For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টি ২০ বিশ্বকাপে ধরাশায়ী অস্ট্রেলিয়া, মধুর প্রতিশোধ নিউজিল্যান্ডের! ফিলিপসের অবিশ্বাস্য ক্যাচ ভাইরাল

  • |
Google Oneindia Bengali News

টি ২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একপেশে জয় ছিনিয়ে নিল নিউজিল্যান্ড। গতবার কিউয়িদের হারিয়েই প্রথমবার টি ২০ বিশ্বকাপ জেতার স্বাদ পেয়েছিল অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়া। কিন্তু আজ সিডনিতে রীতিমতো দাপট দেখিয়ে মধুর প্রতিশোধ নিল কেন উইলিয়ামসনের দল। জয় এসেছে ৮৯ রানে। টি ২০ বিশ্বকাপে সবচেয়ে বড় ব্যবধানে পরাজয়ের পাশাপাশি পুরো ২০ ওভার টিকতেই পারল না অজিরা।

দুরন্ত কনওয়ে

দুরন্ত কনওয়ে

সিডনিতে আজ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অজি অধিনায়ক ফিঞ্চ। শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাটিং চালিয়ে যেতে থাকেন ফিন অ্যালেন ও ডেভন কনওয়ে। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০০ রান তোলে নিউজিল্যান্ড। সাতটি চার ও দুটি ছয়ের সাহায্যে ৫৮ বলে ৯২ রানে অপরাজিত থাকেন কনওয়ে। টি ২০ আন্তর্জাতিক কেরিয়ারে ২৬তম ইনিংসে তিনি ১ হাজার রান পূর্ণ করে ধরে ফেললেন বাবর আজমকে।
টি ২০ আন্তর্জাতিকে দ্রুততম ১ হাজার রান করার নিরিখে বাবর ও কনওয়ে রইলেন যুগ্ম দ্বিতীয় স্থানে। ইংল্যান্ডের ডেভিড মালান ও চেক প্রজাতন্ত্রের সাবাউন দাভিজির লেগেছিল ২৪টি ইনিংস। ফিন অ্যালেন পাঁচটি চার ও তিনটি ছয়ের সাহায্যে ১৬ বলে ৪২ রান করেন। ২৩ বলে ২৩ করেন অধিনায়ক কেন উইলিয়ামসন। গ্লেন ফিলিপসের সংগ্রহ ১০ বলে ১২। জিমি নিশাম ১৩ বলে ২৬ রানে অপরাজিত থাকেন। জশ হ্যাজলউড ২টি এবং অ্যাডাম জাম্পা ১টি উইকেট দখল করেন।

শুরু থেকেই চাপে অস্ট্রেলিয়া

শুরু থেকেই চাপে অস্ট্রেলিয়া

পাওয়ারপ্লে-তে নিউজিল্যান্ডের স্কোর ছিল ১ উইকেটে ৬৫, অস্ট্রেলিয়া প্রথম ৬ ওভারে তোলে ৩৭ রান, তিন উইকেট হারিয়ে। কিউয়ি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকেই ব্যাকফুটে ছিল অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নার ৬ বলে ৫, অধিনায়ক অ্যারন ফিঞ্চ ১১ বলে ১৩, মিচেল মার্শ ১২ বলে ১৬ এবং গ্লেন ম্যাক্সওয়েল ২০ বলে ২৮ রান করেন।

ফিলিপসের অবিশ্বাস্য ক্যাচ

১৪ বলে ৭ রান করা মার্কাস স্টইনিস ফেরেন ফিলিপসের অনবদ্য ক্যাচে। টিম ডেভিড ৮ বলে ১১ ও ম্যাথু ওয়েড ৪ বলে ২ রান করে সাজঘরে ফেরেন। ১৭তম ওভারের প্রথম ও তৃতীয় বলে মিচেল স্টার্ক (৭ বলে ৪) ও অ্যাডাম জাম্পা (২ বলে ০)-কে বোল্ড করে দেন ট্রেন্ট বোল্ট। সাউদির বলে প্যাট কামিন্স (১৮ বলে ২১)-এর ক্যাচ ডেভন কনওয়ে তালুবন্দি করতেই নিশ্চিত হয় নিউজিল্যান্ডের জয়। ১৭.১ ওভারে অস্ট্রেলিয়ার ইনিংস গুটিয়ে যায় ১১১ রানে।

সাউদি-স্যান্টনারের দাপট

নিউজিল্যান্ডের সফলতম বোলার টিম সাউদি নিয়েছেন তিনটি উইকেট। তিনি ২.১ ওভারে ৬ রানের বিনিময়ে তিনটি উইকেট দখল করলেন। মিচেল স্যান্টনার ৪ ওভারে ৩১ রানের বিনিময়ে তিনটি উইকেট দখল করেন। বোল্ট ৪ ওভারে ২৪ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেছেন। লকি ফার্গুসন ও ইশ সোধির ঝুলিতে গিয়েছে একটি করে উইকেট। ম্যাচের সেরার পুরস্কারটি পেয়েছেন কনওয়ে। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে শেষবার টি ২০ আন্তর্জাতিকে নিউজিল্যান্ড হারিয়েছিল ২০১১ সালে। ১৫ ম্যাচ পর ফের এলো স্বস্তির জয়। কঠিন গ্রুপে যা গুরুত্বপূর্ণও বটে।

English summary
ICC Men's T20 World Cup 2022: New Zealand Secured Big Win Over Defending Champion Australia. Devon Conway Becomes The Joint-Second Fastest To Score 1000 Runs In T20Is.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X