For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Twitter Data Breach: সুন্দর পিচাই, জুনিয়র ট্রাম্প সহ ২০ কোটি টুইটার ইউজারের ব্যক্তিগত তথ্য ফাঁস

ইলন মাস্ক টুইটার কেনার পর থেকেই একের পর এক বিতর্ক! কখনও কর্মী ছাঁটাই তো আবার কখনও কর্মীদের কাজের সময় নিয়ে কার্যত 'তালিবানি' ফতোয়া জারি করেছেন। আর তা নিয়ে বারবার বিশ্বজুড়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে বিশ্বের সবথেকে বড়

  • |
Google Oneindia Bengali News

ইলন মাস্ক টুইটার কেনার পর থেকেই একের পর এক বিতর্ক! কখনও কর্মী ছাঁটাই তো আবার কখনও কর্মীদের কাজের সময় নিয়ে কার্যত 'তালিবানি' ফতোয়া জারি করেছেন। আর তা নিয়ে বারবার বিশ্বজুড়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে বিশ্বের সবথেকে বড় মাইক্রো ব্লগিং সাইটের ভবিষ্যৎ ঘিরে। আর এর মধ্যেই ফের একবার বিতর্কে টুইটার।

গোটা বিশ্বে কয়েক লাখ মানুষের ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগ। যার মধ্যে গুগল সিইও সুন্দর পিচাই, ডোনাল্ড ট্রাম্প জুনিয়র, বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ বিশ্বের একাধিক ব্যক্তিত্ব এবং সংস্থা রয়েছে বলে জানা যাচ্ছে। তথ্য ফাঁস হওয়ার তালিকাতে ভারতের কয়েকজন আছে বলেও খবর।

 সম্প্রতি একটি রিপোর্ট সামনে নিয়ে এসেছে।

সম্প্রতি একটি রিপোর্ট সামনে নিয়ে এসেছে।

ইজরায়েলের সাইবার ইন্টেলিজেন্স সংস্থা Hudson Rock সম্প্রতি একটি রিপোর্ট সামনে নিয়ে এসেছে। তাঁদের মতে, এই ঘটনা খুবই তাৎপর্যপূর্ণ। শুধু তাই নয়, সর্বকালের সবচেয়ে বড় তথ্য ফাঁসের ঘটনা বলেও দাবি করছে ইজরায়েলের এই সংস্থা। তাঁদের মতে, ডার্ক ওয়েবে বিক্রির জন্য ডেটা চুরি করা হচ্ছে। যার মধ্যে ইউজারদের ইমেল আইডি, নাম, নাম, ফলোয়ারের মতো তথ্যও রয়েছে বলে জানা যাচ্ছে। এমনকি মোবাইল নম্বরও ফাঁস হয়ে যাচ্ছে বলেও দাবি করা হচ্ছে।

আগেও ঘটেছে একই ঘটনা

আগেও ঘটেছে একই ঘটনা

তবে এই ঘটনা নতুন নয়! কয়েক মাস আগেও একই ভাবে কয়েক লাখ ইউজারের ব্যক্তিগত তথ্য ফাঁস হয় বলে জানা যায়। আর তা সামনে আসার পর থেকেই নড়েচড়ে বসেছে আইরিশ ডেটা সুরক্ষা কমিশন (ডিপিসি)। এমনকি ঘটনার তদন্তও শুরু হয়েছে বলে খবর। তবে এবার সবকিছুকেই ছাপিয়ে গিয়েছে। এবার ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার তালিকাতে একাধিক হাই-প্রোফাইল অ্যাকাউন্টও রয়েছে বলে খবর।

 API বেশ দুর্বল।

API বেশ দুর্বল।

ইজরায়েলের সাইবার ইন্টেলিজেন্স সংস্থা Hudson Rock বলছে, API বেশ দুর্বল। আর সেই কারণেই হ্যাকারা বারবার টুইটার ইউজারদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে পারছে। ডার্ক ওয়েবে হ্যাকারের পোস্টের স্ক্রিনশট শেয়ার করেছেন হাডসন রক। কার্যত সেখানে টুইটার কর্তাকে কিছুটা হুমকি দিতেই দেখা যাচ্ছে। শুধু তাই নয়, একটা চুক্তিতে আসার কথাও বলা হচ্ছে। আর তা এক মধ্যস্থতাকারীর মাধ্যমে করার কথা বলা হচ্ছে। আর তা করলে নাকি যাবতীয় তথ্য মুছে দেওয়ার কথাও বলা হয়েছে।

পদ ছাড়বেন সিইও মাস্ক?

পদ ছাড়বেন সিইও মাস্ক?

সম্প্রতি টুইটারে সংস্থার মধ্যে একটি আভ্যন্তরীণ ভোট হয়। যেখানে তিনি বিশ্বের মানুষের কাছে জানতে চান টুইটারের সিইও পদে তাঁর থাকা উচিৎ কিনা। আর সেই ভোটের ফলাফলে বড় ধাক্কা খান মাস্ক। দেখা যায় বিশ্বের বেশির ভাগ মানুষই বিশ্বের সবথেকে বড় ব্লিগিং সাইটের সিইও পদে মাস্ককে চান না। আর এরপরেই জল্পনা তৈরি হয়েছে তাহলে মাস্ক কি টুইটের সিইও পদ ছেড়ে দেবে?

English summary
200 million data of twitter users breached, data of Donald Trump, sundar pichai may be there
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X