For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মিতালি-ঝুলনদের অস্ট্রেলিয়া সফরে করোনার প্রভাব, বদলে গেল সফরসূচি

Google Oneindia Bengali News

একটি টেস্ট এবং তিনটি করে ম্যাচের টি ২০ ও একদিনের সিরিজ খেলতে আজই অস্ট্রেলিয়া যাচ্ছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। কিন্তু মিতালি রাজ, ঝুলন গোস্বামী, হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানাদের অস্ট্রেলিয়া সফরসূচিতে রদবদলও হতে চলেছে। করোনা পরিস্থিতিই যার কারণ। করোনা সংক্রমণ যাতে হাতের বাইরে না যায় সে কারণে অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে জারি রয়েছে বিধিনিষেধ। এমনকী নিভৃতবাস সংক্রান্ত নিয়মেও রয়েছে কড়াকড়ি।

সূচিতে রদবদল

সূচিতে রদবদল

ক্রিকেট অস্ট্রেলিয়া সূত্রে জানা গিয়েছে, করোনা পরিস্থিতিতে জারি হওয়া বিধিনিষেধের কারণে কুইন্সল্যান্ডেই সবগুলি ম্যাচ হবে। দিন-রাতের টেস্ট এবং টি ২০ সিরিজ হবে ম্যাককেতে। কারারায় হবে তিন ম্যাচের একদিনের সিরিজ। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সিরিজের প্রথথ একদিনের আন্তর্জাতিক ম্যাচটি হওয়ার কথা ছিল নর্থ সিডনি ওভালে এবং বাকি ম্যাচ দুটি মেলবোর্নের জংশন ওভালে। কিন্তু রদবদলের ফলে একদিনের সিরিজের সব ম্যাচই হবে ম্যাককেতে। মিতালিদের টেস্ট ম্যাচটি হওয়ার কথা ছিল পারথের ওয়াকা স্টেডিয়ামে। দিন-রাতের টেস্টটির পাশাপাশি তিন ম্যাচের টি ২০ সিরিজ আয়োজিত হবে কারারায়। অস্ট্রেলিয়ার বিভিন্ন জায়গায় লকডাউনের জেরে পারথের পরিবর্তে নির্ধারিত দিনেই অর্থাৎ ৩০ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর অবধি গোলাপি বলের টেস্টটি হবে গোল্ড কোস্টের কারারার মেট্রিকন স্টে়ডিয়ামে। সিডনিতে যে টি ২০ সিরিজ হওয়ার কথা ছিল সেই তিনটি ম্যাচও এই স্টেডিয়ামেই খেলা হবে। যদিও ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে এখনও চূড়ান্ত ঘোষণা হয়নি।

পর্যাপ্ত প্রস্তুতি নিয়েই সিরিজে

ভারতীয় দল অস্ট্রেলিয়া পৌঁছানোর পর কুইন্সল্যান্ড সরকারের থেকে সবুজ সঙ্কেত আদায় করে সূচি ঘোষণা হতে পারে। ভারতীয় দলের প্রস্তুতি শিবির চলছিল বেঙ্গালুরুতে। সেখানে জৈব সুরক্ষা বলয়ে ছিলেন ক্রিকেটার ও কোচিং স্টাফরা। মিতালিরা ব্রিসবেনে পৌঁছাবেন দুবাই হয়ে। সেখানে ১৩ সেপ্টেম্বর অবধি ১৪ দিনের নিভৃতবাসে কাটাতে হবে গোটা দলকে। ১৮ সেপ্টেম্বর ব্রিসবেনে ভারতীয় দল একটি প্রস্তুতি ম্যাচ খেলবে একদিনের সিরিজ শুরুর আগে। ইংল্যান্ড সফরে ঝুলন, হরমনপ্রীতরা কোনও প্রস্তুতি ম্যাচ না খেলেই টেস্টে নেমে পড়েছিলেন। যার প্রভাব পড়েছিল পারফরম্যান্সে। সে কারণেই সিরিজ শুরুর আগে পর্যাপ্ত অনুশীলনের সময় ও প্রস্তুতি ম্যাচের ব্যবস্থা রাখার অনুরোধ করা হয় বিসিসিআইয়ের তরফে। জানা গিয়েছে, ১৯ তারিখের বদলে ২১ সেপ্টেম্বর থেকে একদিনের সিরিজ শুরু হবে।

আত্মবিশ্বাসী মিতালি

ভারতীয় মহিলা টেস্ট ও একদিনের দলের অধিনায়ক মিতালি রাজ গতকাল সাংবাদিকদের বলেন, অস্ট্রেলিয়া সফর আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপের জন্য খুব গুরুত্বপূর্ণ। ইংল্যান্ড সফর থেকে শিক্ষা নিয়ে আমরা বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়া সফরের জন্য প্রস্তুতি নিয়েছি। শক্তিশালী দলের বিরুদ্ধে খেললে নিজেদের শক্তি সম্পর্কেও ওয়াকিবহাল থাকা যাবে। তাই এই সিরিজ টাফ হলেও আমরা খেলতে মুখিয়ে রয়েছি। ভারতীয় দলের অস্ট্রেলিয়া সফরে সাপোর্ট স্টাফদের সঙ্গে রয়েছেন ২২ জন ক্রিকেটার, এ ছাড়া পাঠানো হয়েছে মুখ্য নির্বাচক নীতু ডেভিড ও নির্বাচকমণ্ডলীর সদস্যা ভি কল্পনাকে। বাংলার গার্গী বন্দ্যোপাধ্যায় অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলের ম্যানেজার। কারারার স্টেডিয়ামটিতেই মহিলাদের বিগ ব্যাশের খেলাগুলিও হবে। ফলে ভারতীয়রাও যাঁরা বিগ ব্যাশে খেলবেন তাঁরা মানিয়ে নেওয়ার যথেষ্ট সুযোগ পাবেন। মেলবোর্ন ও সিডনির যাঁরা অস্ট্রেলিয়া দলে রয়েছেন তাঁরাও আগামী সপ্তাহে কুইন্সল্যান্ডে পৌঁছে নিভৃতবাসে থাকবেন।

English summary
India Women Team's Tour Of Australia Set To Be Delayed By Two Days Because Of Covid-19-Enforced Restrictions. Carrara To Host One-Off Pink-Ball Test And The T20Is, Mackay Will Host The ODI Series.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X