For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অশ্বিনের ঘূর্ণি সামলাতে বরোদার মহেশকে ডেকেছে অস্ট্রেলিয়া, পিচের ছবি দেখলে আঁতকে উঠবেন

ভারতের বিরুদ্ধে চার টেস্টের সিরিজে স্পিনের চ্যালেঞ্জ সামলাতে বিশেষ ধরনের অনুশীলন করছে অস্ট্রেলিয়া। রবিচন্দ্রন অশ্বিনের মতো অ্যাকশনে বল করেন বরোদার মহেশ পিথিয়াকে। তাঁকে ডেকে নেওয়া হয়েছে নেট বোলার হিসেবে।

  • |
Google Oneindia Bengali News

নাগপুরে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট শুরু ৯ ফেব্রুয়ারি থেকে। ভারতে এসে কোনও প্রস্তুতি ম্যাচ না খেলারই সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। ১৮ বছর হয়ে গেল এই দেশে টেস্ট সিরিজ জেতেনি অজিরা। এবার সেই ধারায় বদল আনতে মরিয়া প্যাট কামিন্সের দল। বিশ্বের ১ নম্বর টেস্ট দল বেঙ্গালুরুতে চার দিনের শিবির সারছে। যেখানে অনুশীলন হচ্ছে বিশেষ পদ্ধতিতে।

অশ্বিনের ঘূর্ণি সামলাতে বরোদার মহেশকে ডেকেছে অস্ট্রেলিয়া

(ছবি- টুইটার)

অস্ট্রেলিয়া শিবির ধরেই নিয়েছে ভারতে সামলাতে হবে স্পিন সহায়ক উইকেটের চ্যালেঞ্জ। সে কারণেই ভাঙা পিচে অনুশীলনের পদ্ধতিকেই বেছে নেওয়া হয়েছে। টেলর-মেড পিচে তাই ব্যাটিং অনুশীলনের জন্য ডেকে নেওয়া হয়েছে একঝাঁক স্থানীয় স্পিনারকে। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অজিদের অনুশীলনের ছবি। ভারতে আসার আগে ক্রিকেট অস্ট্রেলিয়া কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনকে বলেছিল, আলুরে যেখানে অনুশীলনের বন্দোবস্ত হবে, সেখানে যেন সেন্ট্রাল উইকেটেই অনুশীলন করা যায়। তাতে টেস্টের জন্য পুরোদমে প্রস্তুতি সেরে নেওয়া যাবে। কেএসসিএ অজিদের আর্জি মেনে মূল মাঠের মাঝখানে তিনটি পিচ বানিয়েছে। সেগুলি সবই স্পিন সহায়ক।

তেমনই একটি পিচের ছবি ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে পিচ ভাঙা। সেখানেই চলছে অনুশীলন। টেস্টের চতুর্থ বা পঞ্চম দিনের উইকেটও এতটা খারাপ হয় না! ভারতের স্পিন-জুজু নিয়ে অস্ট্রেলিয়া কতটা শঙ্কিত সেটাই স্পষ্ট হচ্ছে এই ছবি দেখে। এখানেই শেষ নয়। রবিচন্দ্রন অশ্বিনের বোলিং সামলাতে বিশেষ অনুশীলন চলছে। যার জন্য ডাক পেয়েছেন মহেশ পিথিয়া। বরোদার এই স্পিনার অশ্বিনের অ্যাকশন নকল করে বোলিং করতে পারেন। স্পিন সহায়ক ভাঙা পিচে তাই মহেশের বোলিংই সামলাচ্ছেন অজি ব্যাটাররা।

২১ বছরের মহেশের বাড়ি জুনাগড়ে। গত ডিসেম্বরে তাঁর রঞ্জি অভিষেক হয়। অস্ট্রেলিয়ার টিম হোটেলেই রয়েছেন তিনি। ২০১৩ সালে প্রথমবার কোনও ক্রিকেট ম্যাচ দেখেছিলেন কৃষক-সন্তান মহেশ। তখন বয়স ১০। গ্রাম থেকে এক ঘণ্টা দূরের পথ পেরিয়ে নাগিচানার একটি পানের দোকানে দাঁড়িয়ে খেলা দেখেন। গ্রামে টেনিস বলে ক্রিকেট খেলতেন। কিন্তু ওই প্রথমবার অশ্বিনকে বল করতে দেখার পর তাঁর অ্যাকশন নকল করে বোলিং করা শুরু। সেখান থেকেই প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক। বরোদার থ্রো ডাউন স্পেশ্যালিস্ট প্রীতেশ যোশী অস্ট্রেলিয়ার সহকারী বোলিং কোচকে মহেশের বোলিংয়ের ভিডিও পাঠান। তা দেখেই মহেশকে অস্ট্রেলিয়ার নেট বোলার হিসেবে নির্বাচিত করা হয়। ৪ রঞ্জি ম্যাচে ৮ উইকেট পাওয়া মহেশ সবচেয়ে বেশি বল করেছেন স্টিভ স্মিথকেই। কয়েকবার আউটও করেছেন।

English summary
Meet Mahesh Pithiya, Australia's Net Bowler Who Has Resemblance To Ashwin's Bowling Action. Australia Are Preparing For India Series With A Four-Day Training Camp At The KSCA Ground In Alur.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X