For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিরাট বনাম স্টার্ক থেকে রাহানে বনাম কামিন্স, একনজরে পিঙ্ক টেস্টে কোন কোন ডুয়েলে নজর থাকবে

বিরাট বনাম স্টার্ক থেকে রাহানে বনাম কামিন্স, একনজরে পিঙ্ক টেস্টে কোন কোন ডুয়েলে নজর থাকবে

  • |
Google Oneindia Bengali News

অপেক্ষার আর মাত্র কয়েক ঘন্টা, তারপরই ডনের দেশে মেগা মহারণ। বৃহস্পতিবার অ্যাডিলেডে পিঙ্ক বল টেস্ট দিয়ে ভারত-অজি চার ম্যাচের টেস্ট যুদ্ধে ঢাকে কাঠি। গোলাপি বলে দিন রাতের এই টেস্টে কোন কোন ব্য়ক্তিগত লড়াই দেখা যাবে, একনজরে রইল সেই তথ্য।

নজরে বিরাট কোহলি

নজরে বিরাট কোহলি

অজিভূমে বিরাট পিঙ্ক টেস্ট খেলে পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরবেন। তাই প্রথম টেস্টে ভারত অধিনায়ক বিরাট, ভারতকে এগিয়ে দিতে পারেন কিনা, সেটাই এখন দেখার। সেই সঙ্গে বিরাটের ব্যাটিংয়েও চোখ থাকবে।

সেঞ্চুরিহীন বিরাট

সেঞ্চুরিহীন বিরাট

এবছরে ২২ গজে বিরাটের তিন ফর্ম্যাট মিলিয়ে একটিও সেঞ্চুরি নেই। শেষবার ২০১৯ সালের নভেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে ইডেনে পিঙ্ক বল টেস্টে সেঞ্চুরি পেয়েছিলেন। এবার ২০২০-র বছর শেষটা সেঞ্চুরি হাঁকাতে পারেন কিনা,সেই দিয়ে তাকিয়ে ক্রিকেট মহল।

সেঞ্চুরিহীন বিরাট বনাম পিঙ্ক বলের ত্রাস স্টার্ক

সেঞ্চুরিহীন বিরাট বনাম পিঙ্ক বলের ত্রাস স্টার্ক

আর এখানে বিরাট বনাম স্টার্ক যুদ্ধ অন্য মাত্রা নিতে পারে। গোলাপি বলে দিন রাতের ক্রিকেটে অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে অভিজ্ঞ বাঁ-হাতি মিচেল স্টার্ক। পিঙ্ক বলে তাঁর ঝুলিতে ৪২টি উইকেট রয়েছে। ফলে বিরাট বনাম স্টার্ক ডুয়েল নিয়ে উত্তেজনা এখন তুঙ্গে। টেস্টে এখনও পর্যন্ত স্টার্ক, বিরাটকে ৩ বার আউট করতে পেরেছেন।

স্টিভ স্মিথ

স্টিভ স্মিথ

নির্বাসন কাটিয়ে ২২ গজে ফিরে ২০১৯ সালে অ্যাসেজে ইংল্যান্ড বোলিংয়ের নাভিশ্বাস তুলে দিয়েছিলেন স্মিথ। অ্যাসেজে তাঁর ব্যাটে সবমিলিয়ে ৭৭৪ রান সংগ্রহে ছিল। ইতিমধ্যে ওডিআই সিরিজে ভারতের বিরুদ্ধে ২টি ব্যাক টু ব্যাক সেঞ্চুরি পেয়েছেন, এবার টেস্টে ভারতীয় বোলিংয়ের বিরুদ্ধে তাঁক চ্যালেঞ্জ নিতে দেখা যাবে।

স্মিথ বনাম বুমরাহ

স্মিথ বনাম বুমরাহ

অন্যদিকে স্মিথের বিরুদ্ধে পরিণত বুমরাহ, কেমন রণকৌশল সাজান দেখার। শেষবার অস্ট্রেলিয়া সফরে এসে ৪ টেস্ট থেকে বুমরাহ, ২১টি উইকেট নিয়েছিলেন। যেখানে মেলবোর্ন টেস্টে তাঁর উইকেট সংখ্যা ছিল ৯। এবার অজি ভূমে কেরিয়ারের দ্বিতীয় টেস্ট সিরিজ খেলতে নেমে বুমরাহ কেমন বোলিং করেন তাকিয়ে ক্রিকেটবিশ্ব।

চেতেশ্বর পূজারা বনাম ন্যাথান লায়ন

চেতেশ্বর পূজারা বনাম ন্যাথান লায়ন

শেষবার অজিভূমে ৭ ইনিংস খেলে চেতেশ্বর পূজারা ৫২১ রান হাঁকান। যার মধ্য়ে তিনটি সেঞ্চুরি ছিল। তাঁর ব্যাটিংয়ের সুবাদেই ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২-১ টেস্ট সিরিজ জেতে। এবার পিঙ্ক বলের বোলিং ত্রাস স্টার্ক, বিশ্বের এক নম্বর পেসার কামিন্স ও অজিদের নির্ভরযোগ্য স্পিনার ন্যাথান লায়ানের বিরুদ্ধে পূজারা গতবারের ধারাবাহিকতা দেখাতে পারেন কিনা, দেখার। জোর টক্কের অপেক্ষায় ক্রিকেটমহল।

কামিন্স বনাম রাহানে

কামিন্স বনাম রাহানে

টেস্টের এক নম্বর পেসার প্যাট কামিন্স। সেই সঙ্গে টেস্টে তিনি অস্ট্রেলিয়ার সহঅধিনায়কও বটে। দিন রাতের টেস্ট মহারণে নতুন বলে ভারতীয় টপ অর্ডারের মায়াঙ্ক, পৃথ্বী, পূজারা, বিরাট, রাহানদের বিরুদ্ধে নিজেকে উজার করে দিতে চাইবেন। কামিন্স আগেই, টেস্টে বিশ্বের দুনম্বর বিরাট কোহলির উইকেটের খোঁজে মুখিয়ে রয়েছেন বলে জানিয়ে রেখেছেন। সেরার সেরা ক্রিকেটাদের এই মহারণ দেখতে এখন শুধু মাঠে বল গডা়নোর অপেক্ষা।

English summary
Ind vs Aus: From virat kohli vs mitchell starc to ajinkya rahane vs pat cummins, star duel in pink test
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X