For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হার্দিকের মতো একটা ফিনিশর নেই আক্ষেপ আফ্রিদি'র

হার্দিকের মতো একটা ফিনিশর নেই আক্ষেপ আফ্রিদি'র

Google Oneindia Bengali News

হার্দিক পান্ডিয়ার মতো পাকিস্তানের কোনও ফিনিশার না থাকায় আক্ষেপ প্রকাশ করলেন পাক ক্রিকেটের কিংবদন্তি শাহিদ আফ্রিদি। সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হার্দিক পান্ডিয়া। দেশের হয়ে এখনও পর্যন্ত ৭৩টি টি-২০ ম্যাচে ৯৮৯ রান করেছেন তিনি। ২৫.৪ গড়ে তাঁর স্ট্রাইক রেট ১৪৮.৫। বল হাতেও যথেষ্ট কার্যকরী এই বোলার। ৫৮টি উইকেট তিনি সংগ্রহ করেছেন।

হার্দিকের মতো একটা ফিনিশর নেই আক্ষেপ আফ্রিদির

পাকিস্তানের একটি বেসরকারি টেলিভিশনে আফ্রিদির কাছতে জানতে চাওয়া হয়, আফ্রিদি কি মনে করেন পাকিস্তানে এমন কোনও ক্রিকেটার রয়েছে যে হার্দিক পান্ডিয়ার মতো ভূমিকা পালন করতে পারেন? জাবাবে আফ্রিদি বলেন, "আমাদের (হার্দিক পান্ডিয়ার মতো) ফিনিশার নেই। আমরা ভেবেছিলাম আসিফ আলি এবং খুশদিল এই কাজটা করতে পারবে কিন্তু ওরা পারেনি। নাওয়াজ ধারাবাহিক নয়, শাদাবও নয়। এই চার জনের মধ্যে অন্তত দুই জনকে ধারাবাহিকতার সঙ্গে খেলতে হবে। যে সময়টা শাবাদ বোলিং করে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বল হাতে ও যেদিন ঝলসে ওঠে সে দিন পাকিস্তান জেতে।"

আসন্ন টি-২০ বিশ্বকাপ জিততে হলে মারাত্মক উন্নতি করতে হবে মেন ইন গ্রিন'কে জানিয়েছেন আফ্রিদি। তাঁর কথায়, "এখন যেই ধরনের পিচে আমরা খেলছি সেখানে দুই জন প্রকৃত অর্থেই ফাস্ট বোলার এবং এক জন অলরাউন্ডার প্রয়োজন। জামাল নামের যে নতুন ছেলেটাকে আমরা দলে নিয়েছি, কেন খেলাচ্ছি না ওকে? ওকে অলরাউন্ডার হিসেবে খেলাও। বোলিং করাও এবং তার পর ব্যাটিং করতে পাঠাও। বোঝা যাবে ও কী ধরনের ক্রিকেটার। পাকিস্তান যদি বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখে থাকে তা হলে নিজেদের ব্যাটিং এবং বোলিং-এর উপর খাটতে হবে দলকে। ভুল যতটা সম্ভব কমিয়ে আনতে হবে যা ধারাবাহিক ভাবে বিগত কিছু মাসে ওরা করে চলেছে।"

প্রিয় ঝুলনের উদ্দেশ্যে আবেগপূর্ণ বিদায় বার্তা লিখলেন মিতালি রাজপ্রিয় ঝুলনের উদ্দেশ্যে আবেগপূর্ণ বিদায় বার্তা লিখলেন মিতালি রাজ

২৩ অক্টোবর ভারতের বিরুদ্ধে ম্যাচ দিয়ে টি-২০ বিশ্বকাপ অভিযান শুরু করবে পাকিস্তান। গত বছর বিশ্বকাপে ভারতকে পর্যুদস্ত করেছিল পাক দল। এ বারের এশিয়া কাপে প্রথম ম্যাচে ভারতের কাছে হারলেও দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে পাক বাহিনী।

English summary
Shahid Afridi said Pakistan do not have finisher like Hardik Pandya. He also uttered if Pakistan wants to win world cup then they have to make drastic improvement in batting and bowling, minimalize errors.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X