For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ICC WTC Final: প্রথম ইনিংসে ভারতের চেয়ে এগিয়ে গেল নিউজিল্যান্ড, শামির ৪ উইকেট

Google Oneindia Bengali News

কেন উইলিয়ামসনের লড়াকু ইনিংসে ভর করে সাউদাম্পটনে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পঞ্চম দিনে প্রথম ইনিংসে ভারতের চেয়ে এগিয়ে গেল নিউজিল্যান্ড। চা বিরতির আগে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় ২৪৯ রানে। লিড ৩২ রানের। চা বিরতির পর রোদ উঠেছে সাউদাম্পটনে। এই পরিবেশে ব্যাটিং করা ভারতের পক্ষে সুবিধাজনক হবে বলেই মনে করা হচ্ছে।

জোর টক্কর প্রথম সেশনে

জোর টক্কর প্রথম সেশনে

নিউজিল্যান্ডের রান তৃতীয় দিনের শেষে ৪৯ ওভারে ছিল ২ উইকেটে ১০১। চতুর্থ দিন একটি বলও খেলা হয়নি। আজ প্রথম ঘণ্টায় নিউজিল্যান্ডের কোনও উইকেট ফেলতে পারেনি ভারত। জসপ্রীত বুমরাহ এদিন দাগ কাটতে ব্যর্থ। ২৬ ওভারে ৯টি মেডেন-সহ ৫৭ রান দিলেও একটিও উইকেট পাননি। প্রথম সেশনে ভারত তিনটি উইকেট পায় মহম্মদ শামি ও ইশান্ত শর্মার দাপটে। রস টেলরকে ১১ রানে ফেরান শামি। কভার ড্রাইভ মারতে গিয়েছিলেন, ঝাঁপিয়ে পড়ে শূন্যে বল তালুবন্দি করে দর্শনীয় ক্যাচ ধরেন শুভমান গিল। হেনরি নিকোলসকে আউট করেন ইশান্ত শর্মা, স্লিপে ভালো ক্যাচ ধরেন রোহিত শর্মা। নিকোলস করেন সাত। এরপর বিজে ওয়াটলিং ১ রানে ক্লিন বোল্ড হন মহম্মদ শামির বলে। মধ্যাহ্নভোজের বিরতিতে নিউজিল্যান্ডের স্কোর ছিল ৫ উইকেটে ১৩৫।

নিয়ন্ত্রিত বোলিং ভারতের

নিয়ন্ত্রিত বোলিং ভারতের

দ্বিতীয় সেশনেও ভারতীয় পেসাররা নিউজিল্যান্ডের উপর চাপ বজায় রাখতে থাকেন। ১৬২ রানের মাথায় ষষ্ঠ উইকেট পড়ে কিউইদের। শামির আরও একটি মাপা বলে লেগ বিফোর হন কলিন ডি গ্র্যান্ডহোম। তিনি করেন ৩০ বলে ১৩। উইকেট পড়তে থাকায় রোদ ওঠার সুযোগ নিয়ে রান তোলার গতি তুলনায় বাড়াতে থাকে নিউজিল্যান্ড। ১৬ বলে ২১ রান করে বাউন্ডারি লাইনের ধারে জসপ্রীত বুমরাহ-র হাতে ক্যাচ দেন কাইল জেমিসন। আগের বলে ছক্কা হাঁকিয়েছিলেন, পরের বাউন্সার আর বাউন্ডারির বাইরে পাঠাতে পারেননি। টিম সাউদিকে নিয়ে এরপর দলকে লিড পাইয়ে দেন কেন উইলিয়ামসন।

নিউজিল্যান্ডের লিড

নিউজিল্যান্ডের লিড

মধ্য়াহ্নভোজের বিরতিতে ১১২ বলে ১৯ রান করে অপরাজিত ছিলেন কেন উইলিয়ামসন। তিনি যখন ইশান্ত শর্মার বলে কোহলির হাতে ক্যাচ দিয়ে ফিরলেন তখন নিউজিল্যান্ড এগিয়ে চার রানে। ১৭৭ বলে ৪৯ রান করে আউট হন কিউয়ি অধিনায়ক। এরপর লিড বাড়াতে থাকেন টিম সাউদি। দলের ২৩৬ রানের মাথায় রবিচন্দ্রন অশ্বিনের বলে আউট ঘোষিত হওয়ার সঙ্গে সঙ্গে রিভিউ নেন। দেখা যায় বল সাউদির ব্যাটেও লাগেনি, উইকেটেও লাগছে না। ফলে জীবন পান তিনি। অক্সিজেন পায় কিউয়িরা। শূন্য রানে নিল ওয়াগনারকে ফেরান রবিচন্দ্রন অশ্বিন। একটি চার ও দুটি ছক্কার সাহায্যে ৪৬ বলে ৩০ রান করে সাউদি রবীন্দ্র জাদেজার শিকার হন। ভারতের কেউ একটিও ছক্কা না মারতে পারলেও কিউয়িরা তিনটি ছক্কা মারেন। সাউদি ছাড়াও একমাত্র ছক্কাটি আসে জেমিসনের ব্য়াট থেকে।

সফলতম শামি

সফলতম শামি

ভারতের সফলতম বোলার মহম্মদ শামি। ২৬ ওভারে ৮টি মেডেন-সহ ৭৬ রানের বিনিময়ে ৪ উইকেট নিলেন। ইশান্ত শর্মা ২৫ ওভারে ৯টি মেডেন-সহ ৪৮ রানের বিনিময়ে ৩টি উইকেট নিয়েছেন। অশ্বিন নিয়েছেন ২৮ রানে দুই উইকেট। ভারতীয় বোলাররা আজ দারুণ লেংথে বোলিং করাতেই নিউজিল্যান্ড সহজে রান তুলতে পারেনি।

বিরাট প্রশংসিত

বিরাট প্রশংসিত

একইসঙ্গে উল্লেখ্য ভারতের ফিল্ডিং, বিশেষ করে ক্যাচ ধরা। বিরাট কোহলির অধিনায়কত্বও প্রশংসিত হচ্ছে। প্রথম সেশনে তিনি তিনটি বোলিং পরিবর্তন করেছেন, তিনবারই তিন বলের মধ্যেই পড়েছে গুরুত্বপূর্ণ উইকেট। ফিল্ড প্লেসিংয়েও আজ অসামান্য দক্ষতা দেখিয়েছেন কিং কোহলি। যাঁর অধিনায়কত্ব দেখে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসের হুসেন বলেছেন, বিরাট কোহলিই হতে চলেছেন একবিংশ শতকের সেরা অধিনায়ক।

English summary
Shami Picks Four Wickets And Ishant Three As New Zealand Take First Innings Lead In ICC WTC Final. New Zealand All Out For 249 Taking 32 Runs Lead.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X