For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ICC WTC Final : সাউদাম্পটনে বর্ণবিদ্বেষের অভিযোগ নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া

ICC WTC Final : সাউদাম্পটনে বর্ণবিদ্বেষের অভিযোগে উত্তাল সোশ্যাল মিডিয়া

  • |
Google Oneindia Bengali News

ক্রীড়াক্ষেত্রে বর্ণবিদ্বেষের অভিযোগ নতুন কিছু নয়। বিভিন্ন আন্তর্জাতিক, দ্বিপাক্ষিক, ত্রিপাক্ষিক ক্রীড়া ইভেন্টে বর্ণবৈষম্যের অভিযোগকে ঘিরে বহুবার আলোড়িত হয়েছে বিশ্ব। একাধিকবার কুলুষিত হয়েছে ক্রিকেট। কয়েক মাস আগে ভারতের অস্ট্রেলিয়া সফর চলাকালীন টিম ইন্ডিয়ার ফাস্ট বোলার মহম্মদ সিরাজকে গ্যালারি থেকে বিদ্বেষমূলক মন্তব্য করা হয়েছিল বলে অভিযোগ। পরম্পরা বজায় রেখে এবার আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও কলুষিত হল এমনই এক অভিযোগে। উত্তাল হয়েছে সোশ্যাল মিডিয়া।

ICC ICC WTC Final : সাউদাম্পটনে বর্ণবিদ্বেষের অভিযোগ নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়াFinal : বর্ণবিদ্বেষ থেকে রেহাই পেল না সাউদাম্পটনও, এবার নিশানা কোন ক্রিকেটার?

সাউদাম্পটনে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে হাই-ভোল্টেজ ম্যাচ চলাকালীন এজিয়াস বোলের গ্যালারি থেকে কিউয়ি ক্রিকেটারকে লক্ষ্য করে কটূক্তি করার অভিযোগ উঠেছে। ম্যাচের পঞ্চম দিনে নিউজিল্যান্ডের অভিজ্ঞ রস টেলরকে বর্ণবিদ্বেষের শিকার হতে হয়েছে বলে অভিযোগ। এ ব্যাপারে ক্রিকেটারদের তরফে প্রাথমিকভাবে কিছু না জানানো হলেও মাঠে বসে থাকা কিউয়ি দর্শকদের কেউ কেউ টুইট করে এ ব্যাপারে আইসিসি-র দৃষ্টি আকর্ষণ করেছেন।

পরপর অনেকগুলি টুইট পেয়ে নড়েচড়ে বসে বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থাও। তড়িঘড়ি পদক্ষেপও করা হয়। নিউজিল্যান্ডের ক্রিকেটারকে বিদ্বেষমূলক মন্তব্য করার অভিযোগে এজিয়ায় বোল থেকে দুই দর্শকে বের করে দেন নিরাপত্তারক্ষীরা। অবশিষ্ট ম্যাচে এমন ঘটনা না ঘটার প্রতিশ্রুতিও দিয়েছে আইসিসি। সুরক্ষার স্বার্থে অভিযুক্তদের পরিচয় প্রকাশ্যে আনেনি আইসিসি। সাউদাম্পটনে পঞ্চম দিনের খেলা শেষ হওয়ার পর গ্যালারি থেকে উড়ে আসা কটূক্তি নিয়ে সরব হয়েছেন নিউজিল্যান্ডের ফাস্ট বোলার টিম সাউদিও।

ঘটনাকে ঘিরে উত্তাল হয়েছে সোশ্যাল মিডিয়া। এই ইস্যুতে নানা কথা বলেছেন নেটিজেনরা। কেন কেন বার বার কলুষিত হচ্ছে ক্রিকেট, সে প্রশ্নও করেছেন নেটিজেনরা। ভাইরাল হয়েছে এ সংক্রান্ত নানা টুইট। এ সংক্রান্ত দ্য ভারত আর্মির এক ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। যেখানে ভারতীয় ক্রিকেট প্রেমীদের ব্ল্যাক লাইভস ম্যাটারের পোস্টার হাতে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে আগে ব্যাটিং করে ২১৭ রান তুলতে সক্ষম হয়েছিল ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৪৯ রান করতে সক্ষম হয়েছিলেন অজিঙ্ক রাহানে। নিউজিল্যান্ডের হয়ে ৫ উইকেট নিয়ে ইতিহাস রচনা করেছিলেন কাইল জেমিসন। জবাবে তাদের প্রথম ইনিংসে ২৪৯ রানে অল আউট হয়ে গিয়েছে নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেছেন অধিনায়ক কেন উইলিয়ামসন। ভারতের হয়ে ৪ উইকেট নিয়ে সাড়া জাগিয়েছেন মহম্মদ শামি। ষষ্ঠ দিনে দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই আশা করছেন ক্রিকেট প্রেমীরা।

English summary
ICC WTC Final : Two people has thrown out from Southampton Stadium for racist remarks
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X