For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফিফা বিশ্বকাপের জন্য প্রস্তুত কাতার, ফুটবলপ্রেমীদের স্বাগত জানাতে তৈরি প্রচুর হোটেল

Google Oneindia Bengali News

ফিফা বিশ্বকাপ শুরু নভেম্বরের ২০ তারিখ। বিশ্বের বিভিন্ন দেশের ফুটবলপ্রেমীদের স্বাগত জানাতে তৈরি কাতার। প্রায় ১২ লক্ষ মানুষ বিশ্বকাপের সময় কাতারে উপস্থিত থাকবেল বলে মনে করা হচ্ছে। তাঁদের যাতে কোনওরকম অসুবিধা না হয় তা সুনিশ্চিত করা হচ্ছে। তৈরি হয়েছে অসংখ্য হোটেল। চলছে ফিনিশিং টাচের পালা।

ফিফা বিশ্বকাপের জন্য প্রস্তুত কাতার

ইতিমধ্যেই অতিথিদের জন্য নানা পরিষেবার ডালি নিয়ে প্রস্তুত দোহার ওয়েস্ট বে-র ক্যাফেগুলি। নতুন হোটেলগুলির দ্বার একে একে খুলে যাচ্ছে। নজর কাড়ছে স্ট্রিট আর্ট। রাস্তার দুই ধার সুসজ্জিত হয়ে উঠেছে বিশ্বকাপে অংশগ্রহণকারী ৩২টি দেশের জাতীয় পতাকায়। সদ্য কাজ সমাপ্ত হয়েছে ৩০ তলা টাওয়ার ব্লকের। সেখানে কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় সাফাইকাজ চালাচ্ছেন। দোহার বেশিরভাগ জায়গাতেই পরিকাঠামোগত কাজকর্ম শেষ হয়ে গেলেও সমুদ্র তীরবর্তী ওয়েস্ট বে ও সংলগ্ন অঞ্চল এবং নতুন শহর লুসেল, যেখানে ১৮ ডিসেম্বর বিশ্বকাপ ফাইনাল হবে, সেখানে এখনও কিছু কাজ বাকি রয়েছে। তবে বিশ্বকাপ আয়োজক কমিটির ডেপুটি ডিরেক্টর জেনারেল খালিদ আল-মাওলয়ি সাংবাদিকদের জানিয়ছেন, পূর্বনির্ধারিত সময়ের মধ্যেই সব কাজ শেষ হয়ে যাবে।

এপ্রিল মাসে ওয়েস্ট বে-তে নবনির্মিত টাওয়ার কংক্রিটের কঙ্কাল ছাড়া কিছু ছিল না। যুদ্ধকালীন তৎপরতায় সেটির নির্মাণকাজ শেষ হয়েছে। কাজ শেষ হয়ে যাওয়ায় একে একে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বিশাল বিশাল ক্রেন। ২০১০ সালে কাতার বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাওয়ার পর থেকেই নতুন স্টেডিয়াম, মেট্রোর সঙ্গেই এই টাওয়ার ছিল বড় প্রকল্পগুলির অন্যতম। বিদেশ থেকে শ্রমিকদের কাতারে নিয়ে গিয়ে এটি তৈরি করা হয়েছে। কয়েকটি বিল্ডিংয়ে কিছু কাজ বাকি। কাটারা কালচারাল ভিলেজে একটি হোটেল তৈরি হয়েছে তাজমহলের আদলে। বিলাসবহুল ৫৯টি লাক্সারি রুমের ৩২টি চলতি মাসেই খুলে দেওয়া হবে। কয়েকটি ভিলায় রং করা হবে, ক্রেন রেখে দেওয়া হয়েছে কিছু কাজ এখনও বাকি থাকায়।

দোহার উত্তর দিকে, দোহা গলফ ক্লাবে তৈরি হচ্ছে একটি মঞ্চ। বিশ্বকাপের সময় সেখানে কনসার্ট আয়োজন করা হবে। লুসেলের ৮০ হাজার দর্শকাসনবিশিষ্ট স্টেডিয়ামের আশেপাশে ক্রেনের ঘোরাফেরা রাতের দিকে লক্ষ্য করা যাচ্ছে, অসমাপ্ত কাজ সেরে ফেলার জন্য। তবে এখনও কিছু ফ্যানজোনে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই। কাতারা টাওয়ারসে দুটি তরবারির মতো দেখতে হোটেল তৈরি হয়েছে। বিলাসবহুল এই হোটেলেও কাজ চলছে। এই টাওয়ারগুলির কাছেই এনে খাঁচায় রাখা হচ্ছে পাঁঠা ও মুরগি। বাংলা থেকেও প্রচুর মাংস রফতানি হচ্ছে কাতারে বিশ্বকাপের সময়কার চাহিদা মেটানোর জন্য।

এ ছাড়াও রয়েছে আল মাহা আইল্যান্ড। সেখানে থিম পার্কে ১৪ হাজার মানুষ একসঙ্গে থাকতে পারবেন। নৌবিহারের পাশাপাশি দর্শক মনোরঞ্জনের নানা ব্যবস্থা রয়েছে। তবে অনেক ফ্যান-জোনে প্রবেশের রাস্তা এখনও বন্ধ। ইট-পাথর-বালি ইত্যাদি সরানো হচ্ছে জোরকদমে। লুসেলে কয়েকটি টাওয়ারের কাজ অবশ্য কবে শেষ হবে তা বোঝা যাচ্ছে না। হোটেলগুলির উপর চাপ কমাতে রাখা হচ্ছে বিলাসবহুল ফ্লোটিং হোটেলও।

Breaking News: কলকাতায় সাম্বা জ্বর! কিংবদন্তি কাফুর পদার্পণ, রয়েছে একঝাঁক কর্মসূচিBreaking News: কলকাতায় সাম্বা জ্বর! কিংবদন্তি কাফুর পদার্পণ, রয়েছে একঝাঁক কর্মসূচি

English summary
Qatar Is Ready To Welcome Fans During FIFA World Cup With Brand New Hotels Including Floating Hotels. FIFA World Cup Set To Kick Off On November 20.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X