For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা প্রভাব কাটিয়ে যুবভারতীতে বল গড়ানো দিয়ে ভারতীয় ফুটবলে ঢাকে কাঠি,ম্যাচের ফল জানুন

করোনা প্রভাব কাটিয়ে যুবভারতীতে বল গড়ানো দিয়ে ভারতীয় ফুটবলে ঢাকে কাঠি,ম্যাচের ফল জানুন

  • |
Google Oneindia Bengali News

করোনা প্রভাব কাটিয়ে ভারতে শুরু ফুটবলযজ্ঞ। কোভিড পরিস্থিতিতে দেশজুড়ে ফুটবল বন্ধ ছিল। শেষবার ভারতের মাটিতে মার্চে ফাঁকা মাঠে আইএসএল ফাইনাল হয়। করোনা ধাক্কায় গত মরসুমে আই লিগও অসম্পূর্ণ রেখেই সমাপ্তি ঘোষণা করা হয়েছিল। যারপর কোভিড অতিমারির মাঝে সরকারিভাবে কোন ম্যাচ হয়নি। ২১১ দিনের অপেক্ষার পর অবশেষে বৃহস্পতিবার ভারতীয় ফুটবলের বন্ধ দুয়ার খুলল।

যুবভারতী দিয়ে ভারতের করোনা পরবর্তী ফুটবল শুরু

যুবভারতী দিয়ে ভারতের করোনা পরবর্তী ফুটবল শুরু

ফুটবল মক্কা যুবভারতী স্টেডিয়ামে বল গড়ানোর মধ্য়ে দিয়ে প্রায় ৭ মাস বন্ধ থাকার পর ভারতীয় ফুটবল সচল হয়েছে। দ্বিতীয় ডিশিভিন আই লিগে দুপুর সাড়ে বারোটায় ভবানীপুর এফসি বনাম বেঙ্গালুরু ইউনাইটেডের ম্যাচ দিয়ে ভারতে করোনা পরবর্তী ফুটবলযজ্ঞে ঢাকে কাঠি।

ম্যাচের ফল কী

ম্যাচের ফল কী

যুবভারতীর ম্যাচে এদিন বেঙ্গালুরু ইউনাইটেডকে কলকাতা ভবানীপুর ২ গোল দিয়েছে। শংকরলাল চক্রবর্তীর কোচিংয়ে জয় দিয়ে লিগ অভিযান শুরু করল শিল্টল পালের ভবানীপুর।

দিনের দ্বিতীয় ম্যাচে কারা খেলবে

দিনের দ্বিতীয় ম্যাচে কারা খেলবে

দ্বিতীয় ডিভিশন আই লিগ এবছর বাংলায় হচ্ছে। এদিন দুপুরে যুবভারতীর ম্যাচের পর সন্ধ্যেতে কল্যানীতে দিনের দ্বিতীয় ম্যাচ রয়েছে। বিকেল ৪ টেয় মহামেডান গাড়োয়ালের বিরুদ্ধে ম্যাচ খেলবে।

ভারতে প্রথম কোনও খেলার প্রতিযোগিতা শুরু

ভারতে প্রথম কোনও খেলার প্রতিযোগিতা শুরু

প্রসঙ্গত করোনা ধাক্কায় জমকালো আইপিএল টুর্নামেন্ট এবছর দেশের মাটি ছেড়ে বিদেশের মাটিতে হচ্ছে। কোভিড পরিস্থিতিতে আইপিএল ২০২০-র আসর এবার আমিরশাহীতে। সেখানে দাঁড়িয়ে দ্বিতীয় ডিভিশন আই লিগ দিয়ে দেশে আজ প্রথম সারির খেলার প্রতিযোগিতাতে ঢাকে কাঠি। দ্বিতীয় ডিভিশিন আই লিগ চ্যাম্পিয়ন দল ডিসেম্বরে শুরু হওয়া আই লিগে সুযোগ পাবে।

আইপিএল ২০২০ : দলগত পারফরম্যান্সে এগিয়েও ব্যক্তিগত ক্যারিশমায় সুপার ফ্লপ কেকেআর!আইপিএল ২০২০ : দলগত পারফরম্যান্সে এগিয়েও ব্যক্তিগত ক্যারিশমায় সুপার ফ্লপ কেকেআর!

English summary
Indian football resume with Bhowanipore FC's against FC Bengaluru United at the Yuba Bharati
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X