For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাম রহিমের পর সাজার দোরগোড়ায় বাবা রামপাল, কে তিনি, জেনে নিন পরিচয়

রাম রহিমের পর আর এক স্বঘোষিত গডম্যান বাবা রামপালের বিরুদ্ধে খুনের মামলায় রায় ঘোষণা করবে হরিয়ানার হিসার আদালত।

  • |
Google Oneindia Bengali News

গুরমিত রাম রহিমের পর আর এক স্বঘোষিত গডম্যান বাবা রামপালের বিরুদ্ধে খুনের মামলায় রায় ঘোষণা করবে হরিয়ানার হিসার আদালত। সোমবার রাম রহিমকে দুটি আলাদা ধর্ষণের মামলায় দশ বছর করে মোট ২০ বছরের সাজা ঘোষণা করেছে আদালত। এবার সেই হরিয়ানারই আর এক স্বঘোষিত বিতর্কিত গুরুর বিরুদ্ধে রায় ঘোষণা নিয়ে তুমুল উত্তেজনা শুরু হয়েছে। নিজেকে সন্ত কবীরের অবতার বলে দাবি করেন বাবা রামপাল। এভাবেই নিজের লাখো ভক্ত তৈরি করে হিসারে ডেরা বেঁধেছিলেন তিনি। এই স্বঘোষিত গডম্যানকে নিয়ে বিস্তারিত জেনে নিন একনজরে।

বাবা রামপাল

বাবা রামপাল

বাবা রামপালের বয়স ৬৭। তার স্ত্রী ও চার সন্তান রয়েছে। রামপালের বিরুদ্ধে ১১ বছর পুরনো একটি মামলা ঝুলে রয়েছে। অভিযোগ, রোহতকে তার সমর্থকেরা একটি গ্রামে প্রকাশ্যে গুলি চালায়। তাতে একজন খুন হন আহত হন বেশ কয়েকজন।

সমন অগ্রাহ্য করে গ্রেফতার

সমন অগ্রাহ্য করে গ্রেফতার

২০১৪ সাল থেকে জেলবন্দি হয়ে রয়েছেন বাবা রামপাল। তাকে বারবার সমন পাঠানোর পরও তিনি আদালতে হাজিরা দেননি। মোট ৪২ বার সমন অগ্রাহ্য করে ৪৩ বারের বার একই ঘটনা ঘটলে তাকে পুলিশ গ্রেফতার করে। তারপর থেকে জেলবন্দি রয়েছেন এই স্বঘোষিত ধর্মগুরু।

আশ্রমে তাণ্ডব

আশ্রমে তাণ্ডব

তিনবছর আগে তাকে গ্রেফতার করতে গেলে পুলিশের সঙ্গে স্থানীয়দের ব্যাপক সংঘর্ষ হয়। চণ্ডীগড় থেকে ২০০ কিলোমিটার দূরে হিসারের সতলোক আশ্রম রণক্ষেত্র হয়ে ওঠে। পুলিশ তাকে গ্রেফতার করতে গিয়েও বারবার বিফল হচ্ছিল। কারণ হাজার হাজার ভক্তকে এগিয়ে দিয়ে আশ্রমে লুকিয়ে ছিলেন রামপাল।

ভক্তদের মাঝে লুকিয়ে বাবা রামপাল

ভক্তদের মাঝে লুকিয়ে বাবা রামপাল

রামপালের গ্রেফতারি আটকাতে সতলোক আশ্রম ঘিরে ফেলেছিল ১৫ হাজারের বেশি বাবা রামপালের ভক্তরা। পুলিশকে কিছুতেই ভিতরে প্রবেশ করতে দেবে না বলে দাবি জানিয়েছিল। বাবা রামপালকে গ্রেফতার করতে গেলে অন্তত ১০ হাজার জনকে খুন করে তারপর রামপালের নাগাল পাওয়া যাবে বলে হুমকি দিয়েছিল ভক্তরা। তা নিয়েই প্রথমে বচসা ও পরে তাণ্ডব শুরু হয়।

অবশেষে পুলিশের নাগপাশে

অবশেষে পুলিশের নাগপাশে

পুলিশ ২০১৪ সালের ৫ নভেম্বর রামপালকে গ্রেফতার করতে যায়। তারপরই তার অনুগামীরা আম্বালা, পাঁচকুলা, চণ্ডীগড়ে রেল রোকো, রাস্তা রোকো অবরোধ শুরু করেন। ৯ তারিখ তাকে ফের গ্রেফতার করতে গেলে তাণ্ডব শুরু হয়। শেষপর্যন্ত ১৯ নভেম্বর ২০১৪-তে রামপালকে গ্রেফতার করে পুলিশ।

রামপালের বিরুদ্ধে অভিযোগ

রামপালের বিরুদ্ধে অভিযোগ

রামপালকে গ্রেফতারির সঙ্গে সঙ্গে তার ৪৯২ জন অনুগামীকেও পুলিশ গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা, খুন, খুনের চেষ্টা, ষড়যন্ত্র, বেআইনি উপায়ে অস্ত্র রাখা সহ একাধিক অভিযোগ আনা হয়।

English summary
After Ram Rahim, verdict for another Haryana 'Godman' baba Rampal, know who he is in details
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X