For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিরিজের শেষে আরও এক রেকর্ড করলেন পন্থ, ধোনিকেও ছাপিয়ে গেলেন, ছুঁলেন ইঞ্জিনিয়ারকে

ঋষভ পন্থ ভারতীয় উইকেটরক্ষক হিসেবে আইসিসি টেস্ট ক্রমতালিকায় সর্বোচ্চ স্থান অর্জন করেছেন। 

Google Oneindia Bengali News

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজটা দুর্দান্ত গিয়েছে তরুণ ভারতীয় উইকেটরক্ষক ঋষভ পন্থের। সিডনির শেষ টেস্ট বৃষ্টিতে ধুয়ে গেলেও, প্রথম ইনিংসে তাঁর দুর্দান্ত অপরাজিত ১৫৯ রানের জন্যই ভারত ৬২২ রানের পাহাড় গড়তে পেরেছিল। উইকেটের পিছনেও তিনি এই সিরিজে এক টেস্টে সর্বোচ্চ ক্য়াচ নেওয়ার বিশ্বরেকর্ড ছুঁয়েছেন।

সিরিজ শেষ হওয়ার পরও সেই ভাল সময় রয়ে গিয়েছে পন্থের সঙ্গে। সোমবার (৭ জানুয়ারি) সিডনির খেলা শেষ হয়েছে। আর মঙ্গলবার (৮ জানুয়ারি), ফের একটি সুখবর এল তাঁর জন্য। সিডনিতে ভারতীয় উইকেটরক্ষক হিসেবে অস্ট্রেলিয়ায় মাটিতে সর্বোচ্চ রানের নিরিখে পেরিয়ে গিয়েছিলেন ফারুখ ইঞ্জিনিয়ারকে। এই বার আইসিসি টেস্ট ক্রমতালিকায় পন্থ ফের একবার ধরে ফেললেন তাঁকে।

শীর্ষে পন্থ ও ইঞ্জিনিয়ার

শীর্ষে পন্থ ও ইঞ্জিনিয়ার

অস্ট্রেলিয়া বনাম ভারত টেস্ট সিরিজ শেষ হওযার পর সাম্প্রতিক আইসিসি টেস্ট ব্য়াটসম্য়ানদের ক্রমতালিকায় পন্থ ২১ ধাপ এগিয়ে পৌঁছেছেন ১৭তম স্থানে। এটাই কোনও ভারতীয় উইকেটরক্ষক হিসেবে ব্যাটস্য়ানদের তালিকেয় সর্বোচ্চ অবস্থান। এই একই স্থানে ১৯৭৩ সালে পৌঁছেছিলেন ফারুখ ইঞ্জিনিয়ার। এদিন তাঁকে ছুঁলেন পন্থ।এমএস ধোনিরকেরিয়ারের সর্বোচ্চ টেস্ট ক্রম ছিল ১৯তম।

টপকে গেলেন ধোনিকে

টপকে গেলেন ধোনিকে

অ্যাডিলেড টেস্টের প্রথম ইনিংসে ৮টি ক্যাচ নিয়ে পন্থ ভেঙে দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনির এক ইনিংসে ভারতীয় হিসেবে সর্বোচ্চ ৭টি ক্যাচ ধরার রেকর্ড। আর এদিন আইসিসি রেটিং পয়েন্টে তিনি ফের পেরিয়ে গেলেন ধোনিকে। ঋষভের সাম্প্রতিক রেটিং পয়েন্ট ৬৭৩। যা ভারতীয় উইকেটকিপার হিসেবে সর্বোচ্চ। এতদিন এই রেকর্ড ছিল ধোনির (৬৬২)। আর ধোনির পরে আছেন ইঞ্জিনিয়ার (৬১৯)।

চেতেশ্বর পূজারা

চেতেশ্বর পূজারা

এছাড়া ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে এগিয়েছেন সিরিজের সেরা, ৫২১ রান করা চেতেশ্বর পূজারা। তিনি এক ধাপ উঠে টেস্ট ব্য়াটসম্য়ানদের তালিকায় আপাতত তৃতীয় স্থানে রয়েছেন।

মায়াঙ্ক ও জাদেজা

মায়াঙ্ক ও জাদেজা

পূজারা ছাড়া ব্যাটসম্য়ানদের তালিকায় উন্নতি করেছেন রবীন্দ্র জাদেজা (৬ ধাপ এগিয়ে ৫৭তম) ও মায়াঙ্ক আগরওয়াল (৫ ধাপ এগিয়ে ৬২তম)।

ভারতীয় বোলাররা

ভারতীয় বোলাররা

বোলারদের তালিকায় সবচেয়ে উন্নতি ঘটেছে সিডনিতে ৫ উইকেট নেওয়া কূলদীপ যাদবের। ৭ ধাপ এগিয়ে তিনি কেরিয়ারের সর্বোচ্চ ৪৫তম স্থানে উঠে এসেছেন। জাদেজা ও শামি একধাপ করে এগিয়ে এসেছেন যথাক্রমে পঞ্চম ও ২২তম স্থানে। আর সিরিজে ২১ উইকেট নেওয়া বুমরার রেটিং পয়েন্ট বাড়লেও তিনি ১৬তম স্থানেই থেকে গিয়েছেন।

English summary
Rishabh Pant has attained the highest ICC Test ranking for an Indian wicketkeeper. 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X