For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত ছাড়ল কেকেআর, আইপিএল খেলতে মরুশহরে পৌঁছে গেল দীনেশ-কুলদীপরা

ভারত ছাড়ল কেকেআর, আইপিএল খেলতে মরুশহরে পৌঁছে গেল দীনেশ-কুলদীপরা

  • |
Google Oneindia Bengali News

মুম্বই হয়ে শুক্রবার সকালের বিমানে আবু ধাবি পৌঁছে গেল টিম কেকেআর। কেকেআরের ভারতীয় ক্রিকেটাররা বুধবার রাতের দিকে মুম্বই পৌঁছে গিয়েছিলেন। নাইটদের অধিনায়ক দীনেশ কার্তিকও বুধবার মুম্বই পৌঁছন। এরপর বৃহস্পতিবার ক্রিকেটাররা হোটেল বন্দি ছিলেন। মুম্বই পৌঁছে নাইট রাইডার্স দলের ভারতীয় ক্রিকেটারদের করোনা পরীক্ষা হয়।

ভারত ছাড়ল কেকেআর, আইপিএল খেলতে মরুশহরে পৌঁছে গেল দীনেশ-কুলদীপরা

বৃহস্পতিবার সেই রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত মুম্বইয়ে একই হোটালে থাকলেও ক্রিকেটারদের নিজেদের মধ্যে দেখা করা যেমন বন্ধ, ঠিক তেমনিই ক্রিকেটারদের একসঙ্গে ডিনার করাতে নিষেধাজ্ঞা ছিল। দলের সূত্রে জানা যায়, কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিকও টিমের বাকিদের সঙ্গে দেখা করতে নিষেধ করা হয়েছিল।

ভারত ছাড়ল কেকেআর, আইপিএল খেলতে মরুশহরে পৌঁছে গেল দীনেশ-কুলদীপরা

পরে দলের প্রত্যেকের করোনা রিপোর্ট নেগেটিভ আসার পর নাইটব্রিগেড মুম্বই থেকে শুক্রবার সকালের বিমান আবু ধাবি পৌঁছে গিয়েছে। ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে টুইট করে দীনেশ কার্তিক, রিঙ্কু সিং, কুলদীপ যাদব, শুভমান গিলকে ছবি পোস্ট করা হয়েছে। আবু ধাবিতে হোটেলে পৌঁছানোর পর নাইট ক্রিকেটারদের আরও একবার করোনা পরীক্ষা ও ছয় দিনের কোয়ারেন্টাইন কাটানোর পর দল বাইশ গজে প্রস্তুতিতে নেমে পড়তে পারবে। অন্যদিকে ভারত ছাড়ার আগে এক নাইট ফ্যানদের ও ইডেনকে মিস করবেন বলে নাইট রাইডার্স অধিনায়ক দীনেশ কার্তিক জানিয়েছেন।

আইপিএলের চুক্তির কথা মাথায় রেখে বিরাট ও ভারতকে স্লেজিং করে না অস্ট্রেলিয়া! অকপট ক্লার্কআইপিএলের চুক্তির কথা মাথায় রেখে বিরাট ও ভারতকে স্লেজিং করে না অস্ট্রেলিয়া! অকপট ক্লার্ক

English summary
Kolkata night riders's indian cricketers reach UAE to play IPL 2020
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X