For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বকাপ থেকে ভারতীয় ফুটবল, জমাটি আড্ডায় বিভিন্ন মুডে বিশ্বজিৎ

কয়েক দিন আগে ভারতীয় ফুটবলের সর্বকালের অন্যতম সেরা স্ট্রাইকার বিশ্বজিৎ ভট্টাচার্য জানিয়ে দিলেন ব্রাজিল এবং জার্মানিকেই এই বিশ্বকাপে এগিয়ে রাখবেন তিনি।

Google Oneindia Bengali News

ভারতীয় ফুটবলের অন্যতম নক্ষত্র তিনি। ইস্টবেঙ্গল-মোহনবাগানে দাপিয়ে খেলা এই ফুটবলার দীর্ঘ দশ বছর প্রতিনিধিত্ব করেছেন টিম ইন্ডিয়ার। দীর্ঘদিন ভারতীয় দলের অধিনায়কত্বের দায়িত্ব সামলেছেন তিনি। তাঁর নেতৃত্বে একের পর এক কঠিন প্রতিপক্ষকে ধুলিস্যাত করেছে ভারত।ফুটবল তাঁকে চেনে একজন যোদ্ধা হিসেবে। তিনি বিশ্বজিৎ ভট্টাচার্য। স্কুটার অ্যাকসিডেন্ট তাঁর ফুটবল কেরিয়ারকে ছোট করে দিলেও, এখনও ভারতীয় ফুটবলে নিজের জায়গা দাপটের সঙ্গে ধরে রেখেছেন বিশ্বজিৎ। কলকাতার তিন প্রধানে কোচিং করানোর পাশাপাশি, কোচিং করিয়েছে ভিন রাজ্যেও। বিশ্বকাপের আগে মাইখেল বাংলার সঙ্গে জমাটি আড্ডার তারক এই ফরওয়ার্ড।

বিশ্বকাপ থেকে ভারতীয় ফুটবল, জমাটি আড্ডায় বিভিন্ন মুডে বিশ্বজিৎ

প্রশ্ন: 2018 বিশ্বকাপে দলগুলির থেকে কেমন খেলা আশা করছেন?
উত্তর: প্রতি চার বছর অন্তর এই বিশ্বকাপ হয়। ফুটবলপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করে এই বিশ্বকাপের জন্য। কারণ প্রতি বছরই বিশ্বকাপ থেকে কিছু না কিছু পাওয়া যায়। প্রতিটি বিশ্বকাপেই বিভিন্ন প্রকার বৈচিত্র লক্ষ্য করা যায়। আমার মনে হয় বিগত বিশ্বকাপগুলিতে যেই দলগুলি বিশেষ ভালো পারফর্ম করতে পারেনি, তারাই এই বিশ্বকাপে ভাল কিছু করে দেখাতে পারে।

প্রশ্ন: এই বিশ্বকাপে আপনার ডার্ক হর্স কে?
উত্তর: বেলজিয়াম আমার ডার্ক হর্স এই বিশ্বকাপে। দলটার মধ্যে সামনঞ্জস্য রয়েছে। এই দলটির একাধিক ফুটবলার বিশ্বের সেরা ক্লাবে খেলে। ফলে ভাল কিছু করলেও করতে পারে বেলজিয়াম আসন্ন বিশ্বকাপে।

প্রশ্ন: রাশিয়ায় কতটা সম্ভবনা রয়েছে ব্রাজিলের?
উত্তর: ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে ৭ গোল খেলেও, ওরা কিন্তু দারুণ ভাবে ফিরে এসেছে। মার্চে একটি ফ্রেন্ডলি ম্যাচেই হারিয়েছে জার্মানিকে। ফলে দলটাকে ভালো মতোই গড়ে নিয়েছে টিটে। এই বিশ্বকাপে অন্যতম ফেভারিট হিসেবেই শুরু করবে ব্রাজিল।

বিশ্বকাপ থেকে ভারতীয় ফুটবল, জমাটি আড্ডায় বিভিন্ন মুডে বিশ্বজিৎ

প্রশ্ন: গত বারের ফাইনালিস্ট দল আর্জেন্টিনাকে নিয়ে কতটা আশাবাদী?
উত্তর: খুব একটা বেশি কিছু সম্ভবনা আছে বলে আমি মনে করি না। কারণ আর্জেন্টিনা মূলত ফুটবলটা খেলে মেসি কেন্দ্রিক। মেসি আটকে গেলে সমস্যার সৃষ্টি হতে পারে আর্জেন্টিনার জন্য। এছাড়া আর্জেন্টিনার অধিকাংশ ফুটবলারই ইতালিতে ক্লাব ফুটবল খেলে। বর্তমানে সিরি এ-এর মান অনেকটাই কম লা লিগা, ইপিএল, বুন্দেশলিগার তুলনায়।

