For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাপ্পি লাহিড়ির কোন গানে সরগরম ছিল ভারতের ড্রেসিংরুম? শোকবার্তায় জানালেন সচিন-হরভজন, মুহ্যমান ক্রীড়াক্ষেত্র

  • |
Google Oneindia Bengali News

সন্ধ্যা মুখোপাধ্যায় প্রয়াত হয়েছেন গতকাল সন্ধ্যায়। এরপর আজ সকালে জানা গেল বাপ্পি লাহিড়িও আর নেই। কয়েক দিনের ব্যবধানে চলে গেলেন ভারতীয় সংস্কৃতি জগতের তিন নক্ষত্র- লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায় ও বাপ্পি লাহিড়ি। শোকাহত বাংলা তথা ভারতের ক্রীড়াক্ষেত্রও। বাপ্পি লাহিড়ির প্রয়াণে সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন ক্রীড়া জগতের তারকারা।

বাপ্পি লাহিড়ির গানে সরগরম ছিল ভারতের ড্রেসিংরুম! শোকবার্তায় জানালেন তারকা স্পিনার, মুহ্যমান ক্রীড়াক্ষেত্র

মুম্বইয়ের সিটিকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বাপ্পি লাহিড়ি। ডা. দীপক নামযোশী জানিয়েছেন, মাসখানেক ধরে চিকিৎসা চলার পর গত সোমবার বাপ্পি লাহিড়িকে হাসপাতাল থেকে ছাড়া হয়েছিল। কিন্তু মঙ্গলবারই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। তাঁর পরিবারের তরফে চিকিৎসক পাঠানোর অনুরোধ করা হয়েছিল। এরপর তাঁকে ফের হাসপাতালে ভর্তিও করা হয়। তাঁর একাধিক শারীরিক সমস্যা ছিল। অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া বা ওএসএ-র কারণেই তিনি প্রয়াত হয়েছেন বলে দাবি চিকিৎসকদের।

শোকবার্তায় হরভজন সিং লিখেছেন, বাপ্পিদার প্রয়াণের খবর শুনে শোকাহত। তাঁর গান আমাদের ড্রেসিংরুমে সব সময় বাজতো পরিবার-পরিজন ও বন্ধুবান্ধবদের প্রতি সমবেদনা জানিয়েছেন ভাজ্জি। উল্লেখ্য, ভারতীয় দলের ক্রিকেটারদের নানা সময়ই দেখা গিয়েছেন কানে হেডফোন গুঁজে গান শুনতে। ম্যাচের চাপ কাটানোর অন্যতম সেরা কৌশলও এটি। সচিন তেন্ডুলকর থেকে যুবরাজ সিং, হরভজন সিংরা যেমন গান শুনতে ভালোবাসেন, তেমনই ব্যাট করতে নামার আগে বা ব্যাট করার সময় গুনগন করে বা শিস বাজিয়ে থাকতেন বীরেন্দ্র শেহওয়াগও। দলের জেতার পর সেলিব্রেশনেও জোরে গান বাজিয়ে নেচে আনন্দের বহিঃপ্রকাশ ঘটিয়েই থাকেন ক্রিকেটাররা।

সচিন তেন্ডুলকর শোকবার্তায় লিখেছেন, বাপ্পিদার মিউজিক আমি সব সময়ই উপভোগ করি। বিশেষ করে তাঁর ইয়াদ আ রহা হ্যায় আমাদের ড্রেসিংরুমেও বহুবার শুনেছি। তাঁর প্রতিভার বিস্তৃতি ছিল অসাধারণ। সচিন লিখেছেন, আপ হামেশা ইয়াদ রহোগে বাপ্পিদা!

যুবরাজ সিং টুইটে লেখেন, কিংবদন্তি বাপ্পি লাহিড়ির চলে যাওয়া খুবই দুঃখের খবর। তাঁর সৃষ্টি সব বয়সের মানুষেরই অত্যন্ত প্রিয়। তাঁর অসাধারণ মিউজিক কম্পোজিশনগুলির মধ্যে দিয়েই তিনি স্মরণীয় হয়ে থাকবেন। বাপ্পি লাহিড়ির পরিবার-পরিজনদের সমবেদনা জানান যুবি।

বাপ্পি লাহিড়ির প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই ক্রিকেটারদের মধ্যে প্রথম টুইটটি করেন প্রাক্তন ভারত অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন। তিনি শোকবার্তায় লেখেন, বাপ্পি লাহিড়ির প্রয়াণের খবর জেনে গভীর শোকাহত। সংগীত জগতের নক্ষত্ররা একের পর এক চলে যাচ্ছেন। বাপ্পি লাহিড়ির প্রয়াণে শোকাহত কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরও।

English summary
Sports Fraternity Including Yuvraj Singh, Mohammed Azharuddin, Harbhajan Singh Condoles The Demise Of Bappi Lahiri. Veteran Singer-Composer Bappi Lahiri Passed Away At The Age Of 69 In Mumbai.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X