For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএলে এবার ব্র্যাভোহীন চেন্নাই, ১০টি দল ধরে রাখল কোন ক্রিকেটারদের? কাদের ঝুলিতে সর্বাধিক অর্থ?

  • |
Google Oneindia Bengali News

আইপিএল মিনি নিলামের আগে আজ বিকেল ৫টা অবধি ছিল রিটেনশন লিস্ট জমা দেওয়ার সময়সীমা। কোন দল কাকে ধরে রাখল, কাদেরই বা ছেড়ে দিল তা স্পষ্ট হয়ে গেল আজ। অবশ্য ২৩ ডিসেম্বরের মিনি অকশন থেকেও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের ফের দলে নিতেই পারে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি। কলকাতা নাইট রাইডার্স সর্বাধিক ১৬ জন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে। মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে দিল ১৩ জনকে। সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক কেন উইলিয়ামসন-সহ ১২ জন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে। এবার একনজরে দেখে নেওয়া যাক কোন দলে রইলেন কারা?

কলকাতা নাইট রাইডার্স

কলকাতা নাইট রাইডার্স মিনি অকশনে যাচ্ছে ৭.০৫ কোটি টাকা নিয়ে। তিনজন বিদেশি নেওয়ার জায়গা ফাঁকা। আপাতত দলে রয়েছেন- শ্রেয়স আইয়ার (অধিনায়ক), নীতীশ রানা, রহমানুল্লাহ গুরবাজ, ভেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, শার্দুল ঠাকুর, লকি ফার্গুসন, উমেশ যাদব, টিম সাউদি, হরশিত রানা, বরুণ চক্রবর্তী, অনুকূল রায়, রিঙ্কু সিং

চেন্নাই সুপার কিংসে নেই ব্র্যাভো

চেন্নাই সুপার কিংস এবার যাঁদের মধ্যে ছেড়ে দিল তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ডোয়েইন ব্র্যাভো। চেন্নাই সুপার কিংস ২টি বিদেশি-সহ বাকি ক্রিকেটারদের নিতে সর্বাধিক ২০.৪৫ কোটি টাকা খরচ করতে পারবে। সিএসকে দলে রইলেন- মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), ডেভন কনওয়ে, ঋতুরাজ গায়কোয়াড়, অম্বাতি রায়ুডু, শুভ্রাংশু সেনাপতি, মঈন আলি, শিবম দুবে, রাজবর্ধন হাঙ্গারগেকর, ডোয়েইন প্রিটোরিয়াস, মিচেল স্যান্টনার, রবীন্দ্র জাদেজা, তুষার দেশপাণ্ডে, মুকেশ চৌধুরী, মাথিশা পাথিরানা, সিমরজিৎ সিং, দীপক চাহার, প্রশান্ত সোলাঙ্কি, মাহিশ থিকশানা

মুম্বই ইন্ডিয়ান্স

মুম্বই ইন্ডিয়ান্স নিলামে খরচ করতে পারবে ২০.৫৫ কোটি টাকা, বিদেশির তিনটি জায়গা ফাঁকা। দলে আছেন- রোহিত শর্মা (অধিনায়ক), টিম ডেভিড, রামনদীপ সিং, তিলক বর্মা, সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ, ট্রিস্টান স্টাবস, ডেওয়াল্ড ব্রেভিস, জোফ্রা আর্চার, জসপ্রীত বুমরাহ, অর্জুন তেন্ডুলকর, আরশাদ খান, কুমার কার্তিকেয়, হৃতিক শোকিন, জেসন বেহরেনডর্ফ, আকাশ মাধওয়াল

গুজরাত টাইটান্স

গুজরাত টাইটান্সের ঝুলিতে রয়েছে ১৯.২৫ কোটি টাকা। তিনজন বিদেশি নিতে পারবে। দলে রয়েছেন- হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), শুভমান গিল, ডেভিড মিলার, অভিনব মনোহর, সাই সুদর্শন, ঋদ্ধিমান সাহা, ম্যাথু ওয়েড, রশিদ খান, রাহুল তেওয়াটিয়া, বিজয় শঙ্কর, মহম্মদ শামি, আলজারি জোসেফ, যশ দয়াল, প্রদীপ সাঙ্গওয়ান, দর্শন নালকণ্ডে, জয়ন্ত যাদব, আর সাই কিশোর, নূর আহমেদ

