For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফিরে দেখা ২০২২: চলতি বছরে গুগলে কোন কোন ঘরোয়া টোটকা বেশি সার্চ করা হয়েছে, জানেন

ফিরে দেখা ২০২২: চলতি বছরে গুগলে কোন কোন ঘরোয়া টোটকা বেশি সার্চ করা হয়েছে, জানেন

  • |
Google Oneindia Bengali News

বর্তমান সময়ে আমাদের শরীর খারাপ ছোট থেকে বড় প্রায় সকলেরই লেগে থাকে। তার ওপর আবার ঠান্ডা পড়েছে, জ্বর সর্দি কাশি সবারই প্রায় লেগেই রয়েছে। তবে সামান্য কিছু হলে সব সময় ডাক্তারের কাছে যাওয়া সবার পক্ষে সব সময় সম্ভব নাও হতে পারে। তবে এখন সবার কাছেই স্মার্টফোন হয়েছে। সকলেই ইন্টারনেট রিচার্জ করেন। তাই খুব সহজেই সকলের কোনও কিছু দরকার হলেই আমরা গুগলে সার্চ করে নি। তা জামা কাপড় কেনা হোক, খাবার- দাবার হোক আবার ছোটখাটো রোগের পথ্য কিন্তু আমরা গুগলে সার্চ করে দেখেনি। চলতি বছরে গুগলে সার্চ করা সবথেকে বেশি ঘরোয়া টোটকা কোনগুলি, তা জানলে অবাক হবেন আপনিও। দেখুন সেই গুলি কী।


শিশুদের কান ব্যথা হলে তা কীভাবে ঘরোয়া উপায় সারাবেন

শিশুদের কান ব্যথা হলে তা কীভাবে ঘরোয়া উপায় সারাবেন

শীতকালে অনেক সময়ই বাচ্চাদের কানে ব্যথা হয়ে থাকে। তার জন্য সব সময় দোকানে যে গিয়ে ওষুধ আনা, ডাক্তারের কাছে যাওয়া সকলের সাধ্যের মধ্যে নাও থাকতে পারে। সেইসব মানুষেরাও অনেক সময় গুগলে সার্চ করেছেন, কীভাবে তার শিশুর কানে ব্যথা কমাবেন ঘোরোয়া উপায়ের মাধ্যমে। গুগল তাঁদের জানিয়েছে, লবঙ্গ ও রসুনের তেল একসঙ্গে ব্যথার জায়গায় ব্যবহার করলে শিশুদের কানে ব্যথা খুব সহজেই সেরে যাবে।

 ঠোঁট কালো হলে তা কীভাবে ঘরোয়া উপায়ে সারাবেন তা দেখুন

ঠোঁট কালো হলে তা কীভাবে ঘরোয়া উপায়ে সারাবেন তা দেখুন

শীতকাল পড়ে গেছে, আর এই সময় ঠোঁট থেকে পায়ের গোড়ালি সবই ফাটতে থাকে। আবার অনেক সময় অত্যাধিক পরিমাণে ধূমপান করলেও ঠোঁট কালো হয়ে যায়। এর জন্য আপনি নারকেল তেল, বিটের রস ও ক্রিম একসঙ্গে ঠোটের কালো জায়গায় মাখতে পারেন। তাছাড়া চিনি দিয়ে একটি স্ক্রাব বানিয়ে ঠোটে মাখতে রাখতে পারেন, এতে আপনার ঠোঁটের কালচে ভাব দূর হবে।

 ফুড পয়েজেনিং হলে কীভাবে ঘরোয়া উপায় তা কমাবেন দেখুন

ফুড পয়েজেনিং হলে কীভাবে ঘরোয়া উপায় তা কমাবেন দেখুন

অনেক সময় ভালো জল বা অস্বাস্থ্যকর খাবারের জন্য আমাদের ফুড পয়েজেনিং সকলেরই হয়ে থাকে। যার জন্য আমাদের শরীরে অনেক কষ্ট হয়। বমি হতে থাকে ফুড পয়েজেনিংয়ের জন্য। এর থেকে মুক্তি পেতে আপনাদের লেবু ও নুন জল খাওয়ার পরামর্শ দিচ্ছে গুগল। যদি আপনি হাতের সামনে এগুলি না পান তাহলে সোডা খেতে পারেন। যেটি আপনার পেটের সংক্রমণ কমাতে চান তাহলে দুই ও পুদিনা পাতা একসঙ্গে খেতে পারেন। এটি আপনার ফুড পয়েজেনিং কমাতেও সহায়ক।

মৌমাছি হুল ফোটালে সেই যন্ত্রণা থেকে কীভাবে মুক্তি পাবেন

মৌমাছি হুল ফোটালে সেই যন্ত্রণা থেকে কীভাবে মুক্তি পাবেন

শীতকালে মধুর চাহিদা একটু বেশিই থাকে। কারণ মধু খেলে শরীর গরম থাকে। আর মধু যেখানে থাকে বলা হয় সেখানে মৌমাছি ঘুরতে থাকে। সেই কারণেই মৌমাছি অনেক সময় অনেক মানুষকে হুল ফুটিয়ে দেয়। আর যে জ্বালা যন্ত্রণা সহ্য করা খুব কঠিন। তাই বলা হচ্ছে যে জায়গায় মৌমাছি হুল ফোটাবে সেই জায়গায় লোহার তৈরি কোন কিছু জিনিস ঘষে তারপর সেখানে বরফ বা টুথপেস্ট লাগান। তারপর সেই জায়গায় মধু লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। তারপর আপনি আরাম পাবেন।

