For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সরস্বতী পুজোয় পড়ুয়াদের কপিরাইট হারাচ্ছে? দেবী যে এখন সার্বজনীন!

Google Oneindia Bengali News

কলকাতা, ১ ফেব্রুয়ারি : ছাত্র জীবনে এই একটাই দিন যখন স্কুল বা কলেজে যাওয়ার জন্য পড়ুয়াদের উন্মাদনা চোখে পড়ার মতো থাকে। পরের দিন সকালের কথা ভেবে যেন রাতে ঘুম আসতে চায় না। এই দিনটির সবচেয়ে বড় পাওয়া অন্তত একদিনের পড়াশোনা থেকে মুক্তি। তার উপর কুলে প্রথম কামড় বসানো। প্রেমের প্রস্তাব দেওয়া নেওয়া, শাড়ি-ধুতিতে আজ যেন জেন ওয়াইও আটপৌড়ে। কারণ আজ যে সরস্বতী পুজো। আজকের দিনটা শুধুই তাদের।

সরস্বতী পুজো সংক্রান্ত অন্য খবর পড়তে ক্লিক করুন এখানে

পুজো এবার বুধবার পড়েছে। কিন্তু শনিবারে পড়লে তো কথাই নেই। রবিবারটাও পুজোর আমেজ টেনে দেওয়া যাবে, পুজো,প্রেম, আড্ডায় জমে যায় উইকএন্ড।

সরস্বতী পুজোয় পড়ুয়াদের কপিরাইট হারাচ্ছে, দেবী যে এখন সার্বজনীন!

তবে আজকাল আর সরস্বতী পুজোয় ছাত্রছাত্রীদের কপিরাইট কোথায়? এখন তো মা সরস্বতীও সেই হরেদরে সবারই হয়ে গিয়েছেন, মানে ওই সার্বজনীন। এখন তো পাড়ায় পাড়ায় ছোট, বড়, ইয়য়া বড় সরস্বতী মূর্তি। টেলিভিশনের পর্দায় সকাল থেকেই তারকাদের সরস্বতী পুজো নিয়ে আদিখ্যেতার ছড়াছড়ি। বড় বড় আবাসনগুলিতে পুজোর বাহানায় খিচুরি ভোগে গেট টু গেদার।

আসলে জীবনটা এতটাই প্রতিযোগিতাপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, আমরা কোনও একটা ছুঁতো পেলেই একটু প্রাণ খুলে বাঁচতে চাই। সরস্বতী পুজো শনিবার পড়ায় সেক্ষেত্রে আরও সুবিধে হয়েছে। অধিকাংশ অফিস কাছারিও ছুটি আজ। রবি-সোমেও ছুটির আমেজ। ফলে মন খুলে লম্বা ছুটি কাটানোর এমন সুযোগ কে আর মিস করতে চাইবে। তাই, বাবা, কাকা, জেঠু, মেসো, পিশোরাও আজ সরস্বতী পুজোতে মেতেছেন।

English summary
Now a days students loosing their copyright in Saraswati puja, She is also now Sarvajanik
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X