
IPL Auction: স্যাম কারান-সহ ২১ ক্রিকেটারের সবচেয়ে বেশি বেস প্রাইস, ভারতীয়দের মধ্যে এগিয়ে কারা?
আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর কোচিতে। নিলামে নাম লিখিয়েছেন ৯৯১ জন ক্রিকেটার। যদিও সর্বাধিক ৮৭ জন ক্রিকেটার ১০টি দলে ঠাঁই পেতে পারেন। বিসিসিআই সূত্রে জানা গিয়েছে ২১ জন ক্রিকেটার ২ কোটির বেস প্রাইস নিয়ে শুরু করবেন। যদিও সেই তালিকায় নেই কোনও ভারতীয়।

কারান-সহ ২১ জন ২ কোটির বেস প্রাইসে
এবারের টি ২০ বিশ্বকাপে ফাইনালের সেরা এবং প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের পুরস্কার পেয়েছেন স্যাম কারান। ইংল্যান্ডের এই ক্রিকেটারের বেস প্রাইস ২ কোটি টাকা। এই তালিকায় নাম রয়েছে ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকস, অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিন, নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন, ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক নিকোলাস পুরাণ।

১ কোটি বেস প্রাইস ময়াঙ্কের
এই প্রথম কোনও ভারতীয় ক্রিকেটার ২ কোটির বেস প্রাইসের তালিকায় নেই। অজিঙ্ক রাহানে আইপিএলের মেগা নিলামে কলকাতা নাইট রাইডার্স নিয়েছিল ১ কোটি টাকায়, এবার তাঁর বেস প্রাইস ৫০ লক্ষ টাকা। ইশান্ত শর্মা গত আইপিএলে দলই পাননি, এবারের মিনি অকশনে তাঁর বেস প্রাইস ৭৫ লক্ষ টাকা ময়াঙ্ক আগরওয়ালকে প্রথমে অধিনায়কত্ব থেকে সরিয়ে দিয়ে দল থেকেও ছেঁটে ফেলেছে পাঞ্জাব কিংস। লোকেশ রাহুল পাঞ্জাবের ফ্র্যাঞ্চাইজি ছাড়ার পর ময়াঙ্ককে অধিনায়ক করা হয়েছিল। আইপিএলে হতাশাজনক পারফরম্যান্সের জেরে পাঞ্জাব কিংস প্লে অফে যেতে পারেনি। এবারের মিনি অকশনে ময়াঙ্কের বেস প্রাইস ১ কোটি। গত মরশুমে তাঁকে ১৪ কোটি টাকায় ধরে রেখেছিল পাঞ্জাব কিংস। এবারের বিজয় হাজারে ট্রফিতে সর্বাধিক উইকেট নিয়ে সৌরাষ্ট্রকে ফাইনালে তোলা জয়দেব উনাদকাটের বেস প্রাইস ৫০ লক্ষ টাকা। তাঁকে ১.৩ কোটিতে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স, ছেড়েও দিয়েছে।

চমক দিতে পারেন অলরাউন্ডাররা
আইপিএল নিলাম শুরু হয় মার্কি সেট দিয়ে। মনে করা হচ্ছে, কারান, স্টোকস, উইলিয়ামসন, পুরাণ ও ময়াঙ্কের নাম থাকবে এই সেটটিতে। সব ধরনের নিলামে নজর থাকে অলরাউন্ডারদের দিকে। তাঁদের দরও বাড়তে থাকে। কারান, স্টোকসের পাশাপাশি এবারের নিলামে চমকপ্রদ দর পেতে পারেন ক্যামেরন গ্রিন। তিনি এখনও একবারও আইপিএল খেলেননি। ২০২১ সালে কারান ছিলেন চেন্নাই সুপার কিংসে, ৫.৫ কোটি টাকায় তাঁকে নিয়েছিল সিএসকে। কিন্তু লোয়ার ব্যাক ফ্র্যাকচারের কারণে তিনি টি ২০ বিশ্বকাপ-সহ অনেক সিরিজ বা টুর্নামেন্টে খেলতে পারেননি। কারানকে নিতে এবার ঝাঁপাতে পারে চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ ও পাঞ্জাব কিংস। ২০১৮ সালে বেন স্টোকসকে ১২.৫ কোটি টাকায় নিয়েছিল রাজস্থান রয়্যালস। পরের তিন বছর রেখে দেয়। এবারের আইপিএলে স্টোকস খেলেননি।

যাঁরা খেলছেন না
ডোয়েইন ব্র্যাভো, কায়রন পোলার্ডরা আইপিএলে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। অস্ট্রেলিয়ার যে ৫৭ জন ক্রিকেটার আইপিএল নিলামে নাম লিখিয়েছেন তাঁদের মধ্যে নেই স্টিভ স্মিথ, মার্নাস লাবুশানে। অস্ট্রেলিয়ার টেস্ট ও ওডিআই ক্যাপ্টেন প্যাট কামিন্সও সরে দাঁড়িয়েছেন আইপিএল থেকে। মনে করা হচ্ছে, জুনের ১৬ তারিখ থেকে শুরু হতে চলা অ্যাশেজের প্রস্তুতি নিতেই তাঁদের এই সিদ্ধান্ত।

বেস প্রাইস একনজরে
২ কোটি টাকা বেস প্রাইস যাঁদের: নাথান কুল্টার-নাইল, ক্যামেরন গ্রিন, ট্রেভিস হেড, ক্রিস লিন, টম ব্যান্টন, স্যাম কারান, ক্রিস জর্ডন, টাইমাল মিলস, জেমি ওভার্টন, ক্রেগ ওভার্টন, আদিল রশিদ, ফিল সল্ট, বেন স্টোকস, অ্যাডাম মিলনে, জিমি নিশাম, কেন উইলিয়ামসন, রাইলি রুসো, রাসি ভ্যান ডার ডুসেন, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, নিকোলাস পুরাণ, জেসন হোল্ডার।
দেড় কোটি টাকা বেস প্রাইস যাঁদের: শন অ্যাবট, রাইলি মেয়ারডিথ, ঝাই রিচার্ডসন, অ্যাডাম জাম্পা, শাকিব আল হাসান, হ্যারি ব্রুক, উইল জ্যাকস, ডেভিড মালান, জেসন রয়, শেরফান রাদারফোর্ড।
১ কোটি টাকা বেস প্রাইস যাঁদের: ময়াঙ্ক আগরওয়াল, কেদার যাদব, মণীশ পাণ্ডে, মহম্মদ নবি, মুজিব উর রহমান, মোজেস হেনরিকেস, অ্যান্ড্রু টাই, জো রুট, লুক উড, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, মার্টিন গাপটিল, কাইল জেমিসন, ম্যাট হেনরি, টম লাথাম, ড্যারিল মিচেল, হেইনরিখ ক্লাসেন, তাবরেজ শামসি, কুশল পেরেরা, রস্টন চেজ, রাখিম কর্নওয়াল, শাই হোপ, আকিল হোসেন, ডেভিড উইসে।