For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৩৭-এ সুনীল, বন্ধুর সঙ্গে দিল্লির স্ট্রিট ফুডের স্মৃতিচারণে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিরাট

৩৭-এ সুনীল, বন্ধুর সঙ্গে দিল্লির স্ট্রিট ফুডের স্মৃতিচারণে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিরাট

  • |
Google Oneindia Bengali News

ভারতীয় ফুটবল দলের অধিনায়ক ৩৭ বছর পূর্ণ করলেন। দেশের ফুটবলকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়া রথীকে শুভেচ্ছা ও অভিনন্দনের বন্যায় ভাসিয়ে দিচ্ছেন নেটিজেনরা। সেসবের মধ্যে টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির অভিনন্দন বার্তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে বন্ধু সুনীলের সঙ্গে একত্রে দিল্লির স্ট্রিট ফুড খাওয়ার স্মৃতিচারণ করেছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। যার জবাব দিয়েছেন সুনীলও। প্রিয় বন্ধুকে অধিনায়ক বলেও সম্বোধন করেছেন কোহলি।

বিরাট কোহলির টুইট

৩৭ বছর পূর্ণ করা সুনীল ছেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বিরাট কোহলি। বিশেষ দিনে প্রিয় বন্ধুকে 'স্কিপ' বলে সম্বোধন করেছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। ভারতীয় ফুটবল দলের অধিনায়ক তাঁর কেরিয়ারে আরও সাফল্য পান, সে প্রার্থনাও করেছেন বিরাট। একই সঙ্গে বন্ধু সুনীল ছেত্রীর সঙ্গে দিল্লির রাস্তায় ঘুরে খাবার খাওয়ার দুর্দান্ত স্মৃতি রোমন্থন করেছেন ভিকে। সুনীলের সঙ্গে তাঁর বন্ধুত্বের প্রবাহমানতা নিয়েও আত্মবিশ্বাসী বিরাট।

জবাব দিয়েছেন ছেত্রী

বিরাট কোহলির দুর্দান্ত টুইটের জবাব দিয়েছেন সুনীল ছেত্রী। লিখেছেন, তাঁর ও ভারতীয় ক্রিকেট আইকনের বন্ধুত্বে তিনি গর্বিত। কোনও একদিন ঘুরতে ঘুরতে ফের দিল্লির ওই খাবারের দোকানগুলিতে ঢুঁ মারা যায় কিনা, তা নিয়ে বিরাটকে প্রস্তাবও দিয়েছেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক।

শুভেচ্ছার বন্যা

শুভেচ্ছার বন্যা

নিজের ৩৭তম জন্মদিনে শুভেচ্ছার বন্যায় ভাসলেন সুনীল ছেত্রী। ভারতীয় ফুটবল দলের সফল অধিনায়ককে অভিনন্দনে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। সুনীল ছেত্রীকে অধিনায়ক বলে সম্বোধন করেছেন কেউ কেউ। তাঁর সুযোগ্য নেতৃত্বে ভারতীয় ফুটবলে ফের স্বর্ণযুগ ফিরে এসেছে বলেও লিখেছেন কেউ কেউ। ভারতীয় ফুটবল দলের বর্তমান অধিনায়ককে লিজেন্ড বলেও সম্বোধন করেছে নেটিজেনদের একটা অংশ। দেশের ফুটবলকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়া সুনীল ছেত্রীকে ৩৭তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন ফুটবলাররাও।

ভারতীয় ফুটবল দলের শুভেচ্ছা

দেশকে বিবিধ সাফল্যের মুখ দেখানো সুনীল ছেত্রীকে ৩৭তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে ভারতীয় ফুটবল দল। বিশেষ দিনে দলের অধিনায়কের নজিরগুলি মানুষের সামনে তুলে ধরেছে ব্লু টাইগার্সরা।

ছেত্রীর নজির

ছেত্রীর নজির

ভারতকে ২০১৯ সালের এশিয়ান কাপে তুলতে সক্ষম হওয়া অধিনায়ক সুনীল ছেত্রী যে ভারতীয় ফুটবলের কিংবদন্তি, সে ব্যাপারে কোনও সন্দেহ নেই। ছেত্রীর সুযোগ্য নেতৃত্বে ভারত ২০২২ সালের কাতার বিশ্বকাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হলেও ২০২৩ সালের এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছে মেন ইন ব্লু। ভারতীয় ফুটবলের দলের মানসিকতা পরিবর্তনে বড় ভূমিকা নেন ছেত্রী। যিনি দেশের হয়ে ১১৮টি ম্যাচ খেলে ফেলেছেন। ভারতের ৭৪টি গোল করেছেন সুনীল। আন্তর্জাতিক প্রেক্ষাপটে গোল সংখ্যার নিরিখে আর্জেন্তাইন গ্রেট লিওনেল মেসির পরেই রয়েছেন ভারতীয় অধিনায়ক। ক্লান স্তরে ১৪০-এরও বেশ গোল করা সুনীল ছেত্রী দেশকে এখনও অনেক কিছু দিতে প্রস্তুত।

English summary
Virat Kohli shares Delhi's street food memories with Sunil Chhetri in a special day
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X