For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টি ২০ বিশ্বকাপে ভিলেন বৃষ্টি! মেলবোর্নে ধুয়ে গেল জোড়া ম্যাচ, চাপে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড

Google Oneindia Bengali News

টি ২০ বিশ্বকাপে আজ সুপার টুয়েলভের দুটি ম্যাচই বৃষ্টিতে ধুয়ে গেল। মেলবোর্নে কয়েক দিন ধরেই বৃষ্টি হচ্ছে। আজ এমসিজিতে প্রথম ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল আয়ারল্যান্ড ও আফগানিস্তানের। আফগানদের টানা দুটি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেল। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে খেলায় যারা হারত তাদের এবারের বিশ্বকাপ অভিযান শেষ হয়ে যেত। কিন্তু বৃষ্টি ও ভিজে আউটফিল্ডের জেরে পয়েন্ট ভাগাভাগি হতেই জটিল হয়ে গেল গ্রুপ ১-এর সমীকরণ।

গ্রুপ ১-এ কে কোথায়?

গ্রুপ ১-এর ম্যাচে কাল সিডনিতে নিউজিল্যান্ড খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। নিউজিল্যান্ড দুই ম্যাচ খেলে তিন পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে, তাদের নেট রান রেট ৪.৪৫০। ইংল্যান্ড ৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে উঠে এসেছে দুই নম্বরে। জস বাটলারের দলের নেট রান রেট ০.২৩৯। তিনে রয়েছে আয়ারল্যান্ড, তাদেরও রয়েছে ৩ পয়েন্ট, নেট রান রেট মাইনাস (-) ১.১৬৯। চারে অস্ট্রেলিয়া, তিন ম্যাচ খেল তাদেরও সংগ্রহে ৩ পয়েন্ট, নেট রান রেট মাইনাস (-) ১.৫৫৫। শ্রীলঙ্কা রয়েছে পাঁচে, ২ ম্যাচে তাদের রয়েছে ২ পয়েন্ট, নেট রান রেট ০.৪৫০। আফগানিস্তানের ম্যাচ আজ ভেস্তে যাওয়ায় তাদের বিদায় কার্যত নিশ্চিত হয়ে গেল। পয়েন্ট তালিকার শেষে তারা রয়েছে ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে, নেট রান রেট মাইনাস (-) ০.৬২০।

চাপ বাড়ল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের

অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সব ম্যাচ জিতলে ৭ পয়েন্ট অবধি পৌঁছাতে পারে। ইংল্যান্ডের কাজটা বেশ কঠিন। তাদের ম্যাচ বাকি মঙ্গলবার নিউজিল্যান্ড ও ৫ নভেম্বর শ্রীলঙ্কার বিরুদ্ধে। ব্রিসবেনে নিউজিল্যান্ড-ইংল্যান্ড ম্যাচে আবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অস্ট্রেলিয়ার ম্যাচ বাকি রয়েছে আয়ারল্যান্ড ও আফগানিস্তানের বিরুদ্ধে। কিন্তু সেমিফাইনালে ওঠার আশা জিইয়ে রাখতে নেট রান রেট অনেকটাই বাড়াতে হবে বিশ্বচ্যাম্পিয়নদের। সেক্ষেত্রে ইংল্যান্ড যদি বাকি দুটি ম্যাচে জিতে যায় তাহলে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে। নিউজিল্যান্ড যদি শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডকে হারিয়ে দেয় এবং ইংল্যান্ডের কাছে হেরেও যায় তাহলেও শেষ চারে জায়গা নিশ্চিত করে ফেলতে পারবে।

বিরক্তি ক্রিকেটপ্রেমীদের

টি ২০ বিশ্বকাপের ম্য়াচ দেখার অপেক্ষা যে ক্রিকেটপ্রেমীরা করছিলেন, নিশ্চিতভাবেই তাঁরা হতাশ হলেন। সম্প্রচারকারী চ্যানেলে পুরানো ম্যাচের হাইলাইটস দেখানো হতে থাকে এবং মাঝেমধ্যে লাইভ সম্প্রচার হলেও তা ক্রিকেটপ্রেমীদের কাছে সুখের খবর দিতে পারেনি। বিজ্ঞাপনগুলিও সম্প্রচার করা যায়নি, যার ফলে আর্থিকভাবেও ধাক্কা লেগেছে। অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ জানান, বোলারদের রান-আপ ও বৃত্তের অংশ এতটা ভিজে তিনি আগে কখনও দেখেননি। গত কয়েক সপ্তাহ ধরেই মেলবোর্নে ভালো পরিমাণ বৃষ্টি হচ্ছে। অজি ক্রিকেটপ্রেমীদের স্বস্তির খবর দিয়ে ফিঞ্চ জানান, করোনা আক্রান্ত হলেও আজ খেলার জন্য প্রস্তুত ছিলেন ম্য়াথু ওয়েড। আপাতত টুর্নামেন্টে টিকে থাকতে বাকি দুটি ম্যাচে জয়কেই পাখির চোখ করছে অজিরা। দুটি ম্যাচ জিতে শেষ চারের আশা উজ্জ্বল করতে চাইছেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার।

ভনের প্রশ্ন

আজকের ম্যাচ না হওয়ায় অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড শিবিরে হতাশা রয়েছে। অস্ট্রেলিয়ায় এখন বৃষ্টি হওয়াটাই স্বাভাবিক। আবহাওয়া দফতরের পূর্বাভাসও ছিল। এই পরিস্থিতিতে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন প্রশ্ন তুলেছেন, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড গুরুত্বপূর্ণ ম্যাচটি কেন ডকল্যান্ডস স্টেডিয়ামে ফেলা হলো না? মেলবোর্নের ওই স্টেডিয়ামে ছাদও রয়েছে। ফলে নিশ্চিতভাবেই বৃষ্টি হলেও সেখানে ম্যাচ আয়োজনে কোনও অসুবিধা হতো না বলেই দাবি ভনের। এমনকী শ্রীলঙ্কায় যেখানে গোটা মাঠ ঢেকে রাখা হয়, সেখানে ২ দিন ধরে এমসিজিতে তেমন কোনও পদক্ষেপ কেন করা হলো না, সে প্রশ্নও তোলেন ভন।

পাকিস্তান 'নকল বিন'-বিদ্ধ! টি ২০ বিশ্বকাপে জিম্বাবোয়ের কাছে হারতেই বদলার খোঁচাপাকিস্তান 'নকল বিন'-বিদ্ধ! টি ২০ বিশ্বকাপে জিম্বাবোয়ের কাছে হারতেই বদলার খোঁচা

English summary
T20 World Cup 2022: Ireland vs Afghanistan And Australia vs England Abandoned Due To Rain In Melbourne. Net Run Rate Will Be The Deciding Factor For The Teams To Reach Last Four From Group 1.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X