For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আপনি আপনার ফোনের পাসওয়ার্ড ভুলে গেছেন, এই সহজ পদক্ষেপের দ্বারা ফোনের লক খুলুন

ফোনের পাসওয়ার্ড ভুলে গেলে কী করবেন

  • |
Google Oneindia Bengali News

বর্তমান সময়ে মানুষের মোবাইল ফোনের সর্বদা ব্যবহার হচ্ছে। আর সেই ক্ষেত্রে মানুষের ফোন কেনারও চাহিদা বেড়েছে। এই মোবাইল ফোন ছাড়াও আমাদের এক পা চলে না। সমাজ ও সময় দুই এগিয়েছে। সেই সঙ্গে মানুষের চিন্তাভাবনা ও ব্যক্তিগত স্তরেরও উন্নতি ঘটছে। মোবাইল আমাদের পার্সোনাল থেকে প্রফেশনাল দুই জায়গাতেই খুব ব্যবহার হচ্ছে। আমরা আমাদের নিরাপত্তা খাতিরে ফোনের প্যাটার্ন, পিন বা পাসওয়ার্ড ব্যবহার করে মোবাইল লক করে রাখি। তবে আমরা আমাদের ব্যস্ততার মধ্যে অনেক সময় মোবাইল ফোনের পাসওয়ার্ডগুলি ভুলে যাই।

কীভাবে সমস্যা থেকে বেরোবেন আপনি

কীভাবে সমস্যা থেকে বেরোবেন আপনি

আর এটির দ্বারা আমাদের মোবাইল ফোন খুলতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। যদি আপনি খকন এমন সমস্যায় পড়েন তাহলে কখনই আতঙ্কিত হবে না। জেনে নিন কীভাবে আপনি এই সমস্যা থেকে দ্রুত বেড়োতে পারবেন।

কী করলে ফোনের ডেটা মুছে যাবে

কী করলে ফোনের ডেটা মুছে যাবে

তবে, আগেই বলে দেওয়া দরকার এই পদক্ষেপটি যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু আপানার ফোনের সমস্ত গুরুত্বপূর্ণ ডেটাও মুছে যাবে। কিন্তু আপনার ফোনটি আনলক হয়ে যাবে। ফোন লক থেকে আনলক করার জন্য কী কী কাজ করা খুব গুরুত্বপূর্ণ, চলুন দেখে নেওয়া যাক

দেখে নিন বিসয়গুলি কী কী

দেখে নিন বিসয়গুলি কী কী

১) প্রথমে আপনার লক করা ফোনটিকে রিকভারি মোডে রাখতে হবে।

২) তারপর আপনি ফোনটি বন্ধ করুন। এবার আপনাকে ১ মিনিট অপেক্ষা করতে হবে ফোনটি রিকভারি মোডে আনার জন্য।

৩) ১ মিনিট পর আপনি ফোনের পাওয়ার বোতাম ও ভলিউম ডাউন বোতাম একসাথে টিপুন।

৪) এই পদক্ষেপ করার পর আপনার ফোন রিকভারি মোডে চলে আসবে।

৫) তারপর আপনাকে ফ্যাক্টরি রিসেট বিকল্পটি নির্বাচন করুন।

৬) এবার আপনার মোবাইল ফোনের ডেটা মুছতে Wipe Cache বিকল্পটি বাছুন।

৭) এটি করার কিছু ক্ষন পর আপনার ফোন খুলে যাবে।

৮) এবার আপনি পাসওয়ার্ড, প্যাটার্ন বা পিন ছাড়াই আপনার ফোন আনলক করতে পারবেন। এই বিকল্পের মাধ্যমে আপনি আপনার সমস্যা থেকে বেরোতে পারবেন।

English summary
man what to do if you forget the password follow the step
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X