For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০২০ সালে ছুটির তালিকা একনজরে

২০২০ কে স্বাগত জানাতে তৈরি গোটা দেশ। সামনের বছর ঘিরে যেমন রয়েছে একাধিক পরিকল্পনা, তেমনই রয়েছে কিভাবে ছুটি কাটানো হবে, তার পরিকল্পনা। একনজরে দেখে নেওয়া যাক ২০২০ সালে কোন কোন দিন ছুটি রয়েছে।

  • |
Google Oneindia Bengali News

২০২০ কে স্বাগত জানাতে তৈরি গোটা দেশ। সামনের বছর ঘিরে যেমন রয়েছে একাধিক পরিকল্পনা, তেমনই রয়েছে কিভাবে ছুটি কাটানো হবে, তার পরিকল্পনা। একনজরে দেখে নেওয়া যাক ২০২০ সালে কোন কোন দিন ছুটি রয়েছে।

জানুয়ারি মাসে ক'টি ছুটির দিন?

জানুয়ারি মাসে ক'টি ছুটির দিন?

২০২০ সালের জানুয়ারি মাসের প্রথম দিন বুধবরাই রয়েছে ছুটি (বহু জায়গায় এদিন ছুটি ঘোষিত হয়)। এরপর ১৫ জানুয়ারি (বুধবার), মকর সংক্রান্তি উপলক্ষ্যে রয়েছে ছুটি। ১২ জানুয়ারি স্বামী বিবেকান্দের জন্মদিন রয়েছে। ২৩ জানুয়ারি বৃহস্পতিবার রয়েছে নেতাজি সুভাষ চন্দ্রের জন্মদিন। জানুয়ারি মাসের ২৬ তারিখ অর্থাৎ রবিবার রয়েছে প্রজাতন্ত্র দিবস। সেই দিনটি এবছর যদিও ছুটি আলাদা করে থাকছে না। কারণ দিনটি রবিবার। এছাড়া ৩০ জানুয়ারি রয়েছে সরস্বতী পুজো।

ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি মাসের ১৯ তারিখ বুধবার শিবজয়ন্তী রয়েছে।ফেব্রুয়ারির ২১ তারিখ রয়েছে শিবরাত্রি। ফলে ফেব্রুয়ারি মাসে এই দুটিই ছুটি দেখা যাচ্ছে।

মার্চ

মার্চ

মার্চ মাসের ১০ তারিখ অর্থাৎ মঙ্গলবার রয়েছে হোলি। তার আগে রয়েছে বসন্ত উৎসবের ছুটি। তবে বসন্তের দোলযাত্রা ছাড়া মার্চ মাসে আর কোনও ছুটি নেই।

এপ্রিল

এপ্রিল


১০ এপ্রিল শুক্রবার রয়েছে গুডফ্রাইডে। এরপর ১৪ এপ্রিল শুক্রবার রয়েছে পয়লা বৈশাখ। ওই একই দিনে ১৪ এপ্রিল রয়েছে আম্বেদকরের জন্মদিন।

মে

মে

পয়লা মে শুক্রবার শ্রমদিবস। সেদিন থাকবে ছুটি। এরপর ৭ মে বৃহস্পতিবার রয়েছে পূর্ণিমা। ৮ মে শুক্রবার রবীন্দ্রজয়ন্তী ।

জুলাই-অগাস্ট

জুলাই-অগাস্ট

জুলাই মাসের ৩১ তারিখ রয়েছে ইদ। সেদিন শুক্রবার। এরপর ১৫ অগাস্ট রয়েছে স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবস যেহেতু শনিবার সেদিন, আলাদা করে ছুটি অনেক কর্মক্ষেত্রেই ঘোষিত হয় না। ২২ অগাস্ট গণেশ চতুর্থী রয়েছে শনিবার।

 সেপ্টেম্বর-অক্টোবর

সেপ্টেম্বর-অক্টোবর

সেপ্টেম্বর মাসের ১৭ তারিখ মহালয়া। সেদিনই পড়ছে বিশ্বকর্মা পুজোও। দুটি দিনই পড়েছে বৃহস্পতিবার। এরপর ২ অক্টোবর পড়ছে গান্ধী জয়ন্তী। সেদিন শুক্রবার এই ছুটি পড়ছে।

দুর্গাপুজোর ক্যালেন্ডার

দুর্গাপুজোর ক্যালেন্ডার

এরপরই অক্টোবর মাসে বাঙালির বহু প্রতিক্ষিত দুর্গাপুজো। ২৩ অক্টোবর থেকে শুরু হচ্ছে বাঙালির বহু প্রতিক্ষিত দুর্গাপুজো। ২৩ অক্টোবর শুক্রবার মহাসপ্তমী। ২৪ অক্টোবর শুক্রবার অষ্টমী। ২৪ অক্টোবর শনিবার মহাঅষ্টমী। ২৫ অক্টোবর রবিবার মহানবমী। ২৬ অক্টোবর সোমবার বিজয়া দশমী। ৩১ অক্টোবর লক্ষ্মীপুজো। সেদিন শনিবার।

নভেম্বর-ডিসেম্বর

নভেম্বর-ডিসেম্বর

নভেম্বর মাসের শনিবার ১৪ তারিখ পড়েছে দিওয়ালি। সেদিন শনিবার । ৩০ নভেম্বর সোমবার পড়েছে গুরুনানক জয়ন্তী। ২৫ ডিসেম্বর শুক্রবার বড়দিন।

English summary
2020 holiday list, see details
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X