• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহাবলীর সাজে এসবিআই কর্মী! কেরলের ওমন উৎসবের ভিডিও ভাইরাল

Google Oneindia Bengali News

কেরলে (Kerala) ওনম উৎসবের (Onam festival) সূচনা হয়েছে। আর তাকে স্মরণ করে রাখতে এসবিআই (SBI) -এর এক কর্মী মহাবলীর (Mahabali) পোশাক পরা একটি ভিডিও (Video) শেয়ার করেছেন। যা সোশ্যাল মিডিয়ায় মন জয় করে নিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার

নিক্সন জোসেফ নামে এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী ক্লিপটি শেয়ার করেছেন। কেরলের থ্যালাসেরির এসবিআই শাখার ঘটনা এটি। ওনমের শুরুতে ওই কর্মী মহাবলীর পোশাক পরার সিদ্ধান্ত নিয়েছিলেন।
ক্যাপশনে নিক্সন জোসেফ বলেছেন, এসবিআই-এর এক কর্মী রাজা মহাবলীর পোশাকে পরিষেবা দিচ্ছেন, বার্ষিক ওনম উৎসব উপলক্ষে। ওই কর্মীর আত্মা ও সাহসিকতাকে তিনি ধন্যবাদ জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় ঝড়

সোশ্যাল মিডিয়ায় ঝড়

এই ক্লিপটি শেয়ারের পর থেকে ইন্টারনেটে কার্যত ঝড় উঠেছে। প্রতিবেদন লেখার সময়ে এটির ভিউ ৩২ হাজারের বেশি এবং শত শত লাইক পেয়েছে।

অঙ্গভঙ্গির প্রশংসা

অঙ্গভঙ্গির প্রশংসা

বেশ কয়েকজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী ওই কর্মীর অঙ্গভঙ্গির প্রশংসা করেছেন। সেখানে একজন লিখেছেন, ওই কর্মীর শক্তির মাত্রা এবং কাজ দেখে ভাল লাগছে। অন্য একজন লিখেছেন. তাঁর অঙ্গভঙ্গি দুর্দান্ত। ব্যাঙ্কগুলির উচিত প্রত্যেকটি উৎসব উৎসাহের সঙ্গে উদযাপন করা।
অপর একজন বলেছেন, ওনমের স্পিরিটকে তিনি সাধুবাদ জানাচ্ছেন। এই কর্মীকে সাহসী বলে উল্লেখ করেছেন তিনি। অপর কজন বলেছেন, এসবিআই-এর ড্রেস কোডের পরেও যদিও এই প্রশংসা করা হয় এবং পোশাক অনুমোদন করা হয় তাগলে শাখাগুলি পরিষেবার চেয়ে বেশি থিয়েট্রিক্স হতে পারে।

 ওনম কী?

ওনম কী?

ওনম কেরলের বার্ষিক ফসল কাটার উৎসব। এটি মালোয়ালি মাসে পড়ে এবং রাজা মহাবলীর স্বদেশ প্রত্যাবর্তনকে নির্দেশ করে। এই উৎসব সপ্তাহব্যাপী চলে। যা আড়ম্বর এবং উৎসাহের সঙ্গে পালিত হয়। এই বছরের ওনম শুরু হয়েছিল ৩০ অগাস্ট। যা চলবে ৮ অগাস্ট পর্যন্ত।

বিজয় দিবসের আগেই প্রতিশ্রুতিবদ্ধ! শেখ হাসিনার সঙ্গে গৌতম আদানির সাক্ষাতে উঠে এল যেসব বিষয়বিজয় দিবসের আগেই প্রতিশ্রুতিবদ্ধ! শেখ হাসিনার সঙ্গে গৌতম আদানির সাক্ষাতে উঠে এল যেসব বিষয়

English summary
SBI staffs dressed as Mahabali in Kerala's Onam festival video goes viral
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X