For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার হাওড়া স্টেশন থেকে নগদে উদ্ধার ৩৮ লক্ষ! ২ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ

বিপুল পরিমাণে নগদ অর্থ-সহ হাওড়া (Howrah) স্টেশন থেকে আরপিএফের (rpf) হাতে আটক হয়েছেন দুই ব্যক্তি। এদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় সাড়ে আটত্রিশ লক্ষ টাকা। এই ঘটনায় দুই আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে আরপিএফ।

  • |
Google Oneindia Bengali News

বিপুল পরিমাণে নগদ অর্থ-সহ হাওড়া (Howrah) স্টেশন থেকে আরপিএফের (rpf) হাতে আটক হয়েছেন দুই ব্যক্তি। এদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় সাড়ে আটত্রিশ লক্ষ টাকা। এই ঘটনায় দুই আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে আরপিএফ।

হাওড়া স্টেশনে উদ্ধার টাকা

হাওড়া স্টেশনে উদ্ধার টাকা

আরপিএফ সূত্রে খবর বৃহস্পতিবার বিকেল নাগাদ হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের ৪ নম্বর এবং ৫ নম্বর গেটের কাছে দুই যুবককে পিঠে কালো ব্যাগ নিয়ে সন্দেহজনক অবস্থায় বের হতে দেখা যায়। কর্তব্যরত আরপিএফ জওয়ানদের সন্দেহ হলেওই দুজনকে হাতেনাতে পাকড়াও করেন। তাদের ব্যাগ পরীক্ষা করে নগদ ৩৮ লক্ষ ৫০ হাজার টাকা পাওয়া যায়।

কোনও নথি দেখাতে পারেনি

কোনও নথি দেখাতে পারেনি

এই টাকা কী উদ্দেশ্যে কোথায় নিয়ে যাচ্ছিল, তা জানতে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়। এই টাকার উৎস কী সেব্যাপারে তারা তারা কোনও নথি দেখাতে পারেননি। প্রাথমিক জেরায় তারা জানিয়েছেন, কলকাতার বাজার থেকে সোনার গয়না কেনার উদ্দেশ্যে তারা এই টাকা নিয়ে এসেছিলেন।

দুই ব্যক্তিই ভিন রাজ্যের

দুই ব্যক্তিই ভিন রাজ্যের

আটক ব্যক্তিরা হলেন, রুস্তম আনসারি (৩৯) এবং শুভম ভার্মা (২০)। রুস্তমের বাড়ি বিহারের বক্সার জেলায় এবং শুভমের বাড়ি উত্তরপ্রদেশের বালিয়া জেলায়। উল্লেখ্য, কিছুদিন আগেও হাওড়া স্টেশন থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছিল।

তুলে দেওয়া হয়েছে আয়কর আধিকারিকদের হাতে

তুলে দেওয়া হয়েছে আয়কর আধিকারিকদের হাতে

এদিন আটক দু'জনকে এবং উদ্ধার হওয়া টাকা কলকাতার ইনকাম ট্যাক্স অফিসারদের হাতে তুলে দেওয়া হয়েছে। তারা এদের জিজ্ঞাসাবাদ করবেন।

চিকিৎসকদের হাজার কোটির সুবিধা 'ডোলো'র! সুপ্রিম কোর্টে জানাল মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভদের সংস্থাচিকিৎসকদের হাজার কোটির সুবিধা 'ডোলো'র! সুপ্রিম কোর্টে জানাল মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভদের সংস্থা

English summary
RPF recovers Rs 38 lakhs from two persons in Howrah Station
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X