For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহিলা বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল আইসিসি, জায়গা পেলেন না কোনও ভারতীয় ক্রিকেটার

মহিলা বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল আইসিসি, জায়গা পেলেন না কোনও ভারতীয় ক্রিকেটার

Google Oneindia Bengali News

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে পরাজিত করে সদ্য সমাপ্ত মহিলা বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। এই নিয়ে সপ্তমবার মহিলা ক্রিকেট বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। চারবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে সন্তুষ্ট থাকতে হয়েছে রানার্স হয়েই।

মহিলা বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল আইসিসি, জায়গা পেলেন না কোনও ভারতীয় ক্রিকেটার

প্রতি বার বিশ্বকাপের পর সেরা এগারো ক্রিকেটার নিয়ে নিজেদের একটি একাদশ তৈরি করে আইসিসি। পুরুষদের বিশ্বকাপের মতো মহিলা বিশ্বকাপেও সেই একাদশ তৈরি করা হয়। সদ্য সমাপ্ত ২০২২ মহিলা বিশ্বকাপের পর সেই একাদশ সামনে আনল আইসিসি।

আইসিসি'র প্রকাশিত সেরা একাদশে জায়গা হয়নি কোনও ভারতীয় ক্রিকেটারের। আইসিসি'র প্রকাশিত এই একাদশে জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়ার চার ক্রিকেটার, দক্ষিণ আফ্রিকার তিন ক্রিকেটাক, ইংল্যান্ডের দুই ক্রিকেটার, বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের এক জন করে ক্রিকেটার। দ্বাদশ ক্রিকেটার হিসেবে রয়েছেন ইংল্যান্ডের এক জন।

আইসিসি'র বেছে নেওয়া এই একাদশের নেতৃত্বের দায়িত্বে রয়েছেন অস্ট্রেলিয়ার মেগ ল্যানিং। এই বিশ্বকাপে ৩৯৪ রান করেছেন অস্ট্রেলিয়ার মহিলা দলের অধিনায়ক ল্যানিং। ল্যানিং ছাড়া এই একাদশে সুযোগ পেয়েছেন অ্যালিসা হিলি। টুর্নামেন্টের সেরা এবং ফাইনালের সেরাও নির্বাচিত হয়েছেন হিলি। নক আউট পর্যায়ে তিনটি শতরান করেছেন তিনি। ফাইনালে তাঁর ব্যাট থেকে আসে ১৭০ রান।

মহিলা বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল আইসিসি, জায়গা পেলেন না কোনও ভারতীয় ক্রিকেটার

এই একাদশ নির্বাচিত করেছে আইসিসি'র প্যানেল। যেই প্যানেলে রয়েছে লিসা স্থালেকর, নাসির হুসেন, নাতালি গারমানোস, অলোক গুপ্ত, ক্রিস্টি হাভিল এবং আরও কিছু সদস্য। এই তালিকায় রয়েছেন রাচেল হেইনস। এই প্রতিযোগীতার দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রহকারী হেইনস। কোনও ভারতীয় ক্রিকেটার সুযোগ না পেলেও উল্লেখযোগ্য ভাবে এই তালিকায় বাংলাদেশের সালমা খাতুন স্থান করে নিয়েছেন।

এক নজরে আইসিসি'র বেছে নেওয়া প্রথম একাদশ:
লউরা উলভার্ট (দক্ষিণ আফ্রিকা), অ্যালিসা হিলি (উইকেট রক্ষক, অস্ট্রেলিয়া), মেগ ল্যানিং (অধিনায়ক, অস্ট্রেলিয়া), রিচেল হেনস (অস্ট্রেলিয়া), ন্যাট স্কিভার (ইংল্যান্ড), বেথ মুনি (ইংল্যান্ড), হেইলি ম্যাথিউজ (ওয়েস্ট ইন্ডিজ), মারিজানি কাপ (দক্ষিণ আফ্রিকা), সোফি ইকলেস্টোন (ইংল্যান্ড), সাবনিম ইসমাইল (দক্ষিণ আফ্রিকা), সালমা খাতুন (বাংলাদেশ)
দ্বাদশ ক্রিকেটার: চার্লি ডিন (ইংল্যান্ড)

English summary
ICC has declared team of the women’s world cup 2022. Meg Lanning named the captain of the team.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X