For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শেখ হাসিনার পদত্যাগের দাবিতে প্রতিবাদ বিএনপি, ঢাকা থেকে ভারত বাংলাদেশ ম্যাচ সরল চট্টগ্রামে

শেখ হাসিনার পদত্যাগের দাবিতে প্রতিবাদ বিএনপি, ঢাকা থেকে ভারত বাংলাদেশ ম্যাচ সরল চট্টগ্রামে

Google Oneindia Bengali News

বাংলাদেশে টেস্ট এবং একদিনের ম্যাচের সিরিজ খেলতে যাবে ভারত। তার আগেই বাধার মুখে পড়ল ম্যাচ। তাই বাধ্য হয়ে ম্যাচ অন্যত্র সরাতে হল বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। আগামী মাসে এই সিরিজের এই ম্যাচ হবার কথা ছিল। সেটারই বদলে গিয়েছে স্থান। জানা গিয়েছে সেখানে প্রতিবাদ চলছে। প্রতিবাদ ম্যাচ পণ্ড করে দিতে পারে। তাই সেখান থেকে ম্যাচ সরাচ্ছে বিসিবি।

উপকূলীয় শহরে ম্যাচ

উপকূলীয় শহরে ম্যাচ

ভারত বাংলাদেশে খেলতে পৌঁছাবে আগামী সপ্তাহেই। ১০ ডিসেম্বর ভারতীয় দল উপকূলীয় শহর চট্টগ্রামে পৌঁছে যাবে। এখানেই ম্যাচ সরে এসেছে। আসলে বাংলাদেশ ন্যাশনাল পার্টির প্রতিবাদ এরাতেই এই ম্যাচ অন্যত্র সরানো হচ্ছে। বলা হচ্ছে সহস্রাধিক মানুষ ওই দিন রাস্তায় নেমে প্রতিবাদ করতে পারে ঢাকাতে। তাই ম্যাচ সরছে।

শেখ হাসিনার পদত্যাগের দাবিতে

শেখ হাসিনার পদত্যাগের দাবিতে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে সরব হয়েছে এই পার্টি। গত এক মাস ধরে তাঁরা বিভিন্ন এমন পদযাত্রা থেকে শুরু করে প্রতিবাদ তাঁরা করছে তাঁদের সমর্থকদের নিয়ে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলছে যে, "চট্টগ্রামে আসলে একটা টেস্ট ম্যাচ হবার কথা ছিল। আমরা এখন মনে করছি সেখানে একটা একদিনের ম্যাচও দিলে ভালো হবে।" জালাল ইউনুস যিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশন চিফ তিনি এমনটাই বলেছেন।

বিষয়টি এড়াতে চাইছে বোর্ড

বিষয়টি এড়াতে চাইছে বোর্ড

এটা থেকে স্পষ্ট যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিএনপি'র প্রতিবাদের বিষয়টি এড়াতে চাইছে। তাঁরা বলতে চাইছে না যে ঠিক কী কারনে হঠাৎ ঢাকা থেকে সোজা চট্টগ্রামে চলে গেল ম্যাচ। তবে বোর্ডের বিশেষ সুত্র মারফত খবর মিলছে যে তাঁরা ওই যে প্রতিবাদ সভা সেটা এড়াতে চাইছেন তাই একদম শেষ মুহূর্তে এমন ম্যাচের স্থান পরিবর্তন হল।

নিউজিল্যান্ডে টি-২০ সিরিজে দারুণ পারফর্ম

নিউজিল্যান্ডে টি-২০ সিরিজে দারুণ পারফর্ম

এদিকে নিউজিল্যান্ডে টি-২০ সিরিজে দারুণ পারফর্ম করল ভারতীয় দল। জিতে নিল সিরিজ। হার্দিকের নতুন দল বলা চলে কিউইদের তাঁদের দেশে হেলায় হারিয়েছে। এই জয় বিশ্বকাপে হারের ব্যথায় কিছুটা মলম দিচ্ছে। রোহিত, বিরাটের মত মহাতারকা ছাড়া একদম নতুন প্রায় একটা দল, যার অধিনায়ক নতুন তাঁরা সেখানে গিয়ে বিপক্ষ পুরো দল নিয়ে খেলার পরেও সিরিজ জিতে আসছে বিষয়টা সহজ নয়। সেটা করে দেখিয়েছে হার্দিকের দল।
প্রথম ম্যাচ বৃষ্টিতে ধুয়ে যায়। দ্বিতীয় ম্যাচ নিউজিল্যান্ডকে হেলায় হারায় তাঁরা। তৃতীয় ম্যাচ ডিএলএস নিয়মে টাই হয়ে যায়। সিরিজ জিতে নেয় ভারত। এরপর আছে একদিনের ম্যাচের সিরিজ। তারপর বাংলাদেশ সফরে যাবে দল। সেখানে ফিরবেন মহাতারকারা।

হাঁটুর চোট সারেনি, বাংলাদেশেও যাওয়া হচ্ছে না রবীন্দ্র জাদেজার হাঁটুর চোট সারেনি, বাংলাদেশেও যাওয়া হচ্ছে না রবীন্দ্র জাদেজার

English summary
venue of india bangladesh mtach changed for bnp protest
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X