For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অভিষেকেই ইতিহাস তৈরি শ্রেয়সের! প্রথম ভারতীয় হিসেবে যে অন্য কীর্তি গড়লেন তিনি

অভিষেক টেস্টে শতরানের পর দ্বিতীয় ইনিংসে অর্ধশতরান শ্রেয়াসের, প্রথম ভারতীয় হিসেবে কীর্তি

Google Oneindia Bengali News

জীবনের প্রথম টেস্ট খেলতে নেমেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়ে প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। সেখানেই থেমে থাকলেন না শ্রেয়াস আইয়ার, অভিষেক টেস্টেই আরও এক অনন্য কীর্তি গড়ে ফেললেন তিনি। শ্রেয়াস আইয়ারই হলেন প্রথম ভারতীয় ক্রিকেটার যিনি জীবনের প্রথম টেস্টে প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফ সেঞ্চুরি করে ইতিহাস তৈরি করলেন।

অভিষেক টেস্টে শতরানের পর দ্বিতীয় ইনিংসে অর্ধশতরান শ্রেয়াসের, প্রথম ভারতীয় হিসেবে কীর্তি

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের চতুর্থ দিনে এমনই অনন্য কীর্তি গড়লেন ভারতের এই নতুন তারকা ব্যাটসম্যান। অভিষেক টেস্টে প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন তিনি। আর দ্বিতীয় ইনিংসে করেন ৬৫ রান। চা বিরতির ঠিক আগে তিনি আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। এই ইনিংসেও দাপটের সঙ্গে সেঞ্চুরির দিকে হাঁটছিলেন তিনি। কিন্তু তাঁর ইনিংস থেমে গেল ৬৫-তেই। চা বিরতিতে ভারতের রান ১৬৭ সাত উইকেটে। বারত এখন পর্যন্ত ২১৭ রানে এগিয়ে। এদিন ব্যাটিং বিপ্রযয়ের পর রবিচন্দ্রন অশ্বিন ও ঋদ্ধিমান সাহাকে সঙ্গে নিয়ে দুটি হাফ সেঞ্চুরি পার্টনারশিপ করেন শ্রেয়াস আইয়ার। ভারতকে টেস্টে কম্যান্ডিং পজিশনে নিয়ে যান তাঁরা।

২৬ বছর বয়সী শ্রেয়াস আইয়ার রবিবার ইতিহাস রচনা করেন। তিনি প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি হাঁকান এবং টেস্ট অভিষেকে অর্ধশতক হাঁকান। কানপুরে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে ১ম টেস্টের উভয় ইনিংসেই ভারতকে সমস্যা থেকে রক্ষা করে আইয়ার তাঁর মানসিক শক্তি এবং চরিত্র প্রদর্শনের পাশাপাশি অনন্য কীর্তি স্থাপন করলেন।

শ্রেয়াস আইয়ার এদিন ভারতের দ্বিতীয় ইনিংসে দুই ওপেনার, অজিঙ্কা রাহানে, চেতেশ্বর পূজারা এবং রবীন্দ্র জাদেজা আউট হয়ে ফিরে যাওয়ার পর বুক চিতিয়ে লড়াই করেন অশ্বিন ও সাহাকে নিয়ে। আইয়ার অশ্বিনের সাথে 52 রানের এবং উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহার সঙ্গে আরও একটি ৫০ রানের পার্টনারশিপ তৈরি করেন।

আইয়ার পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে সামগ্রিকভাবে দশম ব্যাটার হয়েছেন যিনি টেস্ট অভিষেকে একশ ও পঞ্চাশ হাঁকিয়েছেন। সুনীল গাভাসকার এবং দিলাওয়ার হুসেনের পর আইয়ার তৃতীয় ভারতীয় হিসেবে অভিষেকের টেস্ট ইনিংসেই পঞ্চাশের বেশি স্কোর করেছেন।

টেস্ট অভিষেকে ভারতীয়দের মধ্যে দুই ইনিংসেই পঞ্চাশের বেশি স্কোর রয়েছে তিনজনের। তার মধ্যে এদিন নিউজিল্যান্ডের বিরুদ্ধে কানপুরে শ্রেয়াস আইয়ারের ১০৫ এবং ৬৫। তার আগে ১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পোর্ট অফ স্পেনে সুনীল গাভাসকারের ৬৫ এবং ৬৭ অপরাজিত। আর তৃতীয় জন হলেন দিলওয়ার হুসেন। তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে কলকাতায় ৫৯ এবং ৫৭ রান করেন।

কংগ্রেসে যোগ দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই ডিগবাজি, তৃণমূলে ফিরে কী বললেন পার্থকংগ্রেসে যোগ দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই ডিগবাজি, তৃণমূলে ফিরে কী বললেন পার্থ

তবে কোনও ভারতীয়েরই অভিষেক টেস্টে ১০০ রানের পর ৫০ রানের ইনিংস নেই। অভিষেক টেস্টে সেঞ্চুরি করেছেন এমন অনেকেই রয়েছেন। কিন্তু কেউই দ্বিতীয় ইনিংসে ৫০ করেননি। বা দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করলেও প্রথম ইনিংসে ৫০ করেননি। একমাত্র কে এস রঞ্জিত সিংজির এই কীর্তি রয়েছে। তবে তিনি ইংল্যান্ডের হয়ে ১৮৯৬ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে ৬২ ও দ্বিতীয় ইনিংসে ১৫৪ রানের ইনিংস খেলেন। আর ভারতের হয়ে অভিষেক টেস্টে বেশি রানে সবার উপরে রয়েছেন শিখর ধাওয়ান ১৮৭ এবং রোহিত শর্মা ১৭৭। শিখর ও রোহিত উভয়কেই সেকেন্ড ইনিংসে নামতে হয়নি ক্রিজে।

English summary
Shreyas Iyer achieves a record in debut test as Indian Cricketer against New Zealand
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X