For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২জি রায় বেরোনোর পর স্বস্তির নিঃশ্বাস ফেলে কী বললেন মনমোহন সিং

এদিন ২জি মামলায় তাঁর আমলের মন্ত্রী ডি রাজা ও একসময়ের সঙ্গী ডিএমকে নেত্রী এম কানিমোঝি বেকসুর খালাস পাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন মনমোহন সিং।

  • |
Google Oneindia Bengali News

মনমোহন সিংয়ের ইউপিএ সরকারের আমলে ২জি স্পেকট্রাম, কয়লার ব্লক বণ্টন কেলেঙ্কারি থেকে শুরু করে কমনওয়েলথ গেমস কেলেঙ্কারির মতো হাজার হাজার কোটি টাকার সুবিশাল কেলেঙ্কারির খবর সামনে এসেছে। সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকার বলেও বিরোধীরা তোপ দেগেছে বারবার। নৈতিক দায় রয়েছে মনমোহন সিংয়ের। তিনি সরাসরি জড়িত বলেও অনেকে বিদ্ধ করেছেন। তবে এদিন ২জি মামলায় তাঁর আমলের মন্ত্রী ডি রাজা ও একসময়ের সঙ্গী ডিএমকে নেত্রী এম কানিমোঝি বেকসুর খালাস পাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন মনমোহন সিং।

২জি রায় বেরোনোর পর স্বস্তির নিঃশ্বাস ফেলে কী বললেন মনমোহন

মনমোহন বলেছেন, আদালতের রায়কে সম্মান করা উচিত। আমি খুশি আদালতে এদিন প্রমাণিত হয়েছে যে ভয়ঙ্কর নেতিবাচক প্রচার ইউপিএ সরকারে বিরুদ্ধে চালানো হয়েছিল তার কোনও ভিত্তি ছিল না।

এদিন দিল্লির বিশেষ সিবিআই আদালতে বিচারক ওপি সাইনি এক লাইনে অভিযুক্তদের বেকসুর খালাস করে দেন। সিবিআই যে অভিযোগ করেছিল তা প্রমাণ করতে পারেনি। আর সেজন্যই অভিযুক্তদের বেকসুর খালাস করা হল।

২জি স্পেকট্রাম মামলায় প্রায় দশ বছর পরে রায় ঘোষণা করল সিবিআইয়ের বিশেষ আদালত। এদিন অভিযুক্ত ডিএমকে নেতা তথা প্রাক্তন টেলিকম ডি রাজা, ও ডিএমকে সাংসদ কানিমোঝি-সহ সকলকেই বেকসুর খালাস করেছে আদালত।

English summary
2G spectrum case: Verdict proves propaganda against UPA was without basis, says Manmohan Singh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X