For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বৃষ্টির ভ্রুকুটি ভারত বাংলাদেশ ম্যাচে, রোহিতদের সেমির রাস্তা কি কঠিন করছে আবহাওয়া? জেনে নিন

Array

Google Oneindia Bengali News

ইতিমধ্যে খান তিনেক ম্যাচ নষ্ট করেছে বৃষ্টি। আবার একটি ম্যাচ ডার্ক ওয়ার্থ লুইসে নির্ধারিত হয়েছে। বলা চলে এই টি-২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়াতে ব্যাপক সমস্যা করে দিচ্ছে বৃষ্টি। এবার ভারত বাংলাদেশ ম্যাচেও দেখা দিচ্ছে বৃষ্টির ভ্রুকুটি। যার ফলে ভারতের সেমিতে যাওয়ার অঙ্ক হঠাৎ করে বদলে গিয়েছে। একটু যেন শক্ত মনে হচ্ছে পথ।ভারত এবং বাংলাদেশ অ্যাডিলেডের আকাশের দিকে তাকিয়ে রয়েছে।

বৃষ্টির ভ্রুকুটি ভারত বাংলাদেশ ম্যাচে, রোহিতদের সেমির রাস্তা কী কঠিন করছে আবহাওয়া? জেনে নিন

ক্ষতি হবে দুই দলের যদি বৃষ্টির জন্য পয়েন্ট ভাগ করে নিতে হয়। শাকিব আল হাসান হোক কিংবা রোহিত শর্মা দুজনের কেউ সেটা চান না। লক্ষ্য সংগ্রহ করে নেওয়া ম্যাচ জয়ের ২ পয়েন্ট । আজ মঙ্গলবার প্রায় সারা দিনই অ্যাডিলেড আংশিক মেঘাচ্ছন্ন ছিল। বৃষ্টিও হয়েছে হালকা।

বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার অ্যাডিলেডে। অস্ট্রেলিয়ার আবহাওয়া দফতর জানিয়েছে এমনটাই। মেঘাচ্ছন্ন আকাশ থাকবে সারাদিনই । হাওয়া অফিস বলছে এই বৃষ্টি ভারত-বাংলাদেশ ম্যাচে ঝামেলা পাকাতে নাও পারে। তবে ৬০ শতাংশ ম্যাচের দিন বৃষ্টির সম্ভাবনা। দুপুরের দিকে ২ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে ।

বৃষ্টি রেহাই দিলেও দিতে পারে। তবে এরপর যখন আবহাওয়া ঠিক হবে তখন আবার সমস্যা তৈরি করতে পারে কড়া ঠান্ডা। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৯ ডিগ্রিতে নামতে পারে। অ্যাডিলেড অঞ্চলের ১৭ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে। এত কম তাপমাত্রায় ভারত বাংলাদেশ ক্রিকেট খেলে অভ্যস্ত নয়। সঙ্গে আবার তাল ঠুকবে ২০ থেকে ৩০ কিলোমিটার বেগে হাওয়া। মান একটা চরম আবহাওয়া দুই দলকেই ভোগাতে পারে।

দুটি করে ম্যাচ জিতলেও কারও প্রতিযোগিতার শেষ চারে যাওয়া নিশ্চিত নয় । ম্যাচ বাতিল হলে ভারতকে জিম্বাবোয়েকে বড় রানে হারাতে হবে। প্রসঙ্গত অস্ট্রেলিয়ায় প্রতি বছরই হালকা থেকে মাঝারি বৃষ্টি হয় এই সময়ে। এ বারও হচ্ছে তেমনটাই। তাই আগেই প্রশ্ন উঠেছিল বিশ্বকাপ আয়োজন নিয়ে এমন সময়তে। ছাদ যুক্ত স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের দাবি ওঠে। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ বৃষ্টির জন্য বাতিল হয় এই বৃষ্টির জন্য। অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডও ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন দুজনেই এর জন্য সমালোচনা করেছিল সে দেশের ক্রিকেট কর্তাদের।

এদিকে এক ম্যাচ বাতিক হলেও চাপে নেই ইংল্যান্ড। আজ তারা কার্যত উড়িয়ে দিল এই বিশ্বকাপে দারুণ ছন্দে থাকা নিউজিল্যান্ডকে। তারা কিউইদের হারাল ২০ রানে।

নিজেদের চাপ কমাতে গিয়ে বাংলাদেশকে বিশ্বকাপ জয়ের দৌড় থেকে ছিটকে দিলেন শাকিব, কি এমন বললেন তিনি? নিজেদের চাপ কমাতে গিয়ে বাংলাদেশকে বিশ্বকাপ জয়ের দৌড় থেকে ছিটকে দিলেন শাকিব, কি এমন বললেন তিনি?

English summary
chances of rain in t20 world cup match between india and bangladesh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X