For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার কবলে এবার আন্দামানের আদিম জনগোষ্ঠী, আক্রান্ত পাঁচজন

করোনার কবলে এবার আন্দামানের আদিম জনগোষ্ঠী, আক্রান্ত পাঁচজন

Google Oneindia Bengali News

করোনার থাবা এবার গিয়ে পড়ল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আদিম উপজাতি জনগোষ্ঠীর ওপর। এই জনগোষ্ঠীর প্রায় পাঁচ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছে বলে জানা গিয়েছে। তাঁদের রিপোর্ট পজিটিভ এসেছে।

এখন সুস্থ রয়েছেন আদিম উপজাতি

এখন সুস্থ রয়েছেন আদিম উপজাতি

এই দ্বীপপুঞ্জের কোভিড-১৯-এর দায়িত্বপ্রাপ্ত নোডাল অফিসার ডাঃ অভিজিত রায় বলেন, ‘‌তাঁদের কোনও উপসর্গ নেই, তাঁরা এখন সুস্থ রয়েছেন এবং বিপদ মুক্ত। আমরা তাঁদের পোর্ট ব্লেয়ারে নিয়ে গিয়েছিএবং হাসপাতালের ভিন্ন শাখায় আইসোলেট করে রাখা হয়েছে।' কেন্দ্রের বিভাজন করে দেওয়া বিশেষ দুর্বল আদিবাসী দলের (‌পিভিটিজি)‌ মধ্যে আদিম আন্দামানের বাসিন্দাদের সংখ্যা বর্তমানে ৫০-৬০ জন। এঁরা প্রত্যেকেই উত্তর ও মধ্য আন্দামান জেলার ছোট একটি দ্বীপ স্ট্রেইট আইল্যান্ডে বাস করেন।

 কোয়ারেন্টাইনে রয়েছেন পাঁচজন উপজাতি

কোয়ারেন্টাইনে রয়েছেন পাঁচজন উপজাতি

জানা গিয়েছে, স্বাস্থ্য আধিকারিকরা আদিবাসীদের কোভিড-১৯-এর জন্য আরটি-পিসিআর টেস্ট করানোর জন্য গিয়েছিলেন, সেখানেই করোনা পজিটিভ কেস ধরা পড়ে। রায় জানিয়েছেন, বিশেষ মেডিক্যাল ইউনিটকে পাঠানো হয়েছিল এই দ্বীপে এবং পাঁচজনের রিপোর্ট নেগেটিভ আসার পর ওই দলটিকে ফিরিয়ে আনা হয়। অভিজিত রায় বলেন, ‘‌এটি খুবই সতর্কতার বিষয় এবং আমরা তাঁদের হাসপাতালে আইসোলেট করে যত্ন নিয়েছি। ১০ দিন তাঁদের মধ্যে কোনও উপসর্গ না দেখা দেওয়ায় তাঁদেরকে দ্বীপে পাঠিয়ে দেওয়া হয় এবং বাড়িতেই কোয়ারেন্টাইনে রাখা হয়।'‌

 আদিম জনগোষ্ঠী জীবনযাত্রায় বদল এনেছে

আদিম জনগোষ্ঠী জীবনযাত্রায় বদল এনেছে

সরকারি আধিকারিকদের মতে, উপজাতি গোষ্ঠীরা তাঁদের জীবনযাত্রার পরিবর্তন করেছে এবং তাঁদের মধ্যে কয়েকজন এমনকি পোর্ট ব্লেয়ারে সরকারী বিভাগে নিযুক্ত রয়েছে। অনুমান করা হয়েছে যে তাঁদের এই পোর্ট ব্লেয়ার থেকেই সংক্রমণ হয়েছে। এই আদিবাসীদের প্রধান পেশাই ছিল শিকার করা, সেখান থেকে আন্দামানের আদিম উপজাতি এখন সরকারের ভর্তুকিযুক্ত রেশন, স্বাস্থ্য সেবা ও শিক্ষা ব্যবস্তার ওপর নির্ভরশীল। কিছু কিছু উপজাতি মাছ ধরেও তাঁদের জীবিকা নির্বাহ করেন।

 অন্য উপজাতির ওপর করা হবে করোনা টেস্ট

অন্য উপজাতির ওপর করা হবে করোনা টেস্ট

বর্তমানে স্ট্রেইট দ্বীপে জনসংখ্যা সাম্প্রতিক দশকে কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে। ১৯৭১ সালে এই উপজাতির সংখ্যা ছিল ২৪, কিন্তু ২০০১ সালে জনগণনা অনুসারে তা বৃদ্ধি পেয়েছে ৪৩-এ। এই এলাকায় নিয়োগ করা সরকারি আধিকারিক ছাড়া অন্য কারো এই দ্বীপে প্রবেশের অধিকার নেই। আন্দামানের আদিম উপজাতির মধ্যে করোনা ভাইরাস দেখা দেওয়ার পর প্রশাসন এবার অন্য জাতির ওপরও করোনা টেস্ট করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ‘‌এখনও পর্যন্ত কোনও উপজাতির শরীরে করোনা পজিটিভ পাওয়া যায়নি। আমরা পর্যায়ক্রমে টেস্ট করব। আমরা অঙ্গে ও সম্পেন উপজাতির ওপর করোনা টেস্ট করব।'‌ প্রসঙ্গত এই দ্বীপপুঞ্জে এখনও পর্যন্ত ২,৯৮৫ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে এবং ৪১ জনের মৃত্যু হয়েছে।

প্রতিরক্ষায় বিদেশী বিনিয়োগ নিয়ে মোদীর বড় ঘোষণা! 'আত্মনির্ভর ভারত' এর পথে একধাপ এগল কেন্দ্রপ্রতিরক্ষায় বিদেশী বিনিয়োগ নিয়ে মোদীর বড় ঘোষণা! 'আত্মনির্ভর ভারত' এর পথে একধাপ এগল কেন্দ্র

English summary
5 member of great andamanese tribe are coronavirus infected
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X