 লিগামেন্ট ছিঁড়ে গেলে কী করবেন তার ঘরোয়া প্রতিকার

লিগামেন্ট ছিঁড়ে গেলে কী করবেন তার ঘরোয়া প্রতিকার

বছরের সবথেকে বেশি গুগলে সার্চ করা হয়েছে এটি যে, লিগামেন্ট ছিঁড়ে গেলে কীভাবে তা ঘরোয়া প্রতিকার করবেন। খেলাধুলা এবং জিম করার সময় অনেকেরই লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার ঘটনা আমাদের সামনে ঘটে বা শোনা যায়। সেক্ষেত্রে লিগামেন্ট ছিঁড়ে গেলে বাড়িতে যে ট্রিটমেন্ট হয় বা ঘরোয়া প্রতিকার রয়েছে তা হয়তো অনেকে জানেন না। এই লিগামেন্ট ছিঁড়ে গেলে সেখানে বরফ লাগিয়ে প্রচুর পরিমাণে তাপ দিলে তা ঠিক হয়ে যেতে পারে বলে জানিয়েছে গুগল।

পিরিয়ড না হলে তা শীঘ্রই হওয়ার জন্য কী করবেন

পিরিয়ড না হলে তা শীঘ্রই হওয়ার জন্য কী করবেন

অনেকেই আছেন যারা চান তাদের সময় মতই পিরিয়ড হোক। কিন্তু অনেকের ক্ষেত্রে সেটি হয় না। এই জিনিসটি এবছর গুগলে মানুষ খুব সার্চ করেছেন। সেখানে গুগল তাদের পরামর্শ দিয়েছে আপনারা প্রচুর পরিমাণে শাকসবজি এবং গুড় খান। সেইসঙ্গে গরম খাবার খান। তাহলেই আপনার খুব তাড়াতাড়ি পিরিয়ড হয়ে যাবে।

 গ্যাসের সমস্যা থেকে বেরোতে ঘরোয়া প্রতিকার

গ্যাসের সমস্যা থেকে বেরোতে ঘরোয়া প্রতিকার

প্রায় সকলেই গ্যাসের সমস্যায় ভোগেন। গ্যাসের সমস্যা হলে সব সময় ডাক্তারের কাছে যাওয়া সকলের হয়ে ওঠেনা। তাই ঘরোয়া প্রতিকারের সাহায্যে যদি এই গ্যাস বার করে দেওয়া যায় তাহলে অনেকটাই স্বস্তি মেলে। এমন অনেক ব্যক্তি রয়েছে যারা সবসময়ই গ্যাসের সমস্যায় ভোগেন তারা গুগল সার্চ করেছেন যে কীভাবে তারা এটি থেকে বের হতে পারবেন। গুগল থেকে তারা জানতে পেরেছেন লেবু ও নুন একসঙ্গে খেলে গ্যাস থেকে মুক্তি পাওয়া যায়। তাছাড়া আপনি যদি আদা এলাচ ও মৌরি একসঙ্গে খান তাহলে আপনি গ্যাস থেকে অনেকটাই মুক্তি পাবেন।

কাশি থেকে ৫ মিনিটে খুব সহজে কীভাবে মুক্তি পাবেন তার ঘরোয়া টোটকা

কাশি থেকে ৫ মিনিটে খুব সহজে কীভাবে মুক্তি পাবেন তার ঘরোয়া টোটকা

গুগলে ২০২২ সালে সর্বাধিক অনুসন্ধান করা একটি টোটকা হল এটি। গুগল জানিয়েছে এই সমস্যা থেকে বেরোবার সঠিক কোনও সমাধান নেই। পাঁচ মিনিটে কীভাবে কাশি কমানো যাবে তার সঠিক তথ্য এখনোও নেই। তবে খুব কাশি হলে মধু ও আদা দিয়ে লিকার চা খেলে এ সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে।

পেট ব্যথা হলে তা কীভাবে ঘরোয়া প্রতিকারের সাহায্যে তা কমাবেন

পেট ব্যথা হলে তা কীভাবে ঘরোয়া প্রতিকারের সাহায্যে তা কমাবেন

আমাদের প্রায় সকলেরই অনেক সময় গ্যাস অম্বল থেকেও পেটব্যথা হয়ে থাকে। যে ব্যথা আমরা সহ্য করতে পারি না। এই পেট ব্যথার জন্য আপনারা পুদিনা পাতা হিং আর নুন একসঙ্গে জল করে খেতে পারেন। এটি খেলে সহজেই আপনাদের পেট ব্যথা সেরে যাবে।

 ব্রণ হলে কীভাবে ঘরোয়া প্রতিকারের সাহায্যে সারাবেন দেখুন

ব্রণ হলে কীভাবে ঘরোয়া প্রতিকারের সাহায্যে সারাবেন দেখুন

চলতি বছরে গুগলে অনেক লোকই প্রায় সার্চ করেছেন যে ব্রণ হলে কীভাবে ঘরোয়া প্রতিকারের সাহায্যে তা সারাবেন। গুগল তাদের জানিয়েছে নিম এবং লবঙ্গ একসঙ্গে পেস্ট করে মুখে মাখতে হবে। সেই সঙ্গে যদি পারেন আপনি সেই পেস্টটিতে হলুদও ব্যবহার করতে পারেন। এতে আপনার মুখে তাড়াতাড়ি ব্রণও কমে যাবে।

Year Ender 2022: বিশ্বব্যাপী প্রাকৃতিক দুর্যোগ! কোন দেশে প্রকৃতির কোন আঘাত, একনজরে Year Ender 2022: বিশ্বব্যাপী প্রাকৃতিক দুর্যোগ! কোন দেশে প্রকৃতির কোন আঘাত, একনজরে

English summary
year ender 2022 googles most searched home remedies of this year
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X