকে গোটা শহর থমথমে। তেমন দোকান বাজার খোলেনি। ৯টি থানা এলাকায় কড়া নিরাপত্তা জারি করা হয়েছে।

গ্রেফতার ৯৭ জন

গ্রেফতার ৯৭ জন

এখনও পর্যন্ত যোধপুরে সংঘর্ষের ঘটনায় ৯৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের সকলকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এই সংঘর্ষের ঘটনার নেপথ্যে কোনও উস্কানি বা ইন্ধন ছিল কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে। মুখ্যমন্ত্রী অশোক গেহলট পুলিশ প্রশাসনকে কড়া নির্দেশ দিয়েছেন। গতকালই উচ্চ পর্যায়ের বৈঠক মুখ্যমন্ত্রী শোক গেহলট। তিনি নির্দেশ দিয়েছেন কড়া হাতে পরিস্থিতি মোকাবিলা করার। যোধপুরের হেলিকপ্টারে এলাকা পরিদর্শন করেন তিনি। খতিয়ে দেখেন গোটা এলাকা।

অশান্তি কাশ্মীরেও

অশান্তি কাশ্মীরেও

কাশ্মীরেও ইদের দিন তীব্র অশান্তি হয়েছে। অনন্তনাগে আদাজ কাশ্মীরের স্লোগান দিয়ে নিরাপত্তারক্ষীদের পাথর ছোড়া হয়েছে। তুমুল অশান্তি ছড়িেয়ছিল কাশ্মীরের অনন্তনাগে। পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাসের শেল ফাটাতে হয় পুলিশকে। এমনকী লাঠিচার্জও করা হয়েছে। ইদের দিনে কাশ্মীরে এই অশান্তির ঘটনায় রীতিমত উত্তেজনার পারদ চড়েিছল। কীভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে দেশে। যদিও অশান্তি হতে পারে এই আশঙ্কায় আগে থেকেই একাধিক রাজ্যে সতর্কতা জারি করা হয়েছিল।

দিল্লিতেও সতর্কতা জারি

দিল্লিতেও সতর্কতা জারি

কাশ্মীর এবং যোধপুরের ঘটনার পর দিল্লিতেও সতর্কতা জারি করা হয়েছে। জাহাঙ্গিরপুরীতে গতকাল কড়া নিরাপত্তা ছিল। জনসংযোগ বাড়াতে পুলিশ মিষ্টি বিতরণ করেছে জাহাঙ্গিরপুরীেত। প্রসঙ্গত উল্লেখ্য হনুমান জয়ন্তীতে জাহাঙ্গির পুরীতে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। একাধিক পুলিশকর্মী আহত হয়েছিলেন সেই ঘটনার পর থেকেই জাহাঙ্গিরপুরী নিয়ে বেশি তৎপর দিল্লি পুলিশ। সেকারণে ইদের দিন বাড়তি নিরাপত্তা মোতায়েন করা হয়েছিল।

হনুমান চালিসা কাণ্ডে নবনীত এবং রবি রানাকে জামিন দিল আদালতহনুমান চালিসা কাণ্ডে নবনীত এবং রবি রানাকে জামিন দিল আদালত

English summary
Jodhpur violence update news
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X