দিল্লি ক্যাপিটালস

দিল্লি ক্যাপিটালস মিনি নিলামে যাবে ১৯.৪৫ কোটি টাকা নিয়ে। দুইজন বিদেশির জায়গা রয়েছে। আপাতত দলে রয়েছেন- ঋষভ পন্থ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, পৃথ্বী শ, রিপল প্যাটেল, রভম্যান পাওয়েল, সরফরাজ খান, যশ ঢুল, মিচেল মার্শ, ললিত যাদব, অক্ষর প্যাটেল, আনরিখ নরকিয়া, চেতন সাকারিয়া, কমলেশ নাগরকোটি, খলিল আহমেদ, লুঙ্গি এনগিডি, মুস্তাফিজুর রহমান, আমন খান, কুলদীপ যাদব, প্রবীণ দুবে, ভিকি অস্টওয়াল

লখনউ সুপার জায়ান্টস

লখনউ সুপার জায়ান্টসের পার্সে রয়েছে ২৩.৩৫ কোটি টাকা। চারজন বিদেশি নিতে পারবে সঞ্জীব গোয়েঙ্কার মালিকানাধীন দল। দলে রইলেন-লোকেশ রাহুল (অধিনায়ক), আয়ুষ বাদোনি, করণ শর্মা, মনন ভোরা, কুইন্টন ডি কক, মার্কাস স্টইনিস, কৃষ্ণাপ্পা গৌতম, দীপক হুডা, কাইল মেয়ার্স, ক্রুণাল পাণ্ডিয়া, আবেশ খান, মহসীন খান, মার্ক উড, ময়াঙ্ক যাদব, রবি বিষ্ণোই

রাজস্থান রয়্যালস

রাজস্থান রয়্যালস আরও চার বিদেশি নিতে পারবে। তাদের রয়েছে ১৩.২ কোটি টাকা। দলে রয়েছেন- সঞ্জু স্যামসন (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শিমরন হেটমায়ার, দেবদত্ত পাড়িক্কল, জস বাটলার, ধ্রুব জুরেল, রিয়ান পরাগ, প্রসিদ্ধ কৃষ্ণ, ট্রেন্ট বোল্ট, ওবেদ ম্যাককয়, নভদীপ সাইনি, কুলদীপ সেন, কুলদীপ যাদব, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, কেসি কারিয়াপ্পা

সানরাইজার্স হায়দরাবাদ

মিনি অকশনে সবচেয়ে বেশি ৪২.২৫ কোটি টাকা নিয়ে যাবে সানরাইজার্স হায়দরাবাদ। বিদেশির জায়গা ফাঁকা রয়েছে চারটি। কে সানরাইজার্সকে নেতৃত্ব দেবেন সেটাও দেখার। ব্যাটিং বিভাগকে মজবুত করতে হবে। দলে রয়েছেন- আবদুল সামাদ, এইডেন মার্করাম, রাহুল ত্রিপাঠি, গ্লেন ফিলিপস, অভিষেক শর্মা, মার্কো জানসেন, ওয়াশিংটন সুন্দর, ফজলহক ফারুকি, কার্তিক ত্যাগী, ভুবনেশ্বর কুমার, টি নটরাজন, উমরান মালিক

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের রয়েছে ৮.৭৫ কোটি টাকা। ২ জন বিদেশি নিতে পারবে। দলে রয়েছেন- ফাফ দু প্লেসি (অধিনায়ক), বিরাট কোহলি, সুযশ প্রভুদেশাই, রজত পাটীদার, দীনেশ কার্তিক, অনুজ রাওয়াত, ফিন অ্যালেন, গ্লেন ম্যাক্সওয়েল, ওয়ানিন্দু হাসারঙ্গা, শাহবাজ আহমেদ, হর্ষল প্যাটেল, ডেভিড উইলি, করণ শর্মা, মহীপাল লোমরর, মহম্মদ সিরাজ, জশ হ্যাজলউড, সিদ্ধার্থ কৌল, আকাশ দীপ

পাঞ্জাব কিংস

মিনি অকশনে দ্বিতীয় সর্বাধিক ৩২.২ কোটি টাকা নিয়ে যাবে পাঞ্জাব কিংস। বিদেশিদের জন্য তিনটি জায়গা ফাঁকা রয়েছে। দলে রয়েছেন-
শিখর ধাওয়ান (অধিনায়ক), শাহরুখ খান, জনি বেয়ারস্টো, প্রভসিমরন সিং, ভানুকা রাজাপক্ষ, জিতেশ শর্মা, রাজ বাওয়া, ঋষি ধাওয়ান, লিয়াম লিভিংস্টোন, অথর্ব তাইড়ে, অর্শদীপ সিং, বলতেজ সিং, নাথান এলিস, কাগিসো রাবাডা, রাহুল চাহার, হরপ্রীত ব্রার

English summary
IPL 2023 Complete Squad Of CSK, MI, RR, RCB, LSG, GT, DC, PBKS, KKR, And SRH Ahead Of Mini Auction. CSK Released Dwayne Bravo, KKR Released 16 Players, MI Let Go Of 13, Sunrisers Cut Ties With 12 Players.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X