For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএলে ঢাকে কাঠির বাকি মাত্র ২১ দিন, যাতাযাতের নিষেধাজ্ঞায় দুই ধাপে সূচি করা নিয়ে ভাবছে বিসিসিআই

আইপিএলে ঢাকে কাঠির বাকি মাত্র ২১ দিন, এই কারণেই এখনও সূচি প্রকাশ করতে পারছে না বিসিসিআই

  • |
Google Oneindia Bengali News

১৯ সেপ্টেম্বর থেকে আইপিএলে ঢাকে কাঠি। মাঠে বল গড়াতে আর ২১ দিনের অপেক্ষা। এই পরিস্থিতিতে এখনও করোনা বাধার কারণে লিগের সূচি প্রকাশ করতে পারছে না বিসিসিআই।

কোথায় সমস্যা

কোথায় সমস্যা

আমিরশাহীর তিন শহরে একবছর আইপিএলের আসর বসতে চলেছে। আবু ধাবি, দুবাই ও শারজাতে হবে টুর্নামেন্ট। তিন শহরের দুই শহর আবুধাবি ও দুবাইয়ে এখন আইপিএলের আট ফ্র্যাঞ্চাইজির ভারতীয় ক্রিকেটাররা পৌঁছে গিয়েছেন। এই দুই শহরে এই মুহূর্তে দু'রকম করোনা প্রটোকল মেনে চলা হচ্ছে।

১৪ দিনের কোয়ারেন্টাইন কেকেআর ও মুম্বই ইন্ডিয়ান্স

১৪ দিনের কোয়ারেন্টাইন কেকেআর ও মুম্বই ইন্ডিয়ান্স

বিসিসিআইয়ের সেট করে দেওয়া এসওপি অনুযায়ী আমিরশাহীতে আইপিএলে খেলতে যাওয়া কোনও দলকে ছয় দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। আমিরশাহীর দুবাইয়ে এই নিয়ম খাটলেও আবু ধাবিতে করোনা প্রটোকল একেবারে আলাদা। সেখানে থাকা আইপিএলের দলগুলিকে তাই ছয়ের বদলে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে জানা গিয়েছে। যেকারণে নাইট রাইডার্স ও মুম্বই ইন্ডিয়ান্সের আবুধাবি পৌঁছানোর পর ৬ দিনের কোয়ারেন্টাইন পর্ব শেষ হলেও তারা এখনই মাঠে নেমে প্রস্তুতি সারার অনুমতি পাচ্ছে না।

কোন শহরে কটি ম্যাচ হওয়ার কথা

কোন শহরে কটি ম্যাচ হওয়ার কথা

আইপিএলের ৫৬টি ম্যাচের মধ্যে আবুধাবি ও দুবাইতে ২১টি করে ম্যাচ রয়েছে। এবং সারজায় ১৪টি ম্যাচ রয়েছে।

যাতাযাতে বিধিনিষেধ

যাতাযাতে বিধিনিষেধ

করোনার কারণে আমিরশাহীর বিভিন্ন শহরে যাতাযাতে এখন বিধিনিষেধ রয়েছে। এই মুহূর্তে দুবাই থেকে সারজা যাওয়ার জন্য কোনও নিষেধাজ্ঞা নেই। কিন্তু এই মুহূর্তে দুবাই ও আবুধাবির মধ্য়ে যাতাযাতে বিধেনিষেধ রয়েছে। সেই কারণেই এখনও আইপিএলের সূচি নিয়ে বোর্ড চূড়ান্ত পরিকল্পনা সাজিয়ে উঠতে পারেনি।

দুই ধাপে লিগের সূচি নিয়ে ভাবনা

দুই ধাপে লিগের সূচি নিয়ে ভাবনা

বোর্ড সূত্রে জানা গিয়েছে, লিগের সূচির তৈরির ক্ষেত্রে সেক্ষেত্রে প্রথম দিকের ম্যাচগুলি সব দুবাই ও শারজায় রাখা হতে চলেছে। আমিরশাহীতে যাতাযাতে এখন নিষেধাজ্ঞা থাকায়, পরে দ্বিতীয় ধাপের সূচিতে আমিরশাহীতে একাধিক ম্যাচ রাখা হবে। এভাবেই যাতাযাতে নিষেধাজ্ঞাকে মাথায় রেখে সূচিকে দুইভাগে ভাগ করা নিয়ে পরিকল্পনা করছে বিসিসিআই।

আইপিএল ২০২০ : কেকেআর শিবিরে সবচেয়ে বেশি রানের পার্টনারশিপে চোখ রাখা যাকআইপিএল ২০২০ : কেকেআর শিবিরে সবচেয়ে বেশি রানের পার্টনারশিপে চোখ রাখা যাক

English summary
IPL 2020 Schedule Update: For this reason Bcci unable to give news on Ipl Schedule
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X