For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টেস্ট সিরিজ হারের জ্বালা মেটানো! কেপি-ঝড় আর পানেসরের দাপটে ম্লান ইরফানের লড়াই

Google Oneindia Bengali News

এগিয়ে থেকেও ভারতের কাছে টেস্ট সিরিজ হেরেছে ইংল্যান্ড। তা সত্ত্বেও সিরিজের আগাগোড়া ভারতীয় দলকে কটাক্ষ করে গিয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসেন। ইংল্যান্ড দলের যতটা না সমালোচনা করেছেন তার চেয়ে বেশি তিনি খোঁচা দিয়েছেন বিরাট কোহলির দল ও ভারতীয় সমর্থকদের। হয়তো সেই হারের জ্বালাই তিনি কিছুটা মেটালেন রায়পুরে। ব্যাটে কেপি আর বল হাতে মন্টি পানেসরের কাছে পরাজিত সচিন তেন্ডুলকরের দল। প্রদর্শনী ম্যাচ জিতেই তাই টেস্ট সিরিজ হারের জ্বালা মেটানোর মরিয়া চেষ্টা করলেন ইংল্যান্ডের প্রাক্তনরা। ইরফান পাঠানের শেষ বল অবধি লড়াইয়েও হার বাঁচাতে ব্যর্থ ভারতের কিংবদন্তিরা।

কেপি ঝড়

কেপি ঝড়

আনআকাদেমি রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে ভারতের কিংবদন্তিদের সঙ্গে আজ খেলা ছিল ইংল্যান্ড লেজেন্ডসের। সেই ম্যাচে কেভিন পিটারসেনের ব্যাটিং বিস্ফোরণ। ইংল্যান্ড লেজেন্ডসের অধিনায়ক কেপি ওপেন করতে নেমে শুরু থেকেই ভারতীয় বোলারদের প্রতি নির্দয় ছিলেন। বেশি টার্গেট করেন প্রজ্ঞান ওঝাকে। ম্যাচের দ্বিতীয় তথা ওঝার প্রথম চার বলেই নেন ১৭, দুটি ছক্কা-সহ। ওঝাকে সরিয়ে গনি, মুনাফকে আনার পর সচিন বল দেন যুবরাজকে। যুবির প্রথম দুই বলেই দুটি ছক্কা হাঁকিয়ে অর্ধশতরান সেরে ফেলেন কেপি। ১৮ বলে তিনি অর্ধশতরান পূর্ণ করেন। ১৪ ওভারে তিনি যখন ৩৭ বলে ৭৫ রান করে আউট হলেন ইংল্যান্ডের স্কোর তখন তিন উইকেটে ১৩৯। ঝোড়ো ইনিংস সাজানো ৬টি চার ও ৫টি ছক্কা দিয়ে। এই ইনিংস দেখে অনেকে মজা করে লিখেছেন, ৪০ বছরেও কেপি যেভাবে খেলছেন তা ইংল্যান্ড দলের অনেকের চেয়েই ভালো। তাঁকে সীমিত ওভারের দলে ফেরানোর ব্যবস্থা করা হোক।

 বড় রান ইংল্যান্ডের

বড় রান ইংল্যান্ডের

কেপি ফেরার পর নির্ধারিত ২০ ওভারে ইংল্যান্ড পৌঁছায় সাত উইকেট হারিয়ে ১৮৮ রানে। অধিনায়ক সচিন তেন্ডুলকর সাতজন বোলার ব্যবহার করেন। তাঁদের মধ্যে সফলতম ইউসুফ পাঠান, ৩ ওভারে ২৮ রান দিয়ে ৩ উইকেট নেন। ওঝা ৪ ওভারে দেন ৪৩। ইরফান পাঠান ৪ ওভারে ২৮ রান দিয়ে ২ উইকেট পান। মুনাফ প্যাটেল ৩ ওভার হাত ঘুরিয়ে ৩০ রান দিয়ে ২ উইকেট দখল করেন। যুবরাজ সিং ২ ওভারে ২১ রান দেন, কোনও উইকেট পাননি।

শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়

শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়

জবাবে খেলতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারত লেজেন্ডস। বীরেন্দ্র সেওয়াগ ৬ রান করেন হগার্ডের শিকার হন। ১ রানে কাইফকে আউট করার পর সচিনের উইকেট তুলে নেন মন্টি পানেসর। সচিন যখন আউট হন ভারত তখন ৩ উইকেটে ১৭। ২২ রান করা যুবরাজও মন্টির শিকার। আট রানে বদ্রীনাথকে ফেরান সাইডবটম। ট্রেডওয়েলের বলে আউট হওয়ার আগে ইউসুফ পাঠান করেন ১৭। নমন ওঝা যখন আউট হন তখন ১৫.৪ ওভারে ভারতের স্কোর সাত উইকেটে ১১৯।

পাল্টা জবাব পাঠানের

পাল্টা জবাব পাঠানের

যদিও এরপরই ঝোড়ো ব্যাটিংয়ের মাধ্যমে ভারত লেজেন্ডসকে জয়ের কাছাকাছি পৌঁছে দেওয়ার চেষ্টা শুরু করেন ইরফান পাঠান। ৩০ বলে ৫০ পূর্ণ করার পরও মরিয়া লড়াই চালান শেষ পর্ষন্ত। যদিও শেষরক্ষা হয়নি। শেষ ওভারে জিততে দরকার ছিল ১৯ রান। অবশেষে ইংল্যান্ড লেজেন্ডস ম্যাচ জিতে নেয় ৬ রানে। ৩৪ বলে ৬১ রান করে অপরাজিত থাকেন ইরফান পাঠান। তিনি চারটি চার ও পাঁচটি ছক্কা মারেন। তাঁর ব্যাটিংয়েই শেষের দিকে ভারতের জয়ের সম্ভাবনা তৈরি হয়েছিল।

উজ্জ্বল মন্টি

উজ্জ্বল মন্টি

ইংল্যান্ড অনভিজ্ঞ স্পিন জুটি নিয়ে ভুগছে। প্রাক্তন স্পিনার মন্টি পানেসর নানাভাবে দলের কাছে তাঁর পরামর্শ পৌঁছে দিচ্ছেন। এদিন কেপির পাশাপাশি ইংল্যান্ড লেজেন্ডসের সফলতম বোলারের নামও মন্টি পানেসর। বোলিং ওপেন করে ৪ ওভারে ১ মেডেন-সহ ১৫ রান দিয়ে ৩ উইকেট নেন পানেসর। জেমস ট্রেডওয়েল নেন দুটি উইকেট।

ছবি- রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ

English summary
Unacademy Road Saftey World Series Match Between India Legends and England Legends. Kevin Pietersen Gets Blazing Fifty As India Legends Facing A Huge Defeat Legends.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X