প্রশ্ন: ফেভারিট হিসেবে কোন দলকে এগিয়ে রাখবেন?
উত্তর: ব্রাজিল বা জার্মানির মধ্যেই খেতাব থাকার সম্ভবনা বেশি। এছাড়া আন্ডারডগ হিসেবে লড়াইয়ে রাখব বেলজিয়াম এবং ফ্রান্সকে।

প্রশ্ন: বিশ্বকাপে ইতালি নেই। কী ভাবে দেখছেন বিষয়টা?
উত্তর: যে দলগুলি বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে সেগুলির কোনওটাই খারাপ দল নয়। ফলে এটা থেকেই পরিস্কার, বিভিন্ন দেশে উন্নতি হচ্ছে ফুটবলের। কিন্তু ইতালি এই উন্নতির রাস্তা থেকে অনেকটাই সরে এসেছে। আর এরই ফল এই বিশ্বকাপ থেকে তাদের ছিটকে যাওয়া।

প্রশ্ন: দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপের মূল পর্যায় মিশর। কোনও আশা আছে এই দলটিকে নিয়ে?
উত্তর: মিশর টিমটা বেশ ভাল। গ্রুপস্টেজ থেকে কোয়ালিফাই করে পরের রাউন্ডেও আসতে পারে এরা। খুবই আনপ্রেডিক্টেবল দল এটা।

বিশ্বকাপ থেকে ভারতীয় ফুটবল, জমাটি আড্ডায় বিভিন্ন মুডে বিশ্বজিৎ

প্রশ্ন: বিশ্ব ফুটবলে ছোট ছোট দেশগুলি উন্নতি করতে পারলেও ভারত কেন ব্যর্থ হচ্ছ?
উত্তর: ভারতীয় ফুটবলে ভাল পরিকাঠামোর পাশাপাশি যাঁরা ফুটবলকে নিয়ন্ত্রণ করছে তাঁদের ফুটবল নিয়ে জ্ঞান থাকা প্রয়োজন। ফুটবল খেলাটা কী সেটা আগে বোঝা প্রয়োজন। পাশাপাশি ফুটবল প্রশাষক হওয়ার যোগ্যতা থাকা প্রয়োজন। যোগ্য লোকের হাতে ভারতীয় ফুটবল না এলে এক বিন্দু উন্নতি হবে না আমাদের দেশের ফুটবলের।

প্রশ্ন:ফিকরুকে আপনি খুব কাছ থেকে দেখেছেন। প্রথম আইএসএলের তারকা স্ট্রাইকার কেন ব্যর্থ হল সাদা-কালো জার্সিতে?
উত্তর: ফিকরু ব্যর্থ হওয়ার নেপথ্যে ফিকরুর থেকেও বেশি দায়ী মহামেডান কর্তারা। নিঃসন্দেহে ও একজন বড় ফুটবলার। কিন্তু ও কতটা ফিট রয়েছে সেইটা তো আগে জানতে হবে! ও ফিট কি না, তা না জেনেই সই কারনো হয়। তবে, সম্পূর্ণ সুস্থ যদি ও থাকত তাহলে অন্য ফিকরুকে দেখা যেত। একজন কমপ্লিট টিম ম্যান বলতে যা বোঝায় সেটা ছিল ফিকরু। একদিনও প্র্যাক্টিস কামাই করতো না। দলের ফুটবলারদের সুযোগ সুবিধার জন্য লড়াইল চালাত। ফিকরুদের মতো প্লেয়ার আনলেই যে মহামেডানের উন্নতি ঘটবে, সেটা একেবারেই নয়। মহামেডান কর্তাদের ফুটবলবোধ না বাড়লে তৃতীয় প্রধানের উন্নতি খুব মুশকিল।

[আরও পড়ুন:বিশ্বকাপের আড্ডাতেই এআইএফএফ কর্তাদের তুলোধনা করলেন কম্পটন দত্ত][আরও পড়ুন:বিশ্বকাপের আড্ডাতেই এআইএফএফ কর্তাদের তুলোধনা করলেন কম্পটন দত্ত]

English summary
Legendary Indian Footballer Biswajit Bhattacharya says that it will be a memorable world cup.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X