For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একের বেশি প্যানকার্ড থাকলে সাবধান! মুশকিলে পড়তে পারেন ৩১ মার্চের পর

একের বেশি প্যানকার্ড থাকলে সাবধান! মুশকিলে পড়তে পারেন ৩১ মার্চের পর

  • |
Google Oneindia Bengali News

আধারের সঙ্গে প্যানকার্ড সংযুক্তির সময়সীমা ধার্য করা হয়েছে ২০২১ সালের ৩১ মার্চ। দেশে ১৮ কোটি মানুষের প্যানকার্ড অচল হয়ে পড়বে। অন্যদিকে কর ফাঁকি ঠেকাতে আয়কর বিভাগ কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিচ্ছে। বিশেষ করে যাঁদের একাধিক প্যান কার্ড রয়েছে, তাঁরা এব্যাপারে মুশকিলে পড়বেন।

 তালিকা বাড়াতে পারে কেন্দ্র

তালিকা বাড়াতে পারে কেন্দ্র

এদিকে যেসব মানুষ বড় ধরনের খরচ করছেন, কিন্তু কর ফাঁকি দিচ্ছেন, তাঁদের ক্ষেত্রে সরকার তালিকা আরও বাড়াতে পারেন। এব্যাপারে বিশেষ উদ্যোগ নিয়েছে আয়কর দফতর। সেই তালিকায় রাখা হতে পারে, শিক্ষায় বছরে ১ লক্ষ টাকা খরচ করলেন, ইলেকট্রিক বিল বছরে ১ লক্ষ টাকা হলে, দেশের মধ্যে বিমানে বিজনেস ক্লাসে ভ্রমণ করলে, ১ লক্ষ টাকার ওপরে গয়না কিনলে, বছরে ২০ হাজার টাকার ওপর সম্পত্তি কর দিলে এবং বছরে ৫০ হাজারের বেশি জীবন বিমা এবং স্বাস্থ্যবিমার জন্য ২০ হাজার টাকা দিলে।

বিভিন্ন সংস্থার থেকে তথ্য

বিভিন্ন সংস্থার থেকে তথ্য

আয়কর বিভাগের তরফ থেকে বিভিন্ন ব্যাঙ্ক, আর্থিক প্রতিষ্ঠান, মিউচুয়াল ফান্ড, ক্রেডিট কার্ড সংস্থা থেকে তথ্য সংগ্রহ করছে।

১৩০ কোটির দেশে আয়কর দেন মাত্র ১.৫ কোটি

১৩০ কোটির দেশে আয়কর দেন মাত্র ১.৫ কোটি

এক সরকারি আধিকারিক জানিয়েছেন, এটা সন্দেহজনক যে ১৩০ কোটি জনগণের দেশে মাত্র ১.৫ কোটি মানুষ আয়কর দিয়ে থাকেন। বিষয়টি সম্প্রতি উল্লেখ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। যে তথ্য সরকারের গাতে রয়েছে, তাতে খুব তাড়াতাড়ি ট্যাক্স বেস বাড়ানোর প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে।

প্যান কার্ড রয়েছে ৫১ কোটি মানুষের

প্যান কার্ড রয়েছে ৫১ কোটি মানুষের

সরকারি আধিকারিক জানিয়েছেন, এবছরের জুনে দেখা গিয়েছে ৫০.৯৫ কোটি মানুষের প্যানকার্ড রয়েছে। কিন্তু তাঁদের মধ্যে আয়কর রিটার্ন জমা দেন মাত্র ৬.৪৮ কোটি মানুষ। আর তাঁদের মধ্যে ১.৫ কোটি মানুষ আয়কর দিয়ে থাকেন।

৩২.৭১ কোটি প্যান যুক্ত হয়েছে আধারের সঙ্গে

৩২.৭১ কোটি প্যান যুক্ত হয়েছে আধারের সঙ্গে

এখনও পর্যন্ত সারা দেশে ৩২.৭১ কোটি প্যান আধারের সঙ্গে যুক্ত হয়েছে। বাকি প্রায় ১৮ কোটি মানুষের প্যানের সঙ্গে আধারের সংযোগ। তবে তা ৩১ মার্চের মধ্যে সম্পর্ণ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

যুব সম্প্রদায়ই হয়ে উঠছে প্রাণঘাতী করোনার নিভৃত বাহক! শঙ্কিত বিশ্ব স্বাস্থ্য সংস্থাযুব সম্প্রদায়ই হয়ে উঠছে প্রাণঘাতী করোনার নিভৃত বাহক! শঙ্কিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা

English summary
18 crore PAN could be defunct unless linked with Aadhaar numbers by March 31 deadline.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X