For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কার ব্যাটে আইপিএল ২০২০তে দ্রুততম হাফ সেঞ্চুরি দেখে নিন

কার ব্যাটে আইপিএল ২০২০তে দ্রুততম হাফ সেঞ্চুরি দেখে নিন

  • |
Google Oneindia Bengali News

আইপিএল ২০২০তে দ্রুততম হাফ সেঞ্চুরি হাঁকালেন ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার নিকোলাস পুরান। দুবাইয়ে সানরাইজার্সের বিরুদ্ধে কিংস ইলেভেন পাঞ্জাবের নির্ভরযোগ্য বাঁ-হাতি এই নজির গড়লেন।

কত বলে হাফ সেঞ্চুরি

কত বলে হাফ সেঞ্চুরি

বিধ্বংসী ব্যাটিং করে এদিন মাত্র ১৭ বলে হাফ সেঞ্চুরি হাঁকিয়ে ফেললেন পুরান। ছক্কা হাঁকিয়ে অর্ধশতরান পূর্ণ করেন নিকোলাস। উল্লেখ্য মরুশহরে এটাই এখনও পর্যন্ত ১৩ তম আইপিএলের দ্রুততম হাফ সেঞ্চুরি। শেষ পর্যন্ত ৩৭ বলে ৭৭ রান হাঁকিয়ে পুরান রশিদ খানের শিকার হয়ে আউট হন। ইনিংস সাজানো ৫টি চার ও ৭টি ছয় দিয়ে। প্রসঙ্গত এটাই আইপিএল কেরিয়ারে পুরানের প্রথম হাফ সেঞ্চুরি। আর প্রথম হাফ সেঞ্চুরিতেই আইপিএল ২০২০-র এখন পর্যন্ত দ্রুততম হাফ সেঞ্চুরি করে ফেললেন তিনি।

ওভারে ২৮ রান হাঁকালেন পুরান

ওভারে ২৮ রান হাঁকালেন পুরান

সামাদের ওভারে এদিন ২৮ রান হাঁকান পুরান। সানরাইজার্সের তরুণ সামাদের বিরুদ্ধে পুরানের ব্যাটিংয়ে ৬, ৪, ৬,৬,৬, ০ রান আসে। আইপিএল ২০২০তে এটি এখনও পর্যন্ত এক ওভারে দ্বিতীয় সর্বোচ্চ রান। এর আগে কোটরেলের এক ওভারে রাহুল তেওয়াটিয়া ৩০ রান হাঁকিয়েছেন।

আইপিএলের ২০২০তে দ্বিতীয় দ্রুততম হাফ সেঞ্চুরি কার

আইপিএলের ২০২০তে দ্বিতীয় দ্রুততম হাফ সেঞ্চুরি কার

আইপিএল ২০২০তে দ্বিতীয় দ্রুততম হাফ সেঞ্চুরি রয়েছে সঞ্জু স্যামসনের। রাজস্থান রয়্যালসের এই ক্রিকেটার এবছর ১৯ বলে হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন।

আইপিএলের ইতিহাসে দ্রুততম হাফ সেঞ্চুরি কার

আইপিএলের ইতিহাসে দ্রুততম হাফ সেঞ্চুরি কার

আইপিএলের ইতিহাসে লোকেশ রাহুলের দ্রুততম হাফ সেঞ্চুরি রয়েছে। ১৪ বলে দ্রুততম হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন রাহুল। ২০১৮ সালে দিল্লি ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে ১৪ বলে হাফ সেঞ্চুরি হাঁকিয়েছিলেন রাহুল। যিনি বর্তমানে কিংস কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক।

English summary
Pooran hit 17 balls 50,37 balls 77 runs.his first-ever fifty in the Indian Premier League also turned into the fastest of the season so far. He took just 17 balls to get there while pummeling spinner Abdul Samad for 28 runs in his first over as Kings XI Punjab faced SunRisers Hyderabad in Dubai
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X