For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ব্রিসবেনে ভারতের পেস অ্যাটাক সাজানোই মুশকিল, ফের ছিটকে গেলেন তারকা পেসার: রিপোর্ট

ব্রিসবেনে ভারতের পেসবিভাগ সাজানোই মুশকিল, ফের ছিটকে গেলেন তারকা পেসার: রিপোর্ট

  • |
Google Oneindia Bengali News

অজি সফরে গিয়ে ভারতীয় ক্রিকেট দল যেন মিনি হাসপাতাল। সোমবার সিডনি টেস্টে হ্যামস্ট্রিংয়ের চোট নায়ক হনুমা বিহারীকে সিরিজের শেষ টেস্ট ব্রিসবেনের লড়াই থেকে ছিটকে দিয়েছে। এবার পেসবিভাগেও বড় ধাক্কার খবর। এবার চোটের কবলে জসপ্রীত বুমরাহ।

ছিটকে গেলেন তারকা পেসার

ছিটকে গেলেন তারকা পেসার

বিসিসিআই সূত্রের খবর, চোটের জন্য ব্রিসবেন টেস্ট থেকে ছিটকে গেলেন জসপ্রীত বুমরাহ। অ্যাবডোমিনে চোট পাওয়ার জন্য বুমরাহ শেষ টেস্টে নামতে পারবেন না বলে জানা গিয়েছে। বোর্ডের পক্ষ থেকে এই নিয়ে এখনও অবশ্য সরকারি কোনও ঘোষণা হয়নি।

শামি-উমেশের পর বুমরাহ

শামি-উমেশের পর বুমরাহ

চলতি সিরিজের প্রথম ম্যাচে কামিন্সের বাউন্সারে কব্জির হাড় ভেঙে শামি ছিটকে যান। এরপর দ্বিতীয় টেস্টে হ্যামস্ট্রিংয়ের চোট উমেশকে ছিটকে দেয়। তৃতীয় টেস্টে স্টার্কের বাউন্সারে বাঁ-হাতের বুড়ো আঙুল ভেঙে রবীন্দ্র জাদেজা ছিটকে গিয়েছেন। এবার বুমরাহের ছিটকে যাওয়ার খবর।

ব্যাটিংয়েও একাধিক ক্রিকেটার ছিটকে গিয়েছেন

ব্যাটিংয়েও একাধিক ক্রিকেটার ছিটকে গিয়েছেন

ব্যাটিংয়ে হনুমা হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য ব্রিসবেন টেস্টে নেই। অন্যদিক তৃতীয় টেস্টের প্রস্তুতির সময় কব্জিতে চোট পেয়ে লোকেশ রাহুল সিরিজ থেকে ছিটকে গিয়েছেন।

ভারতের দল নামানোই চাপ

ভারতের দল নামানোই চাপ

সেক্ষেত্রে শামি, উমেশ, জাদেজা, রাহুল, হনুমার পর বুমরাহ চোটের কারণে ছিটকে গেলে, শেষ টেস্টে ভারতের এগারো জনের ক্রিকেট দল সাজানোই কঠিন।

কী হতে পারে বোলিং

কী হতে পারে বোলিং

শেষ টেস্টে স্পিনার অশ্বিন থাকছেন। পেস বিভাগে সাইনি, সিরাজের সঙ্গে শার্দুল ঠাকুর জুড়তে পারেন। কিন্তু অভিজ্ঞতায় তিন পেসারই অনেক পিছিয়ে। ফলে বোলিংয়ে শক্তি হারিয়ে সিরিজ নির্ণায়ক টেস্টে খেলতে নেমে প্রবল চাপে পড়তে পারে ভারত।

চতুর্থ টেস্ট কবে শুরু

চতুর্থ টেস্ট কবে শুরু

১৫ জানুয়ারি থেকে চতুর্থ টেস্টে মাঠে নামবে ভারত। ব্রিসবেনে শেষ লড়াইয়ে নামার আগে সিরিজের ফল এখন ১-১। অ্যাডিলেডে ম্যাচ জিতে অজিরা ১-০ এগিয়ে গিয়েছিল। পাল্টা মেলবোর্ন টেস্ট জিতে ভারত সিরিজে কামব্যাক করে। তৃতীয় লড়াইয়ে সিডনি টেস্টের পঞ্চম দিন ভারতীয় ব্যাটসম্যানদের লড়াইয়ে হনুমারা ম্যাচ ড্র করেছে।

English summary
IND vs AUS 4th test: Jasprit Bumrah Ruled Out of Brisbane Test Due to Abdominal Strain: Report
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X