For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গুগল ক্রোমের দেদার ব্যবহার, জানেন কি এই ব্রাউজারের অসুবিধা কতটা?

গুগল ক্রোমের দেদার ব্যবহার, জানেন কি এই ব্রাউজারের অসুবিধা কতটা?

Google Oneindia Bengali News

আপনি আপনার মোবাইলে কোন ওয়েব ব্রাউজার ব্যবহার করেন? এই উত্তরে প্রায় অধিকাংশ ব্যক্তিই বলবেন যে তাঁরা গুগল ক্রোম ব্যবহার করে থাকেন। বর্তমানের টেকস্যাভি দুনিয়ায় একের পর এক ওয়েব ব্রাউজারে যদিও গুগলের ক্রোম ব্রাউজারই বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত ব্রাউজার। কিন্তু জানেন কি এরও অনেক অসুবিধা রয়েছে। চলুন দেখে নেওয়া যাক এই অসুবিধাগুলো কী কী।

ব্যাটারি ও ডেটা খরচ

ব্যাটারি ও ডেটা খরচ

গুগল ক্রোম বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত ওয়েব ব্রাউজার হলেও যে এটি কাজের ক্ষেত্রে সেরা ব্রাউজার, তা কিন্তু নয়। এই ওয়েব ব্রাউজারের বেশ কিছু ত্রুটি রয়েছে। তার মধ্যে প্রধান হল ব্যাটারি এবং ডেটা। এই দুটি ক্ষেত্রেই এই ব্রাউজার খুব লোকসান করে। গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করলে ব্যাটারি এবং ডেটা দুটোই বেশি মাত্রায় খরচ হয়।

 উইন্ডোজ অপারেটিং সিস্টেম

উইন্ডোজ অপারেটিং সিস্টেম

উইন্ডোজ অপারেটিং সিস্টেমে, যে কোনও ব্যবহারকারী টাস্ক ম্যানেজার খুললে দেখতে পারেন। গুগল ক্রোম কতটা র‍্যাম খরচ করছে তার একটা ধারণা পাওয়া যাবে। এটি স্মার্টফোন এবং কম্পিউটার উভয় ক্ষেত্রেই ঘটে। তাই এই ওয়েব ব্রাউজার ব্যবহার করলে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের উপরেও প্রভাব পড়ে।

 প্রাইভেসি পলিসি

প্রাইভেসি পলিসি

গুগল ক্রোম ওয়েব ব্রাউজার কোনও গ্রাহক বা পরিষেবা প্রাপ্ত ব্যক্তির গোপনীয়তা সম্পর্কে কোনও নিরাপত্তা দেয়না। কিন্তু গুগল সংস্থার দাবি ক্রোম ব্রাউজার অনেক ক্ষেত্রে গ্রাহকের প্রাইভেসি পলিসি বা তথ্যের গোপনীয়তা নিয়ে যথেষ্ট নিরাপদ। কিন্তু বাস্তবে তা অনেকাংশে উল্টো।

গ্রাহকের ডেটা সংগ্রহ

গ্রাহকের ডেটা সংগ্রহ

যেহেতু গুগল বিজনেসের বড় আয় আসে বিজ্ঞাপন থেকে। তাই সেক্ষেত্রে ব্যবহারকারীর ডেটা সংগ্রহ করা গুগলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। কীভাবে গুগল ক্রোম গ্রাহকের ডেটা সংগ্রহ করে থাকে? গ্রাহকরা জানেন যে গুগল তাঁদেরকে বিভিন্ন উপায়ে ট্র্যাক করে। এবং যার মধ্যে একটি হল এই গুগল ক্রোম। গুগল সার্চ ব্যবহার না করলেও বা গুগলের অন্য কোনো সার্ভিস ব্যবহার না করলেও গুগল ক্রোমের কারণে গুগল গ্রাহকের ডিভাইসের আইপি জানে। এমনকি যদি কেউ ভিপিএন ব্যবহার করেন তাহলেও সেক্ষেত্রে ক্রোম গ্রাহককে ট্র্যাক করতে পারে।

 ইনকগ্নিটো মোড

ইনকগ্নিটো মোড

অনেকেই আছেন যারা গুগল ক্রোমের ইনকগ্নিটো বা ছদ্মবেশী মোড ব্যবহার করেন। অনেকেই মনে করেন যে সেখানে করা অনুসন্ধান বা কার্যক্রম ট্র্যাক করা হবে না। কিন্তু বাস্তবে তা একদমই নয়। এই মোডে ইউজারের সব রকম কাজের রেকর্ড গুগলের কাছে থাকে। তবে এই মোডের প্রধান সুবিধা হল ব্রাউজিং হিস্ট্রি সংরক্ষণ থাকেনা।

প্রতিযোগিতার বাজার

প্রতিযোগিতার বাজার

সার্চ ইঞ্জিন এবং ব্রাউজার থেকে মোবাইল অপারেটিং সিস্টেম পর্যন্ত, বাজারে গুগলের এর একটি বড় অংশ রয়েছে যেখানে একচেটিয়া গ্রাহক ধরে রেখেছে এই সংস্থা। সেখানে অন্য কোনও সংস্থা পাল্লা দিতেই পারেনা গুগলের সঙ্গে। এমন নয় যে গুগল ক্রোমই সেরা ব্রাউজার। কিন্তু অপর দিকে এমন অনেক ব্রাউজার আছে যারা বেশ ভালো সার্ভিস দিতে সক্ষম। কিন্তু সেক্ষেত্রেও লোকে গুগল ক্রোমের উপরেই আস্থা রাখে।

লোকেশন ট্র্যাক করা

লোকেশন ট্র্যাক করা

গুগল কোম্পানি ব্যবহারকারী বা গ্রাহকের গুগল ক্রোম ব্রাউজারে করা সমস্ত কার্যকলাপ সংশ্লিষ্ট ব্যবহারকারীর গুগল অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করে। এমন পরিস্থিতিতে গুগল লোকেশন সহ সেই ব্যবহারকারীর সব রকম কার্যকলাপ ট্র্যাক করতে পারে।

English summary
some main disadvantages of google chrome web browser
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X