For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ল্যাপটপ কেনার আগে অবশ্যই এই জিনিসগুলো দেখে কিনুন, তাহলে আপনি ঠকবেন না

ল্যাপটপ কেনার আগে অবশ্যই এই জিনিসগুলো দেখে কিনুন, তাহলে আপনি ঠকবেন না

  • |
Google Oneindia Bengali News

যুগ এগোনোর সাথে সাথে ডিজিটাল স্তর উন্নীত হয়েছে। বিশ্ববাসীর কাছে মোবাইল খুব গুরুত্বপূর্ণ ও সেই সঙ্গে প্রয়োজনীয়ও। ঠিক তেমনি ল্যাপটপ বা কম্পিউটারও কিন্তু বিশেষ প্রয়োজনীয়ও। নিত্যদিনের প্রায় সব জিনিসের মত এগুলিলেও খুব দরকারি হয়ে পড়ছে। আধুনিক যুগ অর্থাৎ বর্তমানে পড়াশুনা থেকে চাকরি প্রায় সব জায়গাতেই ল্যাপটপের প্রয়োজন। এখন এমন একটা সময় যে কলেজে ভর্তি হলেই ল্যাপটপ কিনে থাকে প্রায় অনেকেই।

 কী কী দেখে ল্যাপটপ কিনবেন

কী কী দেখে ল্যাপটপ কিনবেন

আপনি দামি ল্যাপটপ কিনবেন আপনার দামের সাধ্যের মধ্যে আসছে না। যার জন্য আপনার হয়তো মন খারাপ, ভাবছেন যদি একটু কম দামি ল্যাপটপ কেনেন তাহলে অনেক ফিচারস পাবেন না। ল্যাপটপ কেনার সময় আপনাকে কতগুলি জিনিস আপনাকে মনে রাখতে হবে। ল্যাপটপের কোন কোন বিষয়ের ওপর আপনি বিশেষ ভাবে নজর দেবেন, জানেন।

অপারেটিং সিস্টেমে

অপারেটিং সিস্টেমে

প্রথমেই আসি অপারেটিং সিস্টেমে। আপনাকে অবশ্যই ল্যাপটপ কেনার সময় খেয়াল রাখতে হবে অপারেটিং সিস্টেমের ওপর। আপনাকে আলাদাভাবে অপারেটিং সিস্টেম ইনস্টল করতে হবে। যেটি ব্যয়বহুল। কিন্তু আমরা ল্যাপটপ কেনার সময় কিন্তু একেবারেই এটি মাথায় রাখি না।

 র‍্যাম বা প্রসেসর

র‍্যাম বা প্রসেসর

তারপরে আসি র‍্যাম বা প্রসেসরে। হার্ডি বা ভালো প্রসেসর ও বেশি র‍্যাম যুক্ত ল্যাপটপ সকলের কেনা উচিত। তাহলে সহজে ল্যাপটপ খারাপ হয়না। এই দিকেও একটু বেশি নজর দেওয়া উচিত।

 ব্যাটারি

ব্যাটারি

ল্যাপটপ কেনার ক্ষেত্রে ব্যাটারির দিকটা দেখা খুব গুরুত্বপূর্ণ। যদি ল্যাপটপ কেনার পর অনেকক্ষণ সময় ধরে কাজ করেন তাহলে অবশ্যই আপনার ল্যাপটপের ব্যাটারির চার্জ যাতে দীর্ঘ সময় ধরে থাকে সেটাই আপনি দেখবেন। তাহলে ল্যাপটপ কেনার আগে অবশ্যই মাথায় রাখুন ব্যটারির কথাও। বেশি mAh দেখে ল্যাপটপ কিনুন। তাহলে আপনি উপকার পাবেন।

English summary
when you buying a laptop see some important things
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X