For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাপ করল বিজেপি, কষ্ট করবে জনগণ? হাওড়ার ঘটনায় কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

বর্তমানে বহিষ্কৃত বিজেপি (BJP) নেত্রী নূপুর শর্মা (nupur sharma) পয়গম্বর মহম্মদকে ( prophet mohammad) নিয়ে বিতর্কিত মম্তব্য করেছিলেন বেশ কিছুদিন আগে। নূপুর শর্মার গ্রেফতার ও শাস্তির দাবি করে হাওড়ার (howraj) বিভিন্ন

  • |
Google Oneindia Bengali News

বর্তমানে বহিষ্কৃত বিজেপি (BJP) নেত্রী নূপুর শর্মা (nupur sharma) পয়গম্বর মহম্মদকে ( prophet mohammad) নিয়ে বিতর্কিত মম্তব্য করেছিলেন বেশ কিছুদিন আগে। নূপুর শর্মার গ্রেফতার ও শাস্তির দাবি করে হাওড়ার (howraj) বিভিন্ন জায়গায় অবরোধ শুরু হয় গত বৃহস্পতিবার থেকে। বৃহস্পতিবারের পরে শুক্রবারেও সেখানে রাস্তার যানবাহন এবং ঘরবাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। মুখ্যমন্ত্রী হাত জোর করে অবরোধকারীদের সরে যেতে বললেও, কেউ তা শোনেনি। এবার বিক্ষোভকারীদের উদ্দেশে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

 শনিবারেও অশান্তি

শনিবারেও অশান্তি

হাওড়ার উলুবেড়িয়া, পাঁচলা-সহ বিভিন্ন জায়গায় বহিষ্কৃত বিজেপি নেত্রী নূপুর শর্মার বিরুদ্ধে শাস্তির দাবি করে অবরোধের শুরুটা হয়েছিল বৃহস্পতিবার। মুখ্যমন্ত্রী ওইদিনই হাত জোর করে আবেদন করেছিলেন অবরোধ তুলে নিন। মানুষকে ঘরে ফিরতে দিন।মুখ্যমন্ত্রী সেদিন বলেছিলেন, তারা চন না সেখানে কোনও ঘটনা ঘটুক। তিনি বলেছিলেন, বাংলায় রাস্তা অবরোধ করতে দেওয়া হয় না, বনধ করতে দেওয়া হয় না। কিন্তু দিল্লিতে কিছু ঘটলে বাংলা কেন ঝামেলা হবে? তিনি আরও বলেছিলেন, বিজেপির রাজ্যগুজরাত ও উত্তর প্রদেশে গিয়ে যেন এসব করা হয়। তারপর শুক্রবার চলে গিয়েছে। শুক্রবার দিনভর অবরোধ চলে। রাস্তায় ঘন্টার পর ঘন্টা আটকে থাকেন যাত্রী, রোগী সকলেই। সড়ক ও রেল অবরোধের জেরে ভোগান্তিতে পড়েন বহু মানুষ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন কোথাও পুলিশের তেমন কোনও সক্রিয়া দেখা যায়নি। তবে শুক্রবার বিভিন্ন জায়গায় ১৪৪ ঝারা জারি করা হয়।শনিবারও সেই বিক্ষোভ-অবস্থান-অশান্তির রেশ থেকে গিয়েছে।

নিষিদ্ধ ইন্টারনেট

নিষিদ্ধ ইন্টারনেট

হাওড়ার বিভিন্ন জায়গায় হিংসা নিয়ন্ত্রণে আনতে সোমবার ভোর পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে বিজেপি সাংসদ সৌমিত্র খান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি করেছেন।

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি

এদিন সকালে বিষয়টি নিয়ে টুইট করেছেন মুখ্যমন্ত্রী। তিনি লিখেছেন, আগেও বলেছি, দুদিন ধরে হাওড়ার জনজীবন স্তব্ধ করে হিংসাত্মক ঘটনা ঘটানো হচ্ছে । এর পিছনে কিছু রাজনৈতিক দল আছে এবং তারা দাঙ্গা করাতে চায়, অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এসব বরদাস্ত করা হবে না এবং এ সবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হবে। পাপ করল বিজেপি, কষ্ট করবে জনগণ?

মুখ্যমন্ত্রীর টুইটের সমালোচনায় অগ্নিমিত্রা পাল

এদিন মুখ্যমন্ত্রীর এই টুইটকে কটাক্ষ করেছেন আসানসোল দক্ষিণের সাংসদ অগ্নিমিত্রা পাল। তিনি বলেছেন, দার্জিলিং-এ আটকে থাকার সময় আধাসেনার সাহায্য নিয়ে পাহাড় থেকে বনেমে এসেছিলেন। কিন্তু এখন মুখ্যমন্ত্রী কেন সেনা কিংবা আধাসেনা ডাকছেন না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অগ্নিমিত্রা। ভোটের স্বার্থে মানুষকে বিপদে ফেলার অভিযোগ করেছেন বিজেপি বিধায়ক। তিনি পাল্টা বলেছেন, আপনান পাপ কেন বাংলা বয়ে বেড়াবে?

ভবানীপুরের জোড়া খুনে এখনও ফেরার মাস্টার মাইন্ড, ভিন রাজ্য থেকে গ্রেফতার চতুর্থ ও পঞ্চম অভিযুক্তভবানীপুরের জোড়া খুনে এখনও ফেরার মাস্টার মাইন্ড, ভিন রাজ্য থেকে গ্রেফতার চতুর্থ ও পঞ্চম অভিযুক্ত

English summary
CM Mamata Banerjee warns protesters of Howrah on comments on Prophet Mohammad
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X