For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আপনার জিমেল হ্যাক হয়ে যায়নি তো?‌ দেখে নিন এভাবে, তাহলে সতর্ক থাকবেন সর্বদা

আপনার জিমেল হ্যাক হয়ে যায়নি তো?‌

Google Oneindia Bengali News

ডিজিটাল দুনিয়ায় প্রতিদিনই সাইবার সুরক্ষা সংক্রান্ত কেস দেখা যাচ্ছে। এমন পরিস্থিতিতে, আপনি কি কখনও আপনার জিমেল অ্যাকাউন্ট নিয়ে চিন্তিত হয়েছেন? হতে পারে অন্য কোনো ব্যবহারকারীর কাছে আপনার জিমেলের অ্যাক্সেস থাকতে পারে এবং সে আপনার অ্যাকাউন্টের সঙ্গে সম্পর্কিত অনেক বিবরণ চুরি করছে। তবে এবার আপনার এটা নিয়ে চিন্তা করার দরকার নেই, কারণ আপনি কিছু সহজ পদক্ষেপ অনুসরণ করে আপনার জিমেল অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কিনা তা পরীক্ষা করতে পারবেন।

গুগল পাসওয়ার্ড চেকআপ অ্যাড অ্যান্ড ফিচার

গুগল পাসওয়ার্ড চেকআপ অ্যাড অ্যান্ড ফিচার

গুগল পাসওয়ার্ড চেকআপ অ্যাড অ্যান্ড ফিচারের সহায়তায় আপনি নিজের জিমেল অ্যাকাউন্ট চেক করতে পারেন। গুগল ক্রোম ওয়েব ব্রাউজারে এই বৈশিষ্ট্যটি ২০১৯ সালে যুক্ত করা হয়েছিল। এই বৈশিষ্ট্যটির সাহায্যে আপনি কীভাবে আপনার অ্যাকাউন্ট চেক করতে পারেন তা আসুন জেনে নেওয়া যাক।

কীভাবে চেক করবেন

কীভাবে চেক করবেন

১)‌ সবার প্রথমে আপনাকে গুগল ক্রোম ব্রাউজারে ফ্রি পাসওয়ার্ড চেকআপ সফটওয়্যার ডাউনলোড করতে হবে। একবার ইনস্টল হওয়ার পর, ক্রোম এক্সটেনশন আপনার লগইন শংসাপত্রগুলি পরীক্ষা করবে ৷

২)‌ যদি আপনার ব্যবহারকারীর নাম বা পাসওয়ার্ড গুগল-এর ডাটাবেসের ৪০ মিলিয়ন পাসওয়ার্ডের সঙ্গে মেলে, যেগুলি ফাঁস হয়েছে, সফ্টওয়্যারটি আপনাকে সতর্ক করবে।

৩)‌ এরপর আপনার স্ক্রিনে একটি মেসেজ নজরে আসবে, যেটিতে আপনাকে সংশ্লিষ্ট ওয়েবসাইটের পাসওয়ার্ড চেকআপ সম্পর্কে তথ্য দেওয়া হবে। এই ফিচারটির সাহায্যে আপনি ব্রাউজারে সংরক্ষিত যেকোনো পাসওয়ার্ড চেক করতে পারবেন। আপনি তথ্য ফাঁস সম্পর্কে তথ্য পাবেন।

৪)‌ যদি আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে থাকে, তবে আপনাকে এটি সুরক্ষিত করতে কিছু পদক্ষেপ অনুসরণ করতে হবে। প্রথমে আপনাকে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে। শুধু জিমেল নয়, ফাঁসের কারণে ক্ষতিগ্রস্ত সমস্ত পরিষেবার পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে।

টু–স্টেপ ভেরিফিকেশন প্রসেস

টু–স্টেপ ভেরিফিকেশন প্রসেস


প্রসঙ্গত, ব্যবহারকারীরা গুগল অ্যাকাউন্টকে সুরক্ষিত করতে সার্চ ইঞ্জিন সংস্থা গুগলের তরফে নেওয়া হয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এখন থেকে ইউজারদের গুগল অ্যাকাউন্টে লগ ইন করার জন্য টু-স্টেপ অথেনটিকেশন সিকিউরিটি প্রসেসকে পেরিয়ে যেতে হবে। প্রসঙ্গত, 9 নভেম্বর থেকে গুগলের তরফে এই সিকিউরিটি প্রসেসকে বাধ্যতামূলক করা হয়েছে।

গুগলের তথ্য হ্যাকারদের হাতে না আসার জন্য

গুগলের তথ্য হ্যাকারদের হাতে না আসার জন্য

জানা গিয়েছে যে ইতিমধ্যে প্রায় ১৫০ মিলিয়ন ইউজারের গুগল অ্যাকাউন্টে লগ ইন করার ক্ষেত্রে অটোমেটিক টু-স্টেপ ভেরিফিকেশন প্রসেসকে চালু করেছে গুগল সংস্থা। প্রত্যেকটি ইউজারের ব্যাঙ্কিং ডিটেলস থেকে অন্যান্য সাইটের পাসওয়ার্ড সবই গুগল অ্যাকাউন্টে সেভ থাকে। এই সমস্ত তথ্য যাতে হ্যাকারের হাতে চলে না যায় তাই এই টু-স্টেপ ভেরিফিকেশন প্রসেসকে বাধ্যতামূলক করা হয়েছে।

English summary
if your Gmail has been hacked then check this way
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X