For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইসিবির বিরুদ্ধে তোপ দাগলেন কেভিন পিটারসন, ফ্রাঞ্চাইজি ক্রিকেটকে এক হাত ভনের

ইসিবির বিরুদ্ধে তোপ দাগলেন কেভিন পিটারসন, ফ্রাঞ্চাইজি ক্রিকেটকে এক হাত ভনের

Google Oneindia Bengali News

ওডিআই ফরম্যাট থেকে বেন স্টোকসের অসময়ে অবসর গ্রহণ বিশ্ব ক্রিকেটে বড় প্রশ্ন তৈরি করে দিয়েছে। এক দিনের ক্রিকেটে অবসর গ্রহণ করার কারণ হিসেবে স্টোকস স্পষ্ট ভাবে উল্লেখ করেছেন তিনটি ফরম্যাটে সমান ভাবে দক্ষতার সঙ্গে খেলা চালিয়ে যাওয়া তাঁর পক্ষে অসম্ভব হয়ে উঠেছে।

বেন স্টোকসের অবসর গ্রহণ:

বেন স্টোকসের অবসর গ্রহণ:

ভারতের বিরুদ্ধে সাদা বলের সিরিজ শেষ হওয়ার পর বেন স্টোকস নিজের অবসরের কথা জানিয়ে দেন এক দিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে। তিনি বলেন, "তিনটি ফরম্যাটে খেলা আমার জন্য এখন অসম্ভব হয়ে উঠছে। খেলার এই সূচির কারণে এবং আমাদের থেকে প্রত্যাশার ফলে শুধু আমার শরীরেরই সমস্যা হচ্ছে না, বরং আমার মনে হয় আমি অপর এক খেলোয়াড়ের জায়গা ধরে রেখেছি যে জস এবং দলকে নিজের সেরাটা দিতে পারব। অন্য কাউকে এক জন ক্রিকেটার হিসেবে এগিয়ে দেওয়া সময় এটা এবং ১১ বছর ধরে যেই রকম মনে রাখারা মতো সময় আমি কাটিয়েছি বা মুহূর্ত তৈরি করেছি সেই সুযোগ করে দেওয়া তাঁদেরও।"

স্টোকসের অবসর গ্রহণে প্রশ্নের মুখে অতিরিক্ত ক্রিকেট:

স্টোকসের অবসর গ্রহণে প্রশ্নের মুখে অতিরিক্ত ক্রিকেট:

বেন স্টোকসের অবসর নেওয়ার সঙ্গেই এই প্রশ্নটা আবারও মাথা নাড়া দিয়ে উঠেছে যে সম্প্রতি খুব বেশি ক্রিকেট কি খেলা হচ্ছে। উল্লেখ্য, বিগত চার-পাঁচ বছর ধরে মাত্রারিক্ত ক্রিকেট খেলতে হচ্ছে দলগুলি। আন্তর্জাতিক ক্যালেন্ডারের পাশাপাশি দীর্ঘ সময় আইপিএল চলার ফলে বিশ্রাম পাননা ঠিক মতো ক্রিকেটাররা। তার উপর কোভিডের কারণে একটা দীর্ঘ সময় কাটাতে হয়ে জৈব সুরক্ষা বলয়ে যা প্রভাব ফেলেছে মানসিক স্বাস্থ্যের উপরও।

ইসিবি'কে কাঠগড়ায় তুললেন কেভিন পিটারসন:

ইসিবি'কে কাঠগড়ায় তুললেন কেভিন পিটারসন:

অতিরিক্ত ক্রিকেট খেলা নিয়ে আওয়াজ তুলে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)-এর বিষ নজরে পড়েছিলেন কেভিন পিটারসন। ইংল্যান্ডের এই বিধ্বংসী তারকা ব্যাটসম্যানও ওডিআই ক্রিকেট থেকে নিজের অবসর প্রসঙ্গে তুলে এনেছিলেন অতিরিক্ত ক্রিকেটের কথা। টুইট করে পিটারসন বলেছেন, "একটা সময়ে আমি বলেছিলাম এটা সূচি ভয়ঙ্কর এবং এর সঙ্গে আমি মানিয়ে নিতে পারছি না, তাই ওডিআই ক্রিকেট থেকে অবসর নিচ্ছি আমি এবং টি-২০ থেকেও আমাকে নির্বাসিত করে দেয় ইসিবি।"

কেভিন পিটারসনের কেরিয়ারগ্রাফ:

কেভিন পিটারসনের কেরিয়ারগ্রাফ:

ইসিবির সঙ্গে বরাবরই ঠান্ডা-গরম সম্পর্ক থেকেছে কেভিন পিটারসনের। ইংল্যান্ডের অন্যতম সেরা ব্যাটার হলেও বোর্ডের সঙ্গে বিভিন্ন বিষয়ে তাঁর মত পার্থক্য হয়েছে। ইংল্যান্ডের জার্সিতে ১০৪টি টেস্ট, ১৩৬টি ওডিআই এবং ৩৭টি টি-২০ ম্যাচ খেলেছেন পিটারসন। টেস্ট ক্রিকেটে তাঁর সংগ্রহ ৮১৮১, ওডিআই ক্রিকেটে রান ৪৪৪০ এবং দেশের হয়ে টি-২০ ক্রিকেটে তিনি করেছেন ১১৭৬ রান।

বেন স্টোকসের মতে ক্রিকেটার অবসর গ্রহণের বোর্ডের উপর ক্ষুব্ধ মাইকেল ভন:

বেন স্টোকসের মতে ক্রিকেটার অবসর গ্রহণের বোর্ডের উপর ক্ষুব্ধ মাইকেল ভন:

দ্বিপাক্ষিক সিরিজ ওডিআই বা টি-২০ চলা উচিৎ যদি সারা পৃথিবীর প্রতিটা বোর্ড নিজেদের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট নিয়ে মরিয়া থাকে। কখনওই একটা খেলোয়াড় ৩১ বছর বয়সে অবসর নিতে পারে না। সোমবার নিজের টুইটে এটি লেখেন ভন।

English summary
Kevin Pietersen digs at ECB after Ben stokes announce retirement sitting hectic schedule. He mentioned how ECB Banned him from T20Is after announcing retirement from ODI cricket.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X