For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উরুগুয়ে-পর্তুগাল ম্যাচে প্রথম গোলটি কি করেছিলেন রোনাল্ডো? বিশ্বকাপের বল প্রস্তুতকারী সংস্থা অ্যাডিডাস যা বলল

উরুগুয়ে-পর্তুগাল ম্যাচে প্রথম গোলটি কি করেছিলেন রোনাল্ডো? বিশ্বকাপের বল প্রস্তুতকারী সংস্থা অ্যাডিডাস যা বলল

Google Oneindia Bengali News

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নাকি ব্রুনো ফার্নান্দেজ, কে করেছিল উরুগুয়ের বিরুদ্ধে প্রথম গোলটি তা নিয়ে থাকছে না তর্ক-বিতর্ক। অনেকে যখন মেনে নিয়েছেন প্রথম গোলটা আসলে এসেছিল ব্রুনো ফার্নান্ডেজের ফ্রি-কিক থেকে, সেখানে অনেকেই এখনও মনে করেন রোনাল্ডোর মাথা ছুঁয়ে সেই বল ঢুকেছিল জালে। কিন্তু আসল বিষয়টা কী ঘটেছে, জানাল বিশ্বকাপের বল প্রস্তুতকারী সংস্থা অ্যাডিডাস। অ্যাডিডাস এ বার বিশ্বকাপে ব্যবহৃত বল আল রিহলায় উন্নতি প্রযুক্তির চিপ লাগিয়েছে।

যা জানাল অ্যাডিডাস:

যা জানাল অ্যাডিডাস:

ডেইলি মেলের রিপোর্ট অনুযায়ী একটি রিলিজ জারি করে অ্যাডিডাস বলেছে, "অ্যাডিডাসের আল রিহলা ম্যাচ বলে যে কানেক্টেড বল টেকনেলজির ব্যবহার করা হয়েছে তাতে আমরা দেখতে পেয়েছি পর্তুগাল বনাম উরুগুয়ে ম্যাচের প্রথম ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কোনও সংযোগ হয়নি। ৫০০ হর্টজের সেনসর আমাদের বিশ্লেষণকে নিখুঁত করতে অত্যন্ত সহযোগীতা করেছে।"

পিয়ের্স মরগ্যান টুইট করে জানিয়েছিলেন রোনাল্ডো নিশ্চিত করেছেন বলের সঙ্গে তাঁর সংযোগ হয়েছে:

পিয়ের্স মরগ্যান টুইট করে জানিয়েছিলেন রোনাল্ডো নিশ্চিত করেছেন বলের সঙ্গে তাঁর সংযোগ হয়েছে:

সামাজিক মাধ্যমে ব্রিটিশ সাংবাদিক পিয়ের্স মরগ্যান জানিয়েছেন, উরুগুয়ের মধ্যে ম্যাচ শেষ হওয়ার পর রোনাল্ডো ড্রেসিং রুমে এসে তাঁকে ম্যাসেজ করেন এবং জানান বলের সঙ্গে তাঁর সংস্পর্শ হয়েছিল এবং ব্রুনো ফার্নান্ডেজও মানেন সেই কথা। টুইটারে পিয়ের্স মর্গ্যান লিখেছেন, "রোনাল্ডো আমায় নিশ্চিত করেছে যে বলটা ওর মাথায় ছুঁয়েছে এবং ব্রুনোও সেটা মানে।"

ব্রুনো ম্যাচের পর জানিয়েছেন তিনি বিশ্বাস করেন গোলচা রোনাল্ডোর:

ব্রুনো ম্যাচের পর জানিয়েছেন তিনি বিশ্বাস করেন গোলচা রোনাল্ডোর:

ব্রুনো ফার্নান্ডেজ জানিয়েছেন, তিনি মনে করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মাথা ছুঁয়েই বল জড়িয়েছিল জালে এবং তিনি মনে করেন গোলটা রোনাল্ডোই করেছেন। তিনি বলেন, "আমি সেলিব্রেট করছিলাম গোলের পর কারণ আমার মনে হয়েছিল এটা ক্রিশ্চিয়ানোর গোল। আমার মনে হয়েছিল বলে ওর ছোঁয়া লেগেছিল। আমার লক্ষ্য ছিল ওর দিকে ক্রস বাড়ানো। সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা হল আমরা পরবর্তী রাউন্ডে পৌঁছে গিয়েছি এবং অত্যন্ত শক্তিশালী একটা প্রতিপক্ষের বিরুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জয় পেয়েছি।"

পর্তুগালের পরবর্তী ম্যাচ:

পর্তুগালের পরবর্তী ম্যাচ:

দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচ খেলতে নামবে পর্তুগাল। সেই ম্যাচেও জয় ছাড়া কিছু ভাবছেন না রোনাল্ডোরা। দলটির মাঝমাঠের অন্যতম কাণ্ডারী ব্রুনো বলেছেন, "আমরা জানি, অত্যন্ত গোছানো এবং স্কিলফুল একটা দলের বিরুদ্ধে আমরা খেলতে চলেছি, গত ম্যাচে ওদের খেলা আমরা দেখেছি। আমরা বিভিন্ন সময়ে খেলেছি যার ফলে দক্ষিণ কোরিয়ার খেলা দেখার সুযোগ আমাদের হয়েছে। আমাদের লক্ষ্য প্রতিটা ম্যাচে জেতা এবং আমাদের সামনে আরও একটা ম্যাচ রয়েছে।"

English summary
Did Cristiano Ronaldo actually scored the goal against Uruguay, What adidas said.ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নাকি ব্রুনো ফার্নান্দেজ, কে করেছিল উরুগুয়ের বিরুদ্ধে প্রথম গোলচটি তা নিয়ে থাকছে না তর্ক-বিতর্ক। অনেকে যখন মেনে নিয়েছেন প্রথম গোলটা আসলে এসেছিল ব্রুনো ফার্নান্ডেজের ফ্রি-কিক থেকে, সেখানে অনেকেই এখনও মনে করেন রোনাল্ডোর মাথা ছুঁয়ে সেই বল ঢুকেছিল জালে। কিন্তু আসল বিষয়টা কী ঘটেছে, জানাল বিশ্বকাপের বল প্রস্তুতকারী সংস্থা অ্যাডিডাস।
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X