For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লন্ডন ডার্বিতে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য নিয়ে সমালোচনা তুঙ্গে

খেলার মাঠে বর্ণবিদ্বেষমূলক সমস্যা রুখতে বদ্ধপরিকর ফিফা। বর্ণবিদ্বেষকেন্দ্রিক কোনও ধরনের আপত্তিকর ঘটনা যাতে না ঘটে সেই জন্য ত্রিস্তরীয় প্রোটাকল রেখেছে ফিফা।

  • |
Google Oneindia Bengali News

খেলার মাঠে বর্ণবিদ্বেষমূলক সমস্যা রুখতে বদ্ধপরিকর ফিফা। বর্ণবিদ্বেষ কেন্দ্রিক কোনও ধরনের আপত্তিকর ঘটনা যাতে না ঘটে সেই জন্য ত্রিস্তরীয় প্রোটাকল রেখেছে ফিফা।যারপরও ইংল্যান্ডের প্রথম সারির ফুটবল লিগ ইংলিশ প্রিমিয়র লিগে ফিফার নিয়ম মানা হচ্ছে না বলে অভিযোগ।

লন্ডন ডার্বিতে বর্ণবিদ্বেষমূলক মন্তব্যে নিয়ে সমালোচনা তুঙ্গে

রবিবার লন্ডন ডার্বিতে চেলসির বিরুদ্ধে টটেনহ্যাম হটস্পার ০-২ ব্যবধানে ম্যাচ হারে। ম্যাচের এই ফলাফলে চেয়েও ম্যাচের মাঝে গ্যালারি থেকে ফুটবলারকে উদ্দেশ করে বর্ণবিদ্বেষমূলক কটূক্তি করার অভিযোগ ওঠা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে।

ইপিএলের ম্যাচের প্রথমার্ধে ব্রাজিলীয় ফুটবলার উইলিয়ানের জোড়া গোলে এগিয়ে চেলসি এগিয়ে গিয়েছিল। এরপর দ্বিতীয়ার্ধে চেলসির ডিফেন্ডার আন্তোনিয়ো রুইডিগারের সঙ্গে টটেনহ্যামের কোরীয় ফুটবলার সন হিউং-মিনের সঙ্গে সংঘর্ষ হয়।

তড়িঘড়ি রেফারি সন হিউং-মিনকে লাল কার্ড দেখান। এরপর থেকে চেলসির ফুটবলার রুইডিগার পায়ে বল ধরলেই গ্যালারি থেকে তাঁর উদ্দেশে করে বাঁদরের ডাক ভেসে আসতে শুরু করে। পরিস্থিতি সামাল দিতে রেফারি খেলা সাময়িক বন্ধ রাখেন।

এমনকী স্টেডিয়ামের পাবলিক অ্যাড্রেস সিস্টেমে দর্শকদের এই আচরণ বন্ধ করার জন্য অনুরোধ জানিয়ে ম্যাচের কিছুক্ষণ স্তগিত রাখা হয়।

মাঠে দর্শকদের এমন আচরণ নিয়ে ইতিমধ্যেই আন্তর্জাতিক ফুটবল স্তরে সমালোচনা শুরু হয়েছে। ব্রিটেনের প্রধামন্ত্রী ফুটবল মাঠে বর্ণবিদ্বেষমূলক রুখতে সবপক্ষকেই আরও কড়া হতে বলেছেন। ইতিমধ্য়েই পুরো বিষয়টি নিয়ে টটেনহ্যাম তদন্ত শুরু করেছে।

মাঠে পরিস্থিতি বুঝে সেদিন গ্যালারিতে ফ্যানেদের বর্ণবিদ্বেষমূলক কটূক্তি বন্ধ করার জন্য তিনবার সাবধান করা হয়েছিল। যদিও ফিফার নিয়ম অনুযায়ী বর্ণবিদ্বেষমূলক কোনও ঘটনায় পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে, ম্যাচটি বন্ধ করে দেওয়া থেকে শুরু করে সাসপেন্ড করে দেওয়ার নিয়ম রয়েছে। এক্ষেত্রে ইংলিশ প্রিমিয়র লিগের ম্যাচে কেন ফিফার ত্রিস্তরীয় এই প্রোটোকল মানা হয়নি,সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

English summary
allegation raised Premier League not following FIFA advice for handling racism in london derby
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X