For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: মাথেশা যেন অবিকল মালিঙ্গা! সিএসকে দলে নবাগত পাথিরানার বোলিং অ্যাকশনের ভিডিও চমকে দেবে

Google Oneindia Bengali News

চেন্নাই সুপার কিংস চলতি আইপিএলে আজ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিয়ে কিছুটা অক্সিজেন সংগ্রহ করতে মুখিয়ে রয়েছে। এরই মধ্যে কাটল কিছুটা অস্বস্তি। রবীন্দ্র জাদেজার দলকে ভোগাচ্ছে বোলিং। হেড কোচ স্টিফেন ফ্লেমিং বারবার বলছিলেন, অ্যাডাম মিলনে ও দীপক চাহারের অভাব অনুভূত হচ্ছে। অবশেষে, শ্রীলঙ্কার নতুন মালিঙ্গাকে সই করাল চেন্নাই সুপার কিংস। সিএসকের বোলিং বিভাগ, বিশেষ করে ডেথ ওভার বোলিংয়ের সমস্যা মেটাতে মাথেশা কতটা সক্ষম হন সেদিকে যেমন নজর থাকবে, তেমনই তা নির্ভর করবে তাঁর সুযোগ পাওয়ার উপর। তবে নবাগত পেসারকে পেয়ে উচ্ছ্বসিত চেন্নাই সুপার কিংস সমর্থকরা।

মিলনের পরিবর্ত মাথেশা

কলকাতা নাইট রাইডার্স ম্যাচে পাওয়া হ্যামস্ট্রিংয়ের চোট চলতি আইপিএল থেকেই ছিটকে দিয়েছে নিউজিল্যান্ডের পেসার অ্যাডাম মিলনেকে। দীপক চাহারকেও আইপিএলে পাবে না সিএসকে। চাহারের পরিবর্ত ক্রিকেটার হিসেবে কাউকে এখনও না পেলেও মিলনের বিকল্প পেয়ে গিয়েছে চেন্নাই সুপার কিংস। বেস প্রাইস ২০ লক্ষ টাকাতেই সই করানো হলো শ্রীলঙ্কার ১৯ বছরের মাথেশা পাথিরানাকে।

পাথিরানার কেরিয়ার

২০০২ সালে মাথেশা পাথিরানার জন্ম শ্রীলঙ্কার ক্যান্ডিতে। ডানহাতি মিডিয়াম পেসার। ব্যাটও করেন ডান হাতেই। চলতি বছর ওয়েস্ট ইন্ডিজে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে শ্রীলঙ্কার হয়ে তিনি নজর কাড়েন। চারটি ম্যাচে সাতটি উইকেট তুলে নিয়েছিলেন, গড় ২৭.২৮, ইকনমি ৬.১৬। ৫০ ওভারের ম্যাচ বা লিস্ট এ ম্যাচ খেলেছেন একটিই। গত বছর নভেম্বরে মেজর ক্লাবস লিমিটেড ওভার টুর্নামেন্টে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের আমন্ত্রণী টি ২০ লিগে ২টি ম্যাচ খেলেছেন, ফাইনালে ৩ ওভারে ২৮ রান দিয়ে দুটি উইকেট দখল করেন। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ফাইনালে খেলেছেন, তবে কোনও উইকেট পাননি।

সিএসকের নজরে

চেন্নাই সুপার কিংস ম্যানেজমেন্টের নজরে পাথিরানা রয়েছেন অনেক দিন ধরেই। ২০২১ সালে মিস্ট্রি স্পিনার মাহিশ থিকশানার সঙ্গেই রিজার্ভ প্লেয়ার হিসেবে রাখা হয়েছিল পাথিরানাকে। চলতি বছর মেগা নিলামে থিকশানাকে ৭০ লক্ষ টাকা দিয়ে তুলে নিয়েছে সিএসকে, তিনি বল হাতে সাফল্যও পেতে শুরু করেছেন। এবার সুযোগ পেয়ে গেলেন পাথিরানাও।

মাথেশা অবিকল মালিঙ্গা

মাথেশা পাথিরানাকে শ্রীলঙ্কায় অনেকে লাসিথ মালিঙ্গার যোগ্য উত্তরসূরী হিসেবেও মনে করছেন। মালিঙ্গার সঙ্গে বোলিং অ্যাকশনে মিল রয়েছে পাথিরানার। বিষাক্ত ইয়র্কারে প্রতিপক্ষ ব্যাটারের উইকেট ছিটকে দেওয়ার ক্ষমতা রাখেন। চেন্নাই জার্সিতে কবে তিনি সুযোগ পান, কীভাবে আস্থার মর্যাদা দেন সেদিকেই তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা। মিনি মালিঙ্গার বোলিং অ্যাকশন ভাইরাল হয়েছিল ২০১৯ সালেই।

(প্রচ্ছদের ছবি- মাথেশা পাথিরানার ইনস্টাগ্রাম)

English summary
IPL 2022: All You Need To Know About Sri Lankan Pacer Matheesha Pathirana Who Joins CSK As Replacement For Adam Milne. His Action Closely Resembles That Of The Former Sri Lanka Fast bowler Lasith Malinga, And His Ability To Bowl Pacy, Late-Tailing Yorkers.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X