For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুম্বই ইন্ডিয়ান্সের এই ফ্রাঞ্চাইজির নতুন কোচ নির্বাচিত হলেন নাইট রাইডার্সের প্রাক্তন বস

মুম্বই ইন্ডিয়ান্সের এই ফ্রাঞ্চাইজির নতুন কোচ নির্বাচিত হলেন নাইট রাইডার্সের প্রাক্তন বস

Google Oneindia Bengali News

মুম্বই ইন্ডিয়ান্স কেপ টাউনের নতুন কোচ নির্বাচিত হলেন সাইমন ক্যাটিচ। ১৯ সেপ্টেম্বর কেপ টাউনে হতে চলেছে দক্ষিণ আফ্রিকা টি-২০'র প্রথম সংস্করণের জন্য নিলাম, তার আগে নতুন কোচিং স্টাফের ঘোষণা করে ঘর গুছিয়ে নেওয়ার কাজ শুর করে দিল মুম্বইয়ের দলটি।

এমআই কেপটাউনের প্রধান কোচ সাইমন ক্যাটিচ:

এমআই কেপ টাউনের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পাল করবেন সাইমন ক্যাটিচ। দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের অন্যতম তারকা হাসিম আমলাও যুক্ত হয়েছেন এই দলের সঙ্গে। প্রাক্তন প্রোটিয়া ক্রিকেটারকে এমআই কেপ টাউনের ব্যাটিং কোচ হিসেবে দেখা যাবে। দীর্ঘ অভিজ্ঞতা সমপন্ন ক্যাটিচের আগমণে মুম্বই ইন্ডিয়ান্সের দক্ষিণ আফ্রিকা নির্ভর ফ্রাঞ্চাইজিটি যে অনেকটা শক্তিশালী হল তা অনুমেয়। অপর দিকে, আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুত ২০০০, ৩০০০, ৪০০০, ৫০০০ এবং ৬০০০ রান সংগ্রহী হওয়ার রেকর্ড রয়েছে হাসিম আমলার দখলে।

কলকাতা নাইট রাইডার্সের কোচ ছিলেন সাইমন ক্যাটিচ:

কলকাতা নাইট রাইডার্সের কোচ ছিলেন সাইমন ক্যাটিচ:

খেলোয়াড় জীবনে অস্ট্রেলিয়ার জার্সিতে অন্যতম তারকা ক্রিকেটার হয়ে ওঠা সাইমন ক্যাটিচ ফ্রাঞ্চাইজি ক্রিকেটে নতুন নন। আইপিএল-এ অতীতে খেলার পাশাপাশি কোচিং-এর দায়িত্বও সামলেছেন। ২০০৮-২০০৯ কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে খেলেছিলেন সাইমন। তবে, আইপিএল-এর সঙ্গে বেশিটা তিনি যুক্ত ছিলেন কোচ হিসেবেই। ২০১৫ সালের অক্টোবর মাসে কলকাতা নাইট রাইডার্সের সহকারী কোচ হিসেবে নিযুক্ত হন তিনি। ২০১৯ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রধান কোচ হিসেবে নির্বাচিত হন ক্যাটিচ। আইপিএল ২০২২-এর জন্য সাইমন ক্যাটিচকে সহকারী কোচ হিসেবে নিযুক্ত করে অপর আইপিএল ফ্রাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদ।

ফিল্ডিং কোচের ভূমিকায় জেমস পামেন্ট:

ফিল্ডিং কোচের ভূমিকায় জেমস পামেন্ট:

নিউজিল্যান্ডের প্রাক্তন ব্যাটসম্যান জেমস পামেন্টকে ফিল্ডিং কোচ হিসেবে নিযুক্ত করেছে এমআই কেপ টাউন। দলের ম্যানেজার হিসেবে নিযুক্ত করা হয়েছে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার এবং ঘরোয়া ক্রিকেটে কোচিং করানো রবিন পিটারসনকে। ৪৩ বঠর বয়সী রবিন ২০১২ সালে আইপিএল-এ খেলেছেন মুম্বই ইন্ডিয়ান্সের জার্সি পরে। ফলে এটা অনেকটা তাঁর কাছে ঘরে ফেরার মতো। অপর দিকে, এমআই কেপটাউনের ফিল্ডিং কোচ হিসেবে নিযুক্ত হলেও পামেন্ট মুম্বই ইন্ডিয়ান্সের মূল দলেরও ফিল্ডিং কোচ এবং সেই দায়িত্বও তিনি পালন করবেন।

এমআই কেপটাউনের প্রধান কোচ নির্বাচিত হওয়ার পর ক্যাটিচের প্রতিক্রিয়া:

এমআই কেপ টাউনের নয়া কোচ নির্বাচিত হওয়ার পর সাইমন ক্যাটিচ বলেছেন, "এমআই কেপ টাউনের প্রধান কোচ হওয়ার প্রস্তাব পাওয়াটা অত্যন্ত সম্মানের। একটা নতুন দলকে একত্রিত করা, দলের দক্ষতা বাড়ানো এবং দলের মধ্যে একটা সংস্কৃতি গড়ে তোলাটা সব সময়ই বিশেষ। এমআই-এর মূল্যবোধকে হৃদয়ে রেখে এমআই কেপটাউনকে এমন একটা দল হিসেবে তুলে আনার দিকে নজর রয়েছে আমার যেখানে স্থানীয় প্রতিভাকে কাজে লাগানো যায়।"

টি ২০ বিশ্বকাপে বিরাটের ভূমিকা নিয়ে একমত শ্রীকান্ত ও পাঠান, বেছে নিলেন ভারতের সম্ভাব্য একাদশটি ২০ বিশ্বকাপে বিরাটের ভূমিকা নিয়ে একমত শ্রীকান্ত ও পাঠান, বেছে নিলেন ভারতের সম্ভাব্য একাদশ

English summary
Simon Katich appointed as new coach of MI Cape Town. The team based in Cape Town announced the name of other supporting staffs as well.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X