আইএসএলে ওডিশা এফসির টানা দ্বিতীয় পরাজয়, জয়ের সরণিতে ফিরল চেন্নাইয়িন এফসি
আইএসএলে আজ ডাবল হেডারের প্রথম ম্যাচে জয় পেল চেন্নাইয়িন এফসি। তিলক ময়দানে তারা হারাল ওডিশা এফসিকে। প্রথমার্ধে জার্মানপ্রীত সিংয়ের গোলে এগিয়ে ছিল চেন্নাইয়িন। দ্বিতীয়ার্ধে চেন্নাইয়িনের ব্যবধান বাড়ান মিরলান মুরজায়েভ। ওডিশা এফসির হয়ে একমাত্র গোলটি জাভিয়ের হার্নান্দেজের। এদিনের ম্যাচ শুরুর আগে ৫ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চারে ছিল ওডিশা, সমসংখ্যক ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে পাঁচে চেন্নাইয়িন। কিন্তু এদিন ওডিশা বধ সেরে তারা উঠে এল পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে।

আজ ম্যাচের প্রথমার্ধে দুই দলই গোলের একাধিক সুযোগ নষ্ট করে। ডানদিক থেকে আসা ক্রস ওডিশা এফসির গোলরক্ষক কমলজিৎ সিং নিজের দখলে নেওয়ার চেষ্টা করলেও সফল হননি। বল চলে যায় সুযোগসন্ধানী জার্মানপ্রীত সিংয়ের কাছে। ডিফেন্ডারদের প্রয়াস ব্যর্থ করে ম্যাচের ২৩ মিনিটে বল জালে জড়়িয়ে চেন্নাইয়িন এফসিকে এগিয়ে দিতে কোনও ভুল করেননি জার্মানপ্রীত সিং। প্রথমার্ধে চেন্নাইয়িন এফসি ১-০ গোলে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে খেলা শুরুর পর ৫০ মিনিটের মাথায় গোলকিপার কমলজিৎকে একা পেয়েও লালিয়ানজুয়ালা ছাংতে চেন্নাইয়িনের ব্যবধান বাড়াতে পারেননি। ৫৫ মিনিটে ওডিশার আরিদাই সুয়ারেজ মাঝমাঠ থেকে বল ছিনিয়ে নিয়ে অনেকটা উপরে উঠে এসে দূরপাল্লার শট নিলেও তা পোস্টে প্রতিহত হয়।

ওডিশা এফসি গোল শোধের মরিয়া লড়াই চালানোর ফাঁকেই চেন্নাইয়িন এফসি-র দ্বিতীয় গোলটি করেন মিরলান মুরজায়েভ। ছাংতের থেকে বল পেয়ে গিয়েছিলেন অরক্ষিত অবস্থায় থেকে। সেই সুযোগকে কাজে লাগিয়ে বল নিজের নিয়ন্ত্রণে এনে মুরজায়েভ যে শটটি নেন ঝাঁপিয়ে পড়েও তা বাঁচাতে পারেননি কমলজিৎ। ৮৪ মিনিটের মাথায় পেনাল্টি পায় চেন্নাইয়িন। ভ্লাদিমির কোম্যানকে বক্সের মধ্যে সেবাস্তিয়ান থাঙ্গমুয়ানসাং অবৈধভাবে ফেলে দিলে রেফারি পেনাল্টির নির্দেশ দেন। যদিও লুকাস গিকিউইজের শট রুখে দেন কমলজিৎ। ম্যাচের শেষ লগ্নে ইনজুরি টাইমে গোল করে পরাজয়ের ব্যবধান কমান জাভিয়ের হার্নান্দেজ।

জোড়া জয় দিয়েই এবারের আইএসএল অভিযান শুরু করেছিল চেন্নাইয়িন এফসি। হায়দরাবাদ এফসিকে ১-০ এবং নর্থইস্ট ইউনাইটেড এফসিকে ২-১ গোলে পরাস্ত করে। যদিও এসসি ইস্টবেঙ্গলের সঙ্গে গোলশূন্য ড্র করার পর ফের চেন্নাইয়িন-এটিকে মোহনবাগান ম্যাচ ১-১ গোলে শেষ হয়। এরপর মুম্বই সিটি এফসি তাদের হারিয়েছিল ১-০ গোলে। অন্যদিকে, ওডিশা এফসিও জোড়া জয় দিয়ে আইএসএলের অভিযান শুরু করে। বেঙ্গালুরু এফসিকে ৩-১ গোলে হারানোর পর এসসি ইস্টবেঙ্গলকে হারায় ৬-৪ গোলে। এরপর কেরালা ব্লাস্টার্সের কাছে ১-২ গোলে হেরে যায় ওডিশা। পরের ম্যাচে ঘুরে দাঁড়িয়ে নর্থইস্ট ইউনাইটেডকে পরাস্ত করে ১-০ গোলে। কিন্তু এরপর ফের ধাক্কা, জামশেদপুর এফসি ওডিশা এফসিকে উড়িয়ে দিয়েছিল ৪-০ গোলে। নিজেদের শেষ ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে চেন্নাইয়িন এফসি জয়ের রাস্তায় ফিরলেও টানা দুটি পরাজয়ের সম্মুখীন হলো ওডিশা এফসি।