For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2021: দুবাই পৌঁছে বিরাট বার্তা কোহলির, আরসিবি-র প্রস্তুতি ম্যাচে ছন্দে এবি

  • |
Google Oneindia Bengali News

আইপিএলের কারণেই ম্যাঞ্চেস্টার টেস্ট পিছিয়ে দেওয়া হয়েছে এখনও সরব ইংল্যান্ডের প্রাক্তনরা। ডেভিড গাওয়ার চাঞ্চল্যকর দাবি করেছেন, টেস্ট বাতিল ঘোষণার আগেই বিরাট কোহলি নাকি বিসিসিআইকে একটি মেল পাঠিয়েছিলেন। এর সত্যতা জানা না গেলেও পঞ্চম টেস্ট খেলতে ভারতীয় ক্রিকেটাররা যে রাজি ছিলেন না সেটা স্পষ্ট। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অধিনায়ক বিরাট কোহলি নিজেও টেস্ট বাতিলকে দুর্ভাগ্যজনক বলেছেন।

 দুবাই পৌঁছে বিরাট বার্তা কোহলির

প্রথমে ঠিক ছিল ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের শেষে সোজা ম্যাঞ্চেস্টার থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে পৌঁছে বায়ো বাবলে ঢুকে পড়বেন ক্রিকেটাররা। কিন্তু ভারতীয় দলের সহকারী ফিজিও যোগেশ পারমার করোনা আক্রান্ত হওয়ার জেরে টেস্ট বাতিলই শুধু হয়নি, আইপিএল খেলতে যে ক্রিকেটাররা পৌঁছেছেন তাঁদের কাটাতে হচ্ছে ৬ দিনের নিভৃতবাসে। টিম হোটেলে নিভৃতবাসে প্রবেশের আগে বিরাট কোহলি বলেন, যেভাবে নির্ধারিত সময়ের আগেই দুবাই আসতে হয়েছে তা দুর্ভাগ্যজনক। কিন্তু করোনা পরিস্থিতিতে সব কিছু নিয়েই অনিশ্চয়তা দেখা দিয়েছে। যে কোনও সময় যা কিছু ঘটতে পারে।

উল্লেখ্য, একের পর এক দলে করোনা সংক্রমণের জেরে চলতি বছরের আইপিএলও থমকে গিয়েছিল। অথচ করোনা পরিস্থিতিতে গত বছরও আইপিএল সুষ্ঠুভাবে আয়োজিত হয়েছিল সংযুক্ত আরব আমিরশাহীতে। সতর্ক আরসিবি অধিনায়ক বিরাট কোহলি বলেব, আমাদের সকলকেই ভালো, কঠোর ও নিরাপদ পরিবেশ সুনিশ্চিত করে এগোতে হবে। আমার আশা আইপিএলের বাকিটাও চিত্তাকর্ষক হবে। এটা একটা দারুণ উত্তেজক পর্ব হতে চলেছে। আমাদের দলের কাছেও আইপিএল যেমন গুরুত্বপূর্ণ, তেমনই টি ২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের কাছেও এই টুর্নামেন্টের যথেষ্ট গুরুত্ব রয়েছে। ওয়ানিন্দু হাসারঙ্গা, টিম ডেভিড, দুষ্মন্ত চামিরার মতো ক্রিকেটারদের পরিবর্ত হিসেবে নিয়েছে আরসিবি। দল নিয়ে সন্তুষ্ট বিরাট বলেন, সকলের সঙ্গেই যোগাযোগ রয়েছে। গত এক মাসে আইপিএল নিয়ে, পরিবর্ত ক্রিকেটার ঠিক করা নিয়ে আলোচনা হয়েছে। যে ক্রিকেটারদের আমরা পেয়েছি সকলেই টপ কোয়ালিটি ক্রিকেটার। যাঁরা খেলতে পারছেন না তাঁদের মিস করব। আমরা একটা পরিবার। তবে যাঁরা আসছেন ভালো স্কিলসেট নিয়ে তাঁদেরও স্বাগত জানিয়েছেন বিরাট, মুখিয়ে রয়েছেন পরিবারে নবাগতদের সঙ্গে সাক্ষাতের জন্য। চলতি মরশুমে সাফল্যের বিষয়েও প্রত্যয়ী বিরাট। টি ২০ বিশ্বকাপের আগে প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেতে চান বিরাট কোহলি। নিভৃতবাস কাটিয়ে তিনিও আইপিএলের জন্য নিজেকে প্রস্তুত করবেন নেটে সময় কাটিয়ে।

আজই প্রথম প্রস্তুতি ম্যাচ খেলছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সেই ছবি পোস্ট করেছেন এবি ডি ভিলিয়ার্স। তিনি লিখেছেন, এই ম্যাচে রান পেয়ে ভালোই লাগছে। আরসিবি-র সঙ্গে অনুশীলনেও নিজের প্রস্তুতি নিয়ে তৃপ্ত এবি।

৭টি ম্যাচে তিনি আরসিবি-র হয়ে চলতি আইপিএলে ২০৭ রান করেছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন এই ক্রিকেটার। সর্বাধিক অপরাজিত ৭৬। দুটি অর্ধশতরান করেছেন। আরসিবি-র হয়ে এখনও অবধি এবারের আইপিএলে সর্বাধিক রান গ্লেন ম্যাক্সওয়েলের। সাত ম্যাচে ২২৩ রান করেছেন তিনি। সর্বাধিক ৭৮। এবি-র মতো ম্যাক্সওয়েলও দুটি অর্ধশতরান করেছেন। সাত ম্যাচে বিরাট কোহলি করেছেন ১৯৮ রান। তাঁর সর্বাধিক অপরাজিত ৭২। এদিকে, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সেন্ট লুসিয়া কিংসের অধিনায়ক ফাফ দু প্লেসি-র কুঁচকির চোট আইপিএলের আগে চিন্তায় রাখছে চেন্নাই সুপার কিংসকে।

English summary
RCB Captain Virat Kohli Wants To Maintain Strong Bio Secure Environment In IPL. AB De Villiers Happy After Getting Some Runs In The Practice Match